পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (দ্বিতীয় সংস্করণ) প্রথম ভাগ.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬ ভূমিকা , । { * — শ্রদ্ধেয় সাহিত্যবন্ধু শ্ৰীযুক্ত চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় এম-এ, মহাশয়ের শব্দ-সঙ্কলনের উল্লেখ প্রথম সংস্করণের ভূমিকার সপ্তদশ পৃষ্ঠায় করিয়াছিলাম। কিন্তু বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নামের সহিত তাহার তৎকালীন সহকৰ্ম্ম প্রসিদ্ধ সাহিত্যসেবী, বীরভূম সাহিত্য-পরিষৎ-প্রতিষ্ঠাতা ও “বঙ্গীয় সাহিত্যসেবক” প্রভৃতি গ্রন্থ প্রণেতা শ্ৰীযুক্ত শিবরতন মিত্র এবং সুসাহিত্যিক শ্ৰীযুক্ত কাৰ্ত্তিকচন্দ্র দাসগুপ্ত, বি-এ, মহাশয়দ্বয়ের নাম উল্লিখিত না হওয়ায় যে ত্রুটি হইয়াছে, তাহা বৰ্ত্তমান সংস্করণে সংশোধন করিয়া তাহাদের উভয়ের নিকট আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি। “বাঙ্গালী ভাষার অভিধান” সঙ্কলন কালে শ্ৰীযুক্ত বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ মহাশয়-সম্পাদিত “শ্ৰীকৃষ্ণ কীৰ্ত্তন” স্বৰ্গত মহামহোপাধ্যায় পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, এম, এ, সি-আই-ই মহাশয়ের “বৌদ্ধগান ও দোহা”, বঙ্গভাষা-ও-সাহিত্য-প্রণেতা ডাঃ দীনেশচন্দ্র সেন, বিএ, ; ডি, লিট, মহাশয়ের দুইখণ্ড “বঙ্গসাহিত্য-পরিচয়”, “পূর্ববঙ্গ গীতিকা” ও “মৈমনসিং গীতিকা” এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মুনীতিকুমার চট্টোপাধ্যায় এম-এ (পি-আর-এস্), ডি,লিট (লণ্ডন), এফ, আর, এ, এস, বি, মহাশয়ের “বঙ্গভাষার উৎপত্তি ও বিকাশ” (Origin & Development of the Bengali Language, vols I & II ) &{$fv <W<* ifa অমূল্য গ্রন্থ প্রায়ই দেখিতে হইয়াছৈ। এই সকল গ্রন্থপ্রণেতৃগণের নিকট আমি বিশেষভাবে ঋণী রহিলাম। শ্রদ্ধেয় বন্ধু সুনীতিবাবু বাঙ্গালী ভাষার অভিধানের পরিশিষ্টভাগে &fv<ji<a<i ( transliteration ) অংশ আমূল পরিদর্শন এবং নামের তালিকা হাল-নাগাত ( up-to-date) করিয়া দিয়াছেন । সাহিত্যবন্ধু প্রফ-সংশোধন-বিশেষজ্ঞ, অধুনা কাশীপ্রবাসী, শ্ৰীযুক্ত জ্ঞানেন্দ্রনাথ ঘটক মহাশয় প্রফ সংশোধনের নিয়মাদি আমূল পরিদর্শন ও পরিবর্দ্ধন করিয়াছেন। ইংরেজী ও বাঙ্গালী বিবিধ সাময়িক পত্রের প্রবন্ধলেখক সুসাহিত্যিক বন্ধুবর শ্রীযুক্ত যতীন্দ্রমোহন দত্ত, বি-এ, এম্-এস-সি, বি-এল, এম-আর-এ-এস্ মহাশয় পরিশিষ্টান্তর্গত भूर्जा বিনিময়ের হার (স্বর্ণমানে ) হালনাগাত করিয়া এবং ফরাসী দশমিক পরিমাণ প্রণালী আমূল পরিদর্শন করিয়া দিয়াছেন। তাহার অনুজ বন্ধুবর ত্রযুক্ত রবীন্দ্রমোহন দত্ত, বি-এ, এম.এস.সি, বঙ্গবাসী কলেজের অধ্যাপক সাহিত্যবন্ধু ঐযুক্ত প্যারীমোহন সেন গুপ্ত,বি-এ, গৌহাটী কটন কলেজের অধ্যাপক সাহিত্যানুরাগী শ্ৰীযুক্ত লক্ষ্মীনারায়ণ চট্টোপাধ্যায়, আশুতোষ কলেজের অধ্যাপক শ্ৰীযুক্ত কুমুদ্রনাথ রায় চৌধুরী, এম-এ, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্বনাম-প্রসিদ্ধ অধ্যাপক শ্রদ্ধেয় বন্ধু স্বৰ্গত মহামহোপাধ্যায় পণ্ডিত, ডাঃ ভাগবত কুমার শাস্ত্রী, এম-এ, পি-এচু-ডি, স্বনাম প্রসিদ্ধ সাহিত্যিক, শ্রদ্ধেয় সুহৃদ্ধর ঐযুক্ত নগেন্দ্রনাথ গুপ্ত, শ্ৰীহট্ট নিবাসী “মুরমা” পত্রের ভূতপূৰ্ব্ব সম্পাদক প্রবীণ সাহিত্যিক ঐযুক্ত চন্দ্রকুমার ভট্টাচাৰ্য্য, জমশেদপুর প্রবাসী শ্ৰীযুক্ত অনিলপ্রকাশ সোম, কলিকাতা ভবানীপুর নিবাসী স্ত্রীযুক্ত ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়;এম-এ, সাহিত্যবন্ধু পণ্ডিত শ্ৰীযুক্ত নয়নচন্দ্র মুখোপাধ্যায়, আভাগড় রাজষ্টেটের ভূতপূৰ্ব্ব গৃহ-চিকিৎসক সাহিত্য-বন্ধু কবিরাজ ঐযুক্ত প্রভাতচন্দ্র সেন,