পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাল কড়া ॥”—কবিকঙ্কণ। রাড়ীবালতি— ( গ্রা ) অনাথ দুঃখিনী ; বিধবা ও দরিদ্র । বালতি, বালতি (ল) —িবাল্ট পৰ্ব —halde ] ৰি, কাঠ বলৌহ পিত্তলাদি ধাতুনিৰ্ম্মিত প্রশস্তমুখ ও সরু খুরার জলপাত্র :টৰ। বালতৃণ (ন) (সং ] কি শম্প কচি বাস। বালধন (ন) [ ৰাল (বালক-নাবালক ) एठांब्र ५न (म→डि)-७ठ९] क्,ि नावांलएकब्र বিষয় বা সম্পত্তি । , বালধি [ বাল (কেশ) ধি ( ধারী) ] ৰি, চামর ৷ ২ ৷ কেশমুক্ত পুচ্ছ । বালব (ৰ) { সং ] বি, পুং, জ্যোতিষশাস্ত্র সম্মত একাদশ করণের অন্ততম | বালভোজ্য ( ভোজ্জ ) { বাল (শিশু ) ভোজ্য ( খাদ্য )—৬তৎ ] বিণ, শিশুদিগের উপযুক্ত ভক্ষ্য। ২ । বি, শিশুপথ্য। বালমূষিক (ক) বোল ( ক্ষুদ্র ) যে মূধিক (ইন্দুর )-কৰ্ম্মধা ] বি, পুং, ক্ষুদ্র মূধিক ; নেঙটিয়া ইন্দুর। বtলরাজ (জ, ) { বাল-রাজ (রাজী ) ] বি, বালকরাজ ; শিশুরাজা । ২। বালকের রাজা ; বালকশ্রেষ্ঠ। ৩। বৈদূৰ্য্যমণি। বালরোগ (গ ) { বাল ( শিশু ) রোগ (ব্যাধি)–৬তৎ ] ৰি, পুং, বালকের পীড়া ; শিশুর ব্যাধি । বালবাহ (ৰাজ ঋ) [ ৰাল (শিশু ) দ্বারা বাহ ( বহন করিয়া লওয়াব যোগ্য ) ৩ তৎ ] বিণ, ক্লী, শিশুদ্বারা বহনীয় ; বালকবাহ ৷ ২ ৷ লঘু । বালব্রত (বালব ব্রোত ) { সং ] বি, পুং, মঞ্জু ঘোৰ নামক জৈনধৰ্ম্ম প্রচারক ৷ ২ ৷ বিণ, বালকাচরিত ত্ৰত যাহার। বলিসূৰ্য্য (শূৰ্য্য) বোল (নূতন ) যে স্বৰ্য্য— কৰ্ম্মধl ) ] ৰি, পুং, বালার্ক ; নৰোদিত হুৰ্য্য : প্রাতঃকালীন স্বর্ঘ্য ; অরুণ। ২ । ক্লী, বৈদূর্ঘ্য মণি । বালসা (বাল্শ) সং—বাল+বাং—অসুখ ] শিশুর জ্বর ; বালরোগ। প্র—“বালসা বাতিক প্রবৃত্তি পৈত্তিক ঘুচাই তার যতনে।”— দাশরথি । বাল! [ ৰালশদের স্ত্রীলিঙ্গে } বি, স্ত্রী, বালিকা : यन्नवग्नषां कछ । थ-" बांला श्रम खांल সর, কেমনে বাচিয়া রয়, কার মনে নাহি হয় দয়া একটুক গো, দয়া একটুক—ঈশ্বরগুপ্ত। ২ । নারী ; রমণী ; ললনা ; অঙ্গনা। প্র— "আর কি যতনে, কুমমরতনে, ব্রজের বালা?” —ত্ৰজাঙ্গনী । ৬ । ষোড়শ বর্ষ পৰ্য্যন্ত বয়স্ক স্ত্রী । ৪ । কোমলাঙ্গী নবযুবতী ; তরুণী । ৫ । পুর্ণাবতী ( সংস্কৃত সাহিত্যে পূর্যৌবন ঐশালিনী অর্ধে বাল শব্দের ভূমি প্রয়োগ Suy Seసిగి আছে। স্বয়ম্বর সভাস্থিত। পূর্ণযৌৰন ইন্মুমতী ‘বালা' ৰলিয়া একাধিকবার উল্লিখিত হইয়াছেন।