পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১০৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুর ফুরন (ফুরোগো ) পূর্ণ—পূরণ=ফুরন (বাং উচ্চারণে ফুরনো)+আ (ক্রি-বিভক্তি )=ফুরন ফুরাণ ( বর্ণবিপৰ্যয়ে )। উ-পু—ফুরাই। ম-পু-ফুরাও। প্র-পু-ফুরায় । অস-ক্ৰি— ফুরাইতে ; ফুরাইয়া ; ফুরিয়ে ] ক্রি, ফুরাইয় যাওয়া ; শেষ হওয়া ; কিছুই অবশিষ্ট না থাকা ; সমাপ্ত হওয়া । ফুরয়ে ( প্রাবাং-পদাবলী ] ক্লি, ফুরায় ; শেষ হয়। প্র—গদ গদ শবদে না ফুরয়ে বাণী"— কবিশেখর। ফুরসৎ (ফুশোৎ) [ আ—ফুর্সং ] কি অবসর : অবকাশ। বি৭, ফুরসতী— অবকাশবিশিষ্ট । ফুরসি ( ফুশি ) { আ, কৃ—মূর্ণি | বি, গুড়গুড়ি ; ফরসী ; তলা চওড়া ই কাবিশেষ । প্র—“ফুরসি মেজে গুড ক সেজে কৰ্ত্ত ফুড ক টানে।”—অমৃত বসু s وه ফুরান (নো) । পুরান হইতে । ফুরন দ্রঃ। উ-পু —ফুরাই। ম-পু—ফুরাও । প্র-পু—ফুরায় । অসক্রি-ফুরাইতে ; ফুরাইয়া, ফুরিয়ে ; ফুরাইবার, ফুরাবার। সকৰ্ম্মক ও অকৰ্ম্মক] ক্রি, পুর্ণ করা ; শেষ কর : শেষ হওয়া ; ফুরাইয়৷ যাওয়া : ব্যয় করিয়া ফেলা : ব্যয়িত হওয়া । প্র—”কট কটু কেটে কোটি কোটি দেয় ভঙ্গ । ফুরাবার নয় কিন্তু ফুলালেক অঙ্গ।”— শিবায়ন । ফুর্ণ ক্ষেরণ হইতে। প্রা-বাং বি, ফুটানি । প্র—“তথাপি মামু বেটা মুগে মারে ফুর্ণ।” —ঘনরাম । ফুল (স্) । সং—ফুল্ল (প্রস্ফুটিত ) শব্দ ] ধি, পুষ্প ; প্রসুন ; কুসুম। ২। অতিশয় লঘু দ্রব্য ; যাহা কিছু ফুলের মত হালকা । ৩। স্বাভাবিক পুষ্পের আকারে গঠিত স্বর্ণলঙ্কার বা উল, রেশমাদিতে বোন পুপাকৃতি । উপকরণ ভেদে-সোনার ফুল, জরির ফুল, স্বাকড়ার ফুল, কাগজের ফুল ইত্যাদি । ফুল কাটা—কৃত্রিম পুপচিত্রিত । ফুল কাড়ান (নো) –সন্তানাদি কামনায় দেব দেবীর মস্তকে ফুল রাখিয়া শুভাশুভ নির্ণয় করা । ফুল চড়ান-প্রসন্নতা লাভার্থে দেবতার মস্তকে ফুল স্থাপন। ফুল ছড়ী— ফুলম সরঘাট। ২। স্বাভাবিক পুপিত গাছের অনুকরণে রচিত শিল্পের ফুল গাছ। ফুল তোলা—পুষ্প চয়ন করা। ফুল দেওয়া —পূজাৰ্থে দেবতার চরণে ফুল অৰ্পণ করা। ফুল-দোল—বৈশাখী পূর্ণিমায় অনুষ্ঠিত