পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रँीछे বঁটওয়ার (টু) { হি-বাৰ্টুৰ্বারা। সং— বন্টন হইতে ] ৰি, ৰিভাগ : ৰণ্টন। ২ । एश्रृ९व्यूं । বঁটিন ( বাটোন ) { সং—বণ্টন শব্দঞ্জ] বি, বিভাগ করণ । বাটলাই, বাট্‌লুই (টু লে) ধটেলই এ। বঁটা [সং—বষ্ট (ৰিভঙ্গনে) ধাতুজ। উ-পু —বাট । ম-পু—বঁটি ; বঁটুন : বার্টু। প্র-পু—বাটে ; বাটেন। অসক্রি—সঁাটিতে ; বাটিয়া ; বেঁটে । ণিজন্ত—বঁাটান ] ক্রি, বণ্টন করা । ২ । [ বাট দ্রঃ ] শিলাপটে রাখিয়া নোড়া দ্বারা পেষণ করা । প্র— হুইবি গিন্নি, ব্যঞ্জন বাটিবি না ছুইবি হাড়ী”— চণ্ডীদাস । বঁটিান (নো ) { বঁটা (দ্রঃ) ধাতুর ণিজগুরূপ। উ-পু—বঁাটাই । ম-পু—বাটাও । প্র-পু—বাটায় । অস-ফি—বাটাইতে ; বঁাটাইয় ; বাটিয়ে ] ক্রি, বণ্টন করান ; অন্ত দ্বারা ভাগ করান। ব্ৰজ বুলিতে বাট অর্থে বাটান প্রয়োগ আছে। বঁটিাইমু—বণ্টন করিলাম। প্ৰ—“যতনে যতেক ধন পাপে বঁাটাইনু"—বিদ্যাপতি । বাঢ়ায়নু—বণ্টন করিলাম । বঁটাবাটি পরস্পর বন্টন করিয়া দিবার ভাব । বি, ভাগাভাগি । প্র—"কোথাও মেলাণি তার করে বঁাটাবাটি ॥"—শিবায়ণ । বঁটুল (a) મર-રહંત્ર ; લા-વહન বি, অস্ত্রবিশেষ ৷ ২ ৷ গুলি। প্র—“কপোত পার্থীরে চকিতে বাঁটুল বাজিলে যেমন হয়।”— চণ্ডীদাস । আঁটুল লাটুল—ছেলেদের খেলাবিশেষ । প্ৰ—“আঁটুল বাটুল খেলে পসারির প{ "–শিবায়ন । বাটোয়ারা ( বাটওয়ার দ্রঃ বি, অংশ : বিভাগ। - - বঁড়িরী, বাড়রি,–র বেশ ঘটা শব্দ হইতে ] বি, বন্দ্যোপাধ্যায়গণ ভঙ্গ হইলে বাড়বি আখ্যাপ্রাপ্ত হন। প্ৰ—“ভূপতির ভাগিনী জামাই গুণধাম । বাড়রি গোধুণ, কৃপারাম, দয়ারাম ॥”—অন্নদামঙ্গল । বাড়া [সং—বও হইতে, অশ্লীল ] বি, মেঢ় : નિઃ । বঁাড় য্য’ (বড় জজ্য, বাড়ুজ্জে ) { বগঞ্জ হইতে ] বি, বন্দ্যোপাধ্যায়। প্র—“গণক বাড়া অমুকুল বাচস্পতি "—অন্নদামঙ্গল। ২ । বিশ, ৰন্দ্যোপাধ্যায় ৰংশজাত । বাদর (বাদোরু) { সং—বানর হইতে ] বি, কপি. মক্কটি ; শাখাযুগ। ২। মুর্থ ; বৰ্ব্বর। ৩। দুৰ্ব্বদ্ধি। স্ত্রী, বাদরী। Yo ጫጫ বিণ. বাদরিয়া, বাদুরে। বাহূরেবুদ্ধি—মগধুদ্ধি কুবুদ্ধি ; দুর্মুদ্ধি। বাদরমুখ,—মুখো-যাহারবানরেরষ্কার মুগ্ধ : কুৎসিত মুখবিশিষ্ট ; গালিবিশেষ। স্ত্রী, বাদরমুখী। বাদিপোতা—বি, নানারঙ্গের ডোরাকাটা স্বতার চৌধুল্লী পাতুলা কাপড় ; ইহাতে লেপের খোল তৈয়ার হয়। বাদী { ফু!