-রঘু—৬ষ্ঠ, ৭ম, সর্গ। ৰঙ্গভাষাতেও এই অর্থে বহুল ব্যবহার আছে ] । ৬ । সুন্দরী ; ধনী ( দ্র: ) । প্র—“কবির চিত্ত উঠে উল্লাপি অতি সত্বর সম্মুখে আদি কহে কৌতুকে মৃদ্ধ মুছ হাসি’–দেখ কি এনেছি ৰাল । * * * তোমার কণ্ঠে দেবার মতন রাজ কণ্ঠের মালা !”—রবি (পুরস্কার) । ৭ । দুহিতা কস্ত । ৮ । [ প্ৰা-ৰাং ] পুং, পুত্ৰ : ৰালক। প্র—“গঙ্গা আনিবারে বাল করিল গমন"-কবিকঙ্কণ। "রোধযুক্ত পুরন্দর দেখি বালা নীলাম্বর অঞ্জলি করিয়া নিল পাণ ।”—ঐ । ৯ । [বলয় শব্দজ] ৰি, বলয় : করভূষণ। প্র—“তোমার দুহাতে পিত্তলের বালা যদি পরাই সোহাগে"—অশোকগুচ্ছ । “বীর বালা দুইভুজে বীর কালকেতু যুঝে পশ্চিম দুয়ারে দিল থান ।”—কবিকঙ্কণ । ১• । নারিকেল বৃক্ষ । ১১ । স্বগন্ধ দ্রব্যবিশেষ ; zyskirtais ; pavionia odorata. —নবযৌবন পত্নী। বালযোগী ! গানে বালাযোগী ] বালব্রহ্মচারী ; যুব সন্ন্যাসী । বলাই [ আ—বালাহ, ( আপদ, বিপদ ) ] বি, বিপদ আপদ । প্র—বালাই আর কি ; এ বালাই আর কোথা ছিল । ২ । অশুভ ; অমঙ্গল ; পাপ । প্র—“আহা মরে যাই লইয়াবালাই কুলে দিয়ে ছাই, ভজি উহারে”— ভারতচন্দ্র । "যাউক তোমার সব বালাই লইয়া”—চৈতষ্ঠভাগবত । ७ । विघ्र : ব্যাঘাত : বিপত্তি । প্ৰ—“হর লয়ে নরলীলা করিবারে চাই। তাহে হয় শিব নিন্দ এ বড় ৰালাই।”—অন্নদামঙ্গল। অীপদবালাই —আপদ বিপদ : ঘোরতর বিস্তু বিপত্তি । ২ । অত্যন্ত ক্লেশদায়ক ও অশাস্তিকর বিষয় বা ব্যক্তি । বালাই লয়ে মরা— কাংরি আপদ ৰিপদ অমঙ্গলাদি লইয়৷ মর এবং তাহাকে মুক্ত ও মুখী করা । আলাই বলাই—আপদ ৰিপদ ( গ্র ) । রোগ বালাই—আধিব্যাধি ; রোগশোক। ২। রোগ এবং অমঙ্গল । বালখানা [ ফু—বালাখান ( পাকা বাড়ীর উপরের কোটা ) ] ৰি, অট্টালিকা ; একতালার উপরের প্রকোষ্ঠাৰলী ; উপরের কোটা । বালপোষ ( ৰালপোষ ) [ পা—বালা ( উপর ) +পোষ ( পোষাক, পরিধান ) উপরের পরিধান ] বি, হালকা তুলা ভরা গাত্রবস্ত্ৰ ; শীতবস্ত্রবিশেষ । বালীভোলা ( বাল+অ) (সাদৃষ্ঠার্থে) অথবা বমভোলা (শিব) হইতে । হি—প্রা-বাং ] বি৭, এলোমেলে৷ ৷ ২ ৷ আউলিয়া । ৩ । ভাল বালু মানুষ ; আচতুর। এ । বৃদ্ধ। প্ৰ—“ঘরে একেশ্বরী হৰে স্বামী বালা ভোলা । ননদী সতিনী নাই ৰচনের জ্বালা ॥”