পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (দ্বিতীয় সংস্করণ) দ্বিতীয় ভাগ.djvu/১০৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

________________

বাংলা বানানের নিয়ম ২২৯৫ বিদেশী শব্দের s-ধ্বনির অন্য বাংলায় ছ অক্ষর বর্জনীয়। কিন্তু যেখানে প্রচলিত বাংলা বানানে ছ আছে এবং উচ্চারণেও * হয়, সেখানে প্রচলিত বানানই বজায় থাকিবে, যথা-'কেচ্ছা, ছয়লাপ, তছনছ, পছন'। দেশজ বা অজ্ঞাতমুল শব্দের প্রচলিত বানান হইবে, যথা- করিস, ফরসা; (ফলা), সরেস (সয়েশ), উসখুস ( উশখুশ)'। ১১। ক্রিয়াপদ। সাধু ও চলিত প্রয়ােগে কৃদন্ত রূপে করান, পাঠান' প্রভৃতি অথবা বিকল্পে করানো, পাঠানো' প্রভৃতি বিধেয়। চলিত ভাষায় ক্রিয়াপদের বিহিত বানানের কয়েকটি উদাহরণ দেওয়া হইল। বিকল্পে উধ্ব কমা বর্জন করা যাইতে পারে, এবং লাম বিভক্তি স্থানে পুম বা লেম লেখা যাইতে পারে। হ-ধাতু | হয়, হন, হও, হস, হই। হচ্ছে। হয়েছে। হক, হন, হও, হ। হ'ল, হ'লাম। হ'ত। হচ্ছিল। হয়েছিল। হব (হযো), হবে। হ'য়ো, হংস হ'তে হ'য়ে, হ'লে, হার, হওয়া। খা-ধাতু খায়, খান, খাও, খাস, খাই। খাচ্ছে। খেয়েছে। খাক, খান, খাও, খ। খেলে, খেলাম। খেত। পাচ্ছিল। পেয়েছিল। খাব (খাবো), খাবে। খেয়ে, খাস। খেতে, খেয়ে, খেলে, খাবার খাওয়া। দি-ধাতু দেয়, দেন, দাও, দিস, দিই। দিচ্ছে। দিয়েছে। দিক, দিন, দাও, দে। দিলে, দিলাম। দিত। দিচ্ছিল। দিয়েছিল। দেব (দেবো), দেবে। দিও, দিন। দিতে, দিয়ে দিলে, দেখার দেওয়া। | শােয়, শােন, শোও, শুস, শুই। গুচ্ছে। শুয়েছে। শুক, গুন, শােও, শো। গুল, শুলাম। শুত। শুচ্ছিল। শুয়েছিল। শােৰ (শােবো), শশাৰে। শুয়ে, শুস। শুতে, শুয়ে, শুলে, শাের পােরা। কর-ধাতু। করে, করেন, কর, করিস, করি,। করছে। করেছে। কক, করুন, কর, কর। করলে, করলাম। করত। করছিল। করেছিল। ক'ৰ (কবে), ক'রবে। করো, করিস। ক'রতে, ক'লে- লে, কবর, করা। কাটু-ধাতু কাটে, কাটেন, কাট, কাটিস, কাটি। কাটছে। কেটেছে। কাটুক, কাটুন, কাট, কাটু। কাটলে, কাটলাম। কাটত। কাটছিল। কেটেছিল। কাটব (কাটবে), কাটৰে । কেটো, কাটিস। কাটতে, কেটে, কাটলে, কাট, কাটা। লিখ-ধাতু। লেখে, লেখেন, লেখ, লিখিস, লিখি। লিখছে। লিখেছে। লিখুক, লিখুন, লেখ, লেখ। লিখলে, লিখলাম। লিখত। লিখছিল। লিখেছিল। লিখব (লিখবো), লিখবে। লিখাে, লিখিস। লিখতে, লিথে, লিখলে, লেখ, লেখা। উঠ-ধাতু ওঠ, ওঠ, ওঠ, উঠিস, উঠি। উঠ। উঠেছে। উঠুক, উনি, ওঠ, ওঠ। উঠল, উঠলাম। উঠত। উঠছিল। উঠেছিল। উঠৰ (উঠবে), উঠবে। উঠো, উঠিল। উঠতে, উঠে, উঠলে, ওঠ, ওঠা। করা-ধাতু। কমায়, কান, কাও, কস, কই। কাচ্ছে।করিয়েছে। কাক, কান, আও না। করালে, নালাম। আত। কাচ্ছিল। করিয়েছিল। কাৰ (কাবো), কৰে। করিও, কাল। ফাতে, বিয়ে, মালেক , রুমান (ফয়ানে)। ১২। কতকগুলি সাধুশব্দের চলিত রূপ। ‘কুয়া, সুতা, মিছা, উঠান, উনান, পুরান, পিছন, পিতল, ভিতর, উপর' প্রভৃতি কতকগুলি সাধুশয়ে মৌখিকাপ কলিকাতা অঞ্চলে অন্যায়। যে শব্দের মৌখিক বিকৃতি আদ্য অক্ষরে তাহার সাধুরূপই চলিত ভাষায় গ্রহণীয়, যথা-পিছন, পিতল, ভিতর, উপর। যাহার বিকৃতি মধ্য | শেষ অক্ষরে তাহার চলিত রূপ মৌখিক রূপে অনুযায়ী করা বিধেয়, যথা-ফুয়ো, সুতো, মিছে, উনি, উলন, পুরনাে।