—বাণী (দাসী), পুং-বান্দ ] ৰি, স্ত্রী, দাসী ৷ ২ ৷ কৃতদাসী । ৩। রক্ষিতা । প্র—“পয়দার পাপ বলি বাদী রাখে নাই”— ভারতচন্দ্র । বাধ ( 4 ) { সং–বন্ধ হইতে ] বি, আলিবন্ধন ; জলপ্রবাহ বন্ধ করিবার আলি : রোধ ৷ ২ ৷ সেতু। প্র—"বড়র পিরীতি বালির বাধ । ক্ষণে হাতে দড়ি ক্ষণেক চাদ ॥”—ভারতচন্দ্র । বাধন (ন) [ বন্ধন হইতে ] বি, বন্ধন। প্র— “ওদের বাধল যত শক্ত হবে, মোদের বাধন ৩৩ টুটুবে”—রবি । “দুঃখ দেখে মায়াবিনী বাধন দিল খুলে "--হেম বন্দ্যো ৷ ২ ৷ আটক ; অবরোধ । বাধনি, বঁধুনি [সং—বন্ধনী ] বি, বন্ধন ; গ্রস্থি । বাধয়ে t বাধা দ্রঃ । পদ্যে ] ক্রি, বন্ধন করে ; বাধে। ২। দৃঢ় করে। প্র—“ৰাধয়ে চিত” —বিদ্যাপতি । देंॉथीं [ नर-दक श्८७] दि, दक्षभ ।। २ ।। আটক । ৩ । ঋণের সময় যাহা ঋণদাতার নিকট আটক রাখা হয় । প্র—“সবে মাত্র দুই গাছ খাড় ছিল হাতে। তাছাও দিয়াছি বাধা মেয়েটির ভা৩ে। —ঈশ্বর গুপ্ত। " দর্য দিয়ে বাধা লব তোমাদের কাছে”—রঙ্গলাল । ৪ । প্রতিবন্ধক ; বিঘ্ন : বাঁধা । ৫ । বিণ, বদ্ধ। প্র—-“যাহার প্রণয় পাশে বাধা ওৰ भन'-वt१-१ीन । ७ । ब्रभि७ ; *ीॉलिड । ৭। স্থায়ী । ৮। বশ ; অধীন : বশীভূত। বাধা সং—বন্ধ, ( বন্ধনে) ধাতুজ। উ-পু— বাধি। ম-পু—বাধ ; বঁধুন ; বঁধু ; প্র-পুধাধে ; বাধেন । অস-ক্রি–বাধিতে ; বাধিয়া, বেঁধে । ণিজন্ত—বাধীন ] ক্রি, বঞ্চণ করা : শৃঙ্খলাদি দ্বারা আবদ্ধ করা। ২ । গ্রন্থি দেওয়া । ৩ । আটক করা : রোধ করা । ৪ । সংযত করা ; নিয়মিত করা । ৫ । ছন্দোবদ্ধ করা ; মুরবদ্ধ করা : রচনা করা । প্র—গাল বাধা । বাধাছাদা—বন্ধ ও বেষ্টিত। গুছাইয়া বাধা । প্র—“দেখা যায় পেচ পোচ বাধা इंॉल भिब्रl ॥”