শ্ৰীকৃষ্ণের পুপদোল মহোৎসব। ফুল ধরা— গাছে ফল উদগত হওয়া। ফুল পড়া— প্রসন্নতার নিদর্শন স্বরূপ দেবতার মাথায় চড়ান । S e O A ফুল পতিত হওয়া। ফুল পাড়া-গাছের ফুল বোটা হইতে ছিড়ির লওয়া। ফুল ফেট-ফুল প্রস্ফুটিত হওয়া। ফুল বাতাস—মূলের সুগন্ধযুক্ত বায়ু। ফুল বাতাসা—যুদ্র লঘু বাতাসা । বাতাসা দ্রঃ । ফুলের ঘায়ে মুচ্ছৰ্ণ যাওয়া—অল্প কারণে অধৈৰ্য্য হওয়া । ফুল ( ) (মূল সদৃশ বলিয়া বি ক্ষেত রোগ : ধবল রোগ । ফুল (ল) । ফুল (পুষ্প) দ্রঃ বি, জরায়ুর ফুল ; গর্ভ-পুষ্প ; placenta Pi—"wton HQ qx8 সন্তান জন্মাইয়া থাকে তাঁহাতে কখনও কখনও একটি পুত্র ও অপরটি কন্যা জন্মিতে দেখা যায়। * * মাতার জরায়ুর মধ্যে দুইটি পৃথক পৃপক্‌ ফুল অবলম্বন করিয়া জীব দুইটি বৰ্দ্ধিত হইতে থাকে।”—প্রবাণী ১৩২ ৷ ফু পড়া—বিশেষ কোন শুভাশুভ নির্ণয়ের জন্য যে ফুল দেব-দেবীর মস্তকে স্থাপন করা হয় তাহা দেবমস্তক হইতে আশীৰ্ব্বাদ স্বরূপ তুমে বা আরাধনা কারীব হস্তে পতিত হওয়া। না পণ্ডিলেই বিশেষ ভয় । ও হতাশের কারণ ৷ ২ ৷ সন্তান প্রসূত হুইবার পরক্ষণে গর্ভপুষ্প গৰ্ভচুত হওয়া । ফুল ( ) । ইং—full ) বিণ সম্পূর্ণ। ২। বৃহৎ : ছোট বা অসম্পূর্ণ নয়। প্র—ফুল মোজা । ফুল (ল) ইং—oিn ] বি নিৰ্ব্বোধ। ২। विमूषक : छोछ। ফুলওয়ারী (লু)। হি-ফুলারী] বি, ফুল বাগান । ২ । ফুলগাছের কেয়ারী। ফুলওয়ালা (লু) । ফুল-ওয়াল (বালা ) ] বি, পুষ্পবিক্রেতা। স্ত্রী, ফুলওয়ালী। " ফুলকপি (ফুলকোপি) [ কপি গাছের ফুল ( পুষ্প ) ] বি, পত্র-বেষ্টিত পুষ্পৰং বৈদেশিক সবঞ্জী ; cauliflower, ফুলকারী ( ) (হি ] বি, কাগজ বা কাপড়ের উপর ফুলতোলার কাজ ৷ ২ ৷ ফুলকাটা কাপড় বা কাগজ । ফুলকেঁচা ( )। ফুল (পুপ) কোচ বিণ. চুনট করা ; ফুলের মত করিয়া কোচান। প্র-- “পরিচ্ছদ ফুলক্টোচা।”