—ধৰ্ম্মমঙ্গল । বালাম ( ) বি, চাউলৰাছী নৌকাবিশেষ । বালাম ( ) (বালাম নৌকা হইতে নাম ] ৰি, প্রসিদ্ধ সরু চাউলবিশেষ । বাখরগঞ্জ এই চাউলের জন্ত বিখ্যাত । বালাম নেীকান্ন রপ্তানি হয় বলিয়া চাউলের এই নাম । বালি, বালী—ৰি, কিষ্কিন্ধ্যার রাজা ; ব্ৰহ্মার পৌত্র, ঋক্ষরাজার পুত্র, রামচন্দ্রের মিত্র এবং সুগ্ৰীবের জ্যেষ্ঠভ্রাতা । বালি [সং ] বি. বালুকা ৷ ২ ৷ ধান্তৰিশেষ । প্র—“আম পাবন গঙ্গা বালি বুলেন পাথর ।” শূন্তপুরাণ। চোখের বালি-চোখ দ্রঃ । বালি ধরান-ইষ্টকাদির প্রাচীরে চুণমিশ্রিত বালির প্রলেপ দেওয়া । গুড়ে বালি-গুড় দ্রঃ । বালি ( সং—বালিকা। ব্রজ। প্রা-বাং—বৈস]] বি, স্ত্রী, বালিকা। প্র—"বালি বিলাসিনী আকুল কালে”—বিদ্যাপতি । বালিকা—বি, স্ত্রী, শিশুকন্ত ৷ ২ ৷ কুমারী ; বালী দ্রঃ । ৩। অনভিজ্ঞ । বালিকা বয়স—কস্তাবস্থা ; নারীর শৈশব । প্র— “নবীন নয়ন মম কুটিলতাবিন্দু প্রবেশিতে নারে যায় বালিকা বয়সে কিশোর কণ্টকে কবে থরতার বাস ?” —দীনবন্ধু । বালিঘট (টু ) [ বালি দ্বারা পূর্ণ যে ঘট, কৰ্ম্মধ ] বি, পুং, বালিপূর্ণ কলস বা ঘট । প্র—“আসিয়া তোমার নীরে, বালিঘট করি মরে, সেই বধতোমারে তলাগে।”—কবিকঙ্কণ। বালিয়া ( বালি +ইয়া ( যুক্তার্থে ) ] ৰিণ, বালুকাপূৰ্ণ ; সিকতাময় । ২ । মৎস্তবিশেষ ; বেলে দ: | বালিয়াড়ি { বালিয়া—আড় ( ঘাট ) ] ৰি, নদ্যাদির উচ্চ বালিয়াপাটির পাড় ৷ ২ ৷ সমুদ্রের বালুকাময় উচ্চ তীরভূমি। বালিশ (শ, ) { সং}ৰিণ, শিশু। ২। অজ্ঞ । মুখ ; নিৰ্ব্বোধ । বালিশ (শ,) ৰি, কী, উপাধান ; মন্তকাধর ; শিরোধান । প্র—“পিরীতি পালঙ্কে শয়ন করিব পিরীতি বালিশ মাখে। পিরীতি বালিশে আলিস করিব রহিব পিরীতি সাথে ॥” —চণ্ডীদাস । বালীশ (শ, ) (সং ] বি, মুত্ৰকুচ্ছ রোগ। বালু বল (বৃদ্ধি পাওয়া)+উ (৭–কর্তৃ), আ আগম ] ৰি, স্ত্রী, সিকতা ; বালি। ২ । এলবালু নামক গন্ধদ্রব্য। বালুক (ৰু) সং ৰি, বিবিশেষ।