-पूजाब५ । २ । ईॉन बैंiष । (ছাদ এঃ)। ঘরবাধা-চাল, বেড়া প্রভৃতি বাধিয়া মাটির দেয়াল ও খোলার বা খোড়ে৷ বায়া চালের ঘর তৈয়ার করা । বই বাধা—গ্রন্থপত্র পৃষ্ঠার পর পৃষ্ঠা যথাক্রমে সাজাইরা কাগজ কাপড় বা চামড়ার আবরণ দিয়া শেলাই করা । বাধা-ধরা, ধরাবাধা—ধরা দ্র: ; নিয়মবদ্ধ ; সংযত। বাধা-খরিদার—যে ক্রেতা অন্ত দোকানে খরিদ করে না। বাধা সালস{—যে সালসা-নামক ঔষধ সেবন করিলে পথ্য, স্নানাদি সম্বন্ধে নির্দিষ্ট সময়ে ৰন্ধ থাকিতে হয়। বাধা রোশনাই—রোশনাই দ্রঃ। হাত বাধা-বিবাহের সময় বরবধুর হস্ত এক মালো বন্ধন করা। বুক বাধা— সাংসান্বিত হওয়া। জোট বাধা—জলা করা ; দলবদ্ধ হওয়া। বাধা মাহিন— নির্দিষ্ট হারে ও নিদ্ধারিত সময়ে প্রাপ্য বেতন । কোমর বাধা-পুৰ্ব্ব হইতে প্রস্তুত হওয়া। বাধাই ( বাধা (দ্রঃ)+ই ( কৰ্ম্ম অর্থে)] বি, বাধার কৰ্ম্ম ৷ ২ ৷ বাধিবার পারিশ্রমিক । বাধীন (নো ) { বাধা ধাতুর ণিজন্ত রূপ ] উ-পু —বাধাই । ম-পু—বাধাও । প্র-পু—বাধায় । অস-ক্রি—বাধাইতে ; বাধাইয়া ; বাধিয়ে ] ক্রি, रकन कश्नांन । २ । ३ि१, थांश बैंiषांश्ब्र লওয়া হইয়াছে। বাধাবাধি ( বাধা—বাধি ( বন্ধন ) ] বি, পরস্পর पश्रीन ॥ २ ॥ १अ बैं|१| ; निग्नभ ; ग९षभ ।। ७ ।। 1 বাধtল (ল) বাধ (বন্ধন )+আল (অলি)] বি, আলি বন্ধন ; জাঙ্গাল ; সেতু । বাধুনি, বঁধুনী ( সং—বন্ধনী হইতে ] ৰি ৰন্ধন ; গ্রস্থি ৷ ২ ৷ আটসাট । ৩। গোছ : শৃঙ্খলা। প্র—“মরি সে গালির কি বাধুনি” —দ্বিজেন্দ্র রায় । "কথার বাধুনী কাদুনীর পালা চোখে নাহি কারো নীর । আবেদন আর নিবেদনের থালা বহে বহে নত শির ॥”— রৰি । বঁtধূলি [সং–বন্ধুলী। সৌন্য দর্শকের চিত্ত আকৰ্ষণ করে বা বন্ধন করে বলিয়| এই নাম ] ৰি, রক্তবর্ণ পুষ্পবৃক্ষ ও পুষ্পবিশেষ ; বন্ধক ফুল। ইহা কবিগণ কর্তৃক স্বনীগণের অধরের সহিত উপমিত হয় । প্র—“অরণ বরণ দশন ৰাস। বাধুলি ফুলের গরৰ নাশ ॥”— চণ্ডীদাস । बँध्न (ब्रू ) [ बांध=वैश्र । श्रtब्र श्र=ब्र । अ|बां९] दि, वांम । २ । येि-दि१, दांz१ ; सांभ দিকে ৷ প্ৰ—“হাস হইতে কাদা ভাল যদি - কাদে বায় ॥”—থন । বায় { সং—ৰাম-ৰামদিকে রাখিয়া ৰাজাইতে হয় ৰলিয় ] বি, বাম হস্তে বাজাইবার আনদ্ধ বাদ্যযন্ত্রবিশেষ।