—কস্তুরী। ফুলখড়ি ( ফুখেডি) বি, চা খড়ি ; chak ফুলগুণ ( ) ( প্রাদে ] ৰ উৎকলীয় নাসা ভূষণ ঃ বেসর। প্ৰ—“নাসিকায় ফুলগুণ কৰ্ণে মল্লিকলি ভালে চিতা, যেন ফুল্ল কমলেতে আলি ”—কাধীকাবেরী । ফুলঝুরী (ল্) (হি-ফুলাড়ী] বি, ফুলদানী। ২ । অগ্নিময় ফুলরাশির ফোয়ার সদৃশ আতশ वांछि । ফুল ফুলটুকি, ফুলটুকী () ফুল-টুকী (চঞ্চুর লঘু আঘাত করে বলিয়া) ] বি, ফুলের মধুপানী অষ্ট্রেলিয়া দ্বীপজাত ক্ষুদ্র পক্ষিবিশেষ। ইহার হামিংবার্ডের মত ফুলের কোরকের মধ্যে চঞ্চু প্রবেশ করাইয়া মধু চুধিয়া খায় এবং ফুলে ফুলে মধু আহরণ করিয়া বেড়ায় ; honey sucker. ©!---“éfq €faj ফুলটুকি ফুলে মধু খায়।”—বর্ণমঙ্গল (মাণিক )। ফুলদানী ( ) {ফ =ফুলদান ৰি, পুষ্পধার: ফুল সাজাইয়। রাখিবার পাত্র। প্র—"সমাদরে বুকে তারে লইলাম টানি। সেই সে ফুলের তোড়া আমি ফুলদানী।” यूठानज्ञ (व्. १) [ यून-कृ-प्रॉब्र] वि4, পুপযুক্ত ; সপুষ্প । ২। পুষ্পচিত্র্যুক্ত । ফুলধমু (ধো ) [ ফুল (পুপুময়) ধনু যাহার বহ ] বি, পুং, পুষ্পধন্বা ; মদন, কন্দৰ্প । প্র—“করে লয়ে একপদ্ম লইলেন ভ্ৰাণ। এই ছলে ফুলধনু হানে ফলবাণ ॥”—অন্নদমঙ্গল। ২। পুপনিৰ্ম্মিত ধন্থ : কুসুম ধনু। ফুলপুকুরে—বিণ. চতুষ্কোণ কেয়ার করির ফুলতোলা । প্র— ফুলপুকুরে জুতা পায়”— টেকচাঁদ । ফুলফুলিয়া, ফুলফুল, ফুলফুলে (ল) [ ফুল-ফুল। ইয়া বিণ, পুপবং যুদ্ধ । ২। লঘূ, কোমল ও শীত। ৩। পরিচ্ছন্ন । ৪ । জমকাল । ৫ । ফাঁপা ; এলে ; অসংবদ্ধ । ফুলবড়ি (ফুলবোড়ি) (ফুলের মত লঘু বলিয় ] বি, খুব ফেনান বাটা কলায়ের ডালের রৌদ্রগুক্ষ ক্ষুদ্র বটিকাবিশেষ। ফুলবাগান (লুন) [ফুলের বাগান ৰি কুম্বমোদ্যান ; মালঞ্চ । ফুলবাড়ী (লু) । ফুল (পুপ) বাড়ী (বাটিকা)] পুষ্পবাটিক ; ফুলবাগান। ফুলবাণ (ন) [ ফুল (পুষ্পময় ) যে বাণ (শর) —কৰ্ম্মধা Jবি, পুং, কনপের পুষ্পধনু । পুষ্পনিৰ্ম্মিত ধনু । প্র—”এই ছলে ফলধনু হানে ফুলবাণ।”—অন্নদামঙ্গল। ه ফুলবাবু (লু) স্কুল-বাৰু| বিণ. সেখীনবাৰু : beau. ফুলরি, ফুলুরি। হি—মূলেী ] কি তৈল বা ঘুতে ভাজা দাইলের ফুলে বড়াবিশেষ। ফুলল, ফুলেল (ল) বি৭, পুষ্পময়। প্র— “বে বে। ৰে খেলি মোরা ফুল সন্ধ্যাৰেল" —গোবিন্দ কস্তুরী। ফুলল তেল, ফুলেল তেল (স্কুল তেল ল) বি, পুষ্পসার ঘটিত তৈল : পুষ্প মিশ্রিত তিল শুকাইয় তাহ হইতে নিষ্কাধিত সুগন্ধি ऐंडल । ফুলশর (র) ফুৰাণ দ্রঃ বি, মান।