পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (দ্বিতীয় সংস্করণ) প্রথম ভাগ.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০
ভূমিকা

অভিধান প্রণয়নে আদর্শের বহু পশ্চাতে আছি, তথাপি বাঙ্গালা ভাষার শব্দসম্পদ যে সভ্যজগতের সমৃদ্ধ ভাষাসমূহের তুলনায় স্বকীয় স্থান বজায় রাখিতে সমর্থ, তাহা বলাই বাহুল্য। পাশ্চাত্য জগতের বৃহত্তম শব্দ-কোষগুলির মধ্যে ইংরেজীভাষার অভিধানের[১] শব্দসংখ্যাই সর্ব্বাপেক্ষা অধিক এবং জগতের সর্ব্বাধিক ভূখণ্ডে তাহার প্রচলন। ব়েব্‌স্‌টর সাহেবের ইংরেজী অভিধানের ১৯৩৪ অব্দের সংস্করণে (Latest Edition of Webster’s New International Dictionary of the English Language), সাড়ে পাঁচ লক্ষ (৫,৫০,০০০) শব্দ স্থান পাইয়াছে। জন মরে সাহেবের “New English Dictionary on Historical Principles” নামক অভিধানের পরিশিষ্টাংশ (Vol. 21) বাদে বিরাট বিংশ খণ্ডে প্রায় চারি লক্ষ তের হাজার (৪,১২,৮২৫) শব্দ অন্তর্ভুক্ত হইয়াছে, যাহার মধ্যে বাহান্ন হাজার (৫২,০০০) অপ্রচলিত ও লুপ্তপ্রয়োগ (Obsolete) শব্দও আছে। ফরাসী ভাষার ৫-খণ্ডে-সম্পূর্ণ স্বনাম প্রসিদ্ধ পণ্ডিত লিত্রের অভিধানে[২] পৃষ্ঠাদ্য হইতে পৃষ্ঠান্ত পর্য্যন্ত শব্দসংখ্যা পঁচাশী হাজার (85,000 catch words) বলিয়া উক্ত হইয়াছে (বাঙ্গালা ভাষার অভিধানের প্রথম সংস্করণে পঁচাত্তর হাজার (৭৫,০০০) শব্দ ছিল। ফরাসী অভিধানকার লা রুস সম্পাদিত ৬-খণ্ডে-সম্পূর্ণ বিংশ শতাব্দীর অভিধান (La Rousse du xxə siacle[৩] or 20th Century La Rousse in 6 Vols) ১৯২৮-৩৩ অব্দের সংস্করণে দুই লক্ষ ছত্রিশ হাজার (২,৩৬,০০০) শব্দ স্থান পাইয়াছে। ফরাসী সাহিত্য-পরিষদ (French Academy) হইতে প্রকাশিত Dictionaire del’ Academie Franc̣haise নামক শব্দকোষে ১৯৩২–৩৫ অব্দের সংস্করণে প্রায় তিন লক্ষ শব্দ অন্তর্ভুক্ত হইয়াছে। বহুকাল পূর্ব্বে জেকব্ ও ব়িলিয়ম্ গ্রিম্ ভ্রাতৃদ্বয় ৫-খণ্ডে-সমাপ্য একখানি জর্ম্মন্ শব্দকোষ আরম্ভ করিয়াছিলেন। পরে, জর্ম্মন্ পণ্ডিত হাইনরিশ্ কাম্পে (Heinrich C̣ampe) উহার সম্পাদনভার গ্রহণ করেন। এই অভিধানের নাম ডয়্‌ট্‌শে ভ়ˇর্টর্‌বুখ্ (Deutshe Wörterbuch)। ১৮০৭—১৮১১ অব্দের সংস্করণে একলক্ষ একচল্লিশ হাজার দুই শত সাতাত্তর (১,৪১,২৭৭)টি শব্দ তাহার অন্তর্ভুক্ত ছিল। ইহার শেষ সংস্করণ এখনও সমাপ্ত হয় নাই। সমাপ্ত হইলে তাহার শব্দসংখ্যা আড়াই লক্ষের অনেক বেশী হইবে বলিয়া অনুমিত হইয়াছে[৪]। ভারতীয় ভাষার মধ্যে যাহা জগতের অধিকাংশ ক্ষেত্রে সর্ব্বাধিক সংখ্যক লোকের কথ্যভাষা এবং ভারতের Lingua Franca বলিয়া পরিচয়ের দাবী রাখে, সেই ভাষায় সঙ্কলিত এবং কাশী-নাগরী-প্রচারিণী সভা হইতে প্রকাশিত সপ্ত খণ্ডে ৩৯৯৯ অর্থাৎ চারি সহস্ৰ পৃষ্ঠায় সমাপ্ত হিন্দী শব্দসাগরে এক লক্ষ দুই হাজার পাঁচশত

  1. শব্দকোশ (Lexicon), মহাকোষ বা বিশ্বকোষ (Encyclopædia) নহে।
  2. Littre’s French Dictionary, vols. 5, 1863–78 A.D. Edition.
  3. লা রুস দ্যু ভ়্যাঁতিএম্ সি~ক্‌ল্।
  4. Vide October issue of Weltverkehr sprachen (ভ়েল্ট্‌ফ়্যারকের্ শ্‌প্রাখ়্‌ন্), 1936.