পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (দ্বিতীয় সংস্করণ) প্রথম ভাগ.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা »ዓ የ‛ -ر কবিরঞ্জন, বেঙ্গল সেক্রেটারি এটু উৰ্দ্দ,-হিন্দী বিভাগের সহকারী অনুবাদক বহু ভাষাবিং ক্রযুক্ত প্রমথনাথ বন্দ্যেপাধ্যায়, এম-এ মহাশয় এবং কলিকাতা সুকিয়াস রে নিবাসী আমার পরম শ্রদ্ধাস্পদ শ্ৰীযুক্ত হরিদাস চট্টোপাধ্যায় মহাশয় প্রমুখ সাহিত্যানুরাগী সহৃদয় ভদ্রমহোদয়গণ, যাহারা বৰ্ত্তমান সংস্করণকালে স্বতঃপ্রবৃত্ত হইয়। আমায় অল্পাধিক উপকরণ দান করিয়৷ সাহায্য করিয়াছেন, তাহদের নিকট , আমার ; আন্তরিক কুতজ্ঞতা সানন্দে স্বীকার করিতেছি । কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কর্ণধার মহামান্ত ভাইসচ্যান্সেলর শ্ৰীযুক্ত স্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এম-এ, বি-এল, বার-এট-ল, এম-এল্‌-এ মহাশয়ের অল্পমত্যনুসারে বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত বাঙ্গালী বানানের নিয়মাবলী (৩য় সংস্করণ, ১৯৩৭) ভবিষ্য স্কুলপাঠ্য’ পুস্তক লেখক ও শিক্ষার্থীর পথপ্রদর্শকস্বরূপ পরিশিষ্টভাগে অশেষ কৃতজ্ঞতা সহকারে মুদ্রিত হইল । অভিধানের পূর্বভাষ প্রায়ই পঠিত হয় না । ফলে, তাহার বিশেষত্ব, সঙ্কেত, শব্দাদিসংক্ষেপ, পাঠনির্দেশ প্রভৃতির সহিত পূৰ্ব্ব পরিচিত না হইয়াই অভিধান দেখিতে গেলে তাহার ব্যবহারের পথ তেমন সুগম ত হয়ই না, অধিকন্তু প্রতিবারই নানা বাধা পাইয়া ভূমিকার আন্তর্গত নির্দেশগুলি উল্টাইয়। উল্টাইয়৷ দেখিতে হয় । বাঙ্গালী ভাষার অভিধান র্যাহার ব্যবহার করিবেন তাহদের প্রতি সঙ্কলনকারের বিশেষ নিবেদন এই যে, তাহার প্রথমেই (১) FA-st...za stæfst fæsta (textual arrangement) e পাঠনিৰ্দেশ, (২) স্বত উচ্চার্য্যশব্দের বর্ণ শীর্ষস্থ চিহ্ন-প্রয়োগ-প্রণালী ও উচ্চারণ-কুঞ্চিকা, (৩) বর্ণের Moss (value or equivalent), উচ্চারণ এবং বর্ণান্তরীকরণ, (৪) স্বরযুক্ত ও স্বরান্ত ব্যঞ্জন বা জটিল যুক্তবর্ণের রূপান্তর ও ধ্বনি, (৫) ফলা-যোজনার ফল, (৬) বৰ্ত্তমান গ্রন্তে ব্যবহৃত সংক্ষেপ এবং (৭) এই গ্রন্থে ব্যবহৃত সাঙ্কেতিক চিহ্নগুলি অবগত হইয়া এবং পরিশিষ্টান্তর্গত অতিরিক্ত শব্দ-সংযোজন ও সংশোধনের প্রতি দৃষ্টি রাখিয়া, বিশেষতঃ ভ্রম প্ৰমাদগুলি যথাস্থানে সংশোধন করিয়া লইয়া ইহা ব্যবহার করিবেন । তাহদের সুবিধার জন্য এই দ্বিতীয় সংস্করণের ভূমিকার মধ্যে সন্নিবেশু উক্ত বিষয়-সপ্তক ইহার বাহিরে ও প্রথম সংস্করণের ভূমিকার পূৰ্ব্বে স্বতন্ত্রভাবে বিন্যস্ত হইল। বাঙ্গালী ভাষার অভিধান এক্ষণে বঙ্গভাষাভাষী ও বৈদেশিক বঙ্গভাষানুরাগী নরনারীর প্রয়োজন সাধনে কথঞ্চিং সমর্থ হইলেই সকল চেষ্টা ও পরিশ্রম সার্থক জ্ঞান করিব। আগড়পাড়া ১৫ই পৌষ সন ১৩৪৪ সাল শ্ৰেীজ্ঞালেভদ্র মোহন দলসন । ইং ৩০শে ডিসেম্বর, ১৯৩৭ 9 (3)