পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবা বিবাদী সং—বিৰাদিন শব্দ ] বিণ, বিরোধী। প্র—”কুঞ্জে এল না কালাচাদ পুরল না মনসাধ গগনচাদ হল তার বিবাদী।”—বাং গান। ২। কলহকারী। স্ত্রী, বিবাদিনী। বিবাধ ( , ) (বিবাদ এবং বিরোধ মিশ্রণে উৎপন্ন ] ধি, বিবাদ । কলহ। প্র—“হরিণী জাগার ভাল কুটুম্ব বিৰাধ ।”—বিদ্যাপতি । २ । नेिऽयंझ् ।। ७ । ३शन । বিবাস, বিবাসন ( শ, শন) (সং ] বি, পুং, নিৰ্ব্বাসন। বিবাসিত ( শি) বিণ, নির্বাসিত ; দেশান্তরিত । বিবাসী (শী) বিণ, দেশান্তরিত ; নির্বাসিত। ২। প্রবাসী ; বিদেশবাসী। স্ত্রী, বিবাসিনী। প্র—“কহু লো নাগরি গেছ পরিহরি কাহে বিবাসিনী রে ।”—মৃণালিণী । বিবাস্ত (বিবাশপ ) বিণ, নিৰ্ব্বাসন যোগ্য। বিবাহ (বি ( বিশিষ্টরূপে) বহ, (প্রাপ্ত হওয়া ) +অ ( ভাবে, ঘঞ, বা সংজ্ঞার্থে) ইহার অপভ্রংশে বিআহ, ব্যাহ, বিবা, বিভ}. বিআ, বিয়া, বিয়ে, বে ] বি, পুং, দশবিধ সংস্কারান্তর্গত সংস্কারবিশেষ ; পরিণয় । বিবাহ আট প্রকার যথা—(১) ব্রাহ্ম বিবাহ (কস্তাকে বস্ত্ৰালঙ্কারাদি দ্বারা সম্মানিত করিয়া, বিদ্যা ও সদাচারসম্পন্ন বরকে স্বয়ং আমন্ত্রণ করিয়া যে কস্তাদান) ; (২) দৈব বিবাহ (জ্যোতিষ্ট্রোমাদি যজ্ঞে কৰ্ম্মকৰ্ত্তা পুরোহিতকে দৈবকাৰ্য্য সিদ্ধি কামনায় অলস্কৃত কস্তাকে সম্প্রদান ) ; (৩) আর্য্য বিবাহ ( যাগাদি অবগুকৰ্ত্তব্য কর্থের নিমিত্ত বরের নিকট হইতে এক বা এক জোড়া গোবলীবর্দ লইয়া উহাকে যে বিধিবৎ কন্যাদান ; ( s ) প্রাজাপত্য বিবাহ ( “তোমরা উভয়ে গার্হস্থ্য ধৰ্ম্মের আচরণ করিবে”—এই বলিয়া যথাবিধি অলঙ্কারাদি দ্বারা অর্চনা করিয়া প্রার্থিত বরকে যে কন্যাদান) ; (৫) আমুর বিবাহ (কস্তার পিত্রাদিকে এবং কস্তাকে ধন দিয়া অর্থাৎ ক্রয় করিয়া যে কষ্ঠা গ্রহণ ) ; (৬) গান্ধৰ্ব্ব বিবাহ (কন্ত এবং বর উভয়ের পরম্পর অনুরাগ বশতঃ যে মিলন। মিলনের পর হোমাদি দ্বারা বিবাহতু সিদ্ধ হয় ) ; (৭) স্বাক্ষস বিবাহ (কন্যাপক্ষীয় লোকদিগকে হনন করিয়া বা প্রহারাদি করিয়া বলপূৰ্ব্বক রোরুদ্যমান কস্তাকে হরণ ) ; এবং (৮) পৈশাচ বিবাহ (নিদ্রায় বা মদ্যপানে বিকলচিত্ত অথবা উন্মত্তা কস্তাকে যে নির্জনে গমনাস্তে পত্নীরূপে গ্রহণ) —ম্মুতি। ষিণ, বিবাহিত —পরিণীত ; পরিণেতা । স্ত্রী, বিবাহিতা । বিবাহtহঁ (বিবাহ+অৰ্হ ] বিণ, পরিণয় যোগ্য ; বিবাহ যোগ্য। স্ত্রী, বিবাহাহা। ১১২৪ বিবাহ (বিবাজ ঋ) { বিবাহ+ৰ ] বিশ, বিবাহ যোগ্য। স্ত্রী, বিবাহা। বিবি, বিবী। ফ্রা-বাৰী (মহিলা ) ] বি, স্ত্রী, মান্ত স্ত্রী ; মহিলা। ২। বধু ; পত্নী। ও । মুসলমান স্ত্রী । ৪ । যুরোপীয় রমণী। • । সাজ-সজ্জী-প্রিয় বিলাসিনী নারী। প্র— "বিবি চাথে বান্দী তথা রান্ধে ৷”—কবিক । "সাজাইতে বউ বিবি,”—গোবিন্দদাস (চন্দন)। পুং, সাহেব, বাবু। বিবিআ [হি] বি, তাসের বিবি ; the queen. বিবিআনা, বিবিয়ান| বিবি গ্রঃ । বিবি +আনা (অনুকরণার্থে}] কি বিবিদিগের অনুকরণে সাজসজ্জা বিলামিতা । বিবিত্ত ( বিকৃত ) { বি ( বিশিষ্টরূপে ইত্যাদি ) বিচ, ( পৃথক্ থাকা )+ত ( স্ত, অধি) ] বিণ, বিবেচক। ২। অসম্পৃক্ত। ৩। নির্জন । ৪ । একাগ্র । ৫ । গুভ। স্ত্রী, বিবিক্তা-ভাগ্যহীন । বিবিজান (বিবিজান ) {বিবি ( বধু)+ জান ( জীবন ; প্রিয় সম্ভাষণ ; স্নেহ সম্ভাষণ )] বি, বধূর প্রতি প্রিয় সম্ভাষণ ; প্রেয়সী নারী। ২ । যুরোপীয় বিলাসিনী প্র—"বিবিজ্ঞান চলে যান লবেজান করে "—ঈশ্বর গুপ্ত । বিবিজী (বিবি (দ্রঃ)+জী (সম্মানার্থে) ] ধি, শ্ৰীমতী ; মহাশয় । ২ । [ ফু' ] ননদ । বিবিধ [বি (বহু)+বিধ (প্রকার অর্থে) ] বিণ, বহুবিধ ; নানা প্রকার। বিবাত [সং ] বি, রক্ষিত গোচর ভূমি। প্র— “পথ ও গ্রামের সমীপবৰ্ত্তী এবং গ্রাম ও বিবীতের সমীপবৰ্ত্তী ক্ষেত্রে পালক বা স্বামীর অনিচ্ছা সত্ত্বে যদি শস্তাদি বিনষ্ট করে ত দোষ হইবে না।”-রত্নমালা । বিবীতভৰ্ত্তা —রক্ষিও গোচর ভূমির অধিকারী। বিবুধ ( , ) [ বি (বিবিধক্কপে ইত্যাদি ) বুধ, (জান)+অ ( কৰ্ত্ত—ক ) ] বি, পুং, পণ্ডিত । ২ । দেবতা। প্র—"বিবুধ কুলের গৰ্ব্বে, দৈবকী অষ্টম গর্ভে, হৈল শেষে ক্ষিতি ভার নাশে ।” —কবিক। ৩। চন্দ্র। বিবুধবনিতা— দেবরমণী ৷ ২ ৷ অন্সরা । ৩ । পণ্ডিতের স্ত্রী। বিবুধান (न् ) [म१] ,ि श्रृं, আচার্য্য । ২ । দেব । বিবৃত (বিব বৃত) [ বি (বিশিষ্টরূপে) বৃ (আবরণ করা, বিস্তৃত করা) + ত(ক্ত, কৰ্ম্মে)] বিণ, বর্ণিত ৷ ২ ৷ ব্যাখ্যাত । ৩। প্রকটত । ৪ । উন্মুক্ত। • । প্রসারিত ; বিস্তৃত। প্র— “হে বিকে । বিবৃত মুখ ও প্রদীপ্ত বিশালমেত্র তোমারে দেখিয়া অতি ভীতচিত্ত আমি ধৈৰ্য্য ও শান্তি লাভ করিতে পারিতেছি না ।" — গীতা ( আৰ্য্যমিশন ) । বিবে विदूडांत्र (क्र्इिठाकूष) [क्तूिठ-बकि ] বিশ, আয়তলোচন। স্ত্রী, বিবৃতাক্ষী। বিবৃতাস্ত (তাশশ) [বিবৃত-জান্ত (মুখ) ] বিণ, বিস্তৃতবদন। স্ত্রী, বিবৃতাস্তা। বিবৃতি (বিবৃতি) বি, বৃ+তি (ভাবে ] ৰি, স্ত্রী, বিস্তৃতি। ২। বর্ণনা ; ব্যাখ্যা । ও । টকা । বিবৃত্তাবি–বৃৎ (থাকা বা ঘুরান)+ত (কর্তৃ)] ৰিণ, ঘূর্ণিত। ২। পরাবৃত্ত। স্ত্রী, বিবৃত্তা। বি, বিবৃত্তি। বিবৃদ্ধ বি-বৃৎ, (বাড়া)+ত (কর্তৃ)]বিল, সম্যক্‌ বৃদ্ধিপ্রাপ্ত ৷ ২ ৷ অতি বৃদ্ধ। বি, বিবৃদ্ধি। বিবেক ( ) { বি (বিশিষ্ট্ররূপে ইত্যাদি) বিচ, (বিচার করা)+অ (ঘঞ—ভাবে ) ] বি, পুং, তত্ত্বজ্ঞান। ২। ধৰ্ম্মধর্মের বোধ । ৩ । কৰ্ত্তব্য ; হিতাহিত বিবেচনা । ৪ । ঔদাস্ত ; বৈরাগ্য। বিণ, বিবেকহীন—বিহীন— হিতাহিত জ্ঞান শূন্ত । বিবেকী { বিবেকিন শব্দ, বিবেক (বিচার, তত্ত্বজ্ঞান ইত্যাদি )+ইন (অস্ত্যৰ্থে) যাহার বিবেক আছে ] বিণ, বিরাগী ; বৈরাগ্যবিশিষ্ট ৷ ২ ৷ বি (বিশিষ্টরূপে ইত্যাদি) চি +ইন (থিন কর্তৃ, শীলার্থে) যে ভাল মন বিচার করে } বিণ, হিতাহিতবিবেচনাকারী ; বিচারক । ৩। বিবেকবিশিষ্ট । স্ত্রী, বিবেকিনী। বি, বিবেকিতা। বিবেচক ( ) বিণ, বিচারক্ষম ; বিবেচনা কারী। স্ত্রী, বিবেচিকা৷ বিবেচন (ন) বি, বিতর্ক বিচার । বিবেচনা [বিবেচন (দ্রঃ)+আ, স্ত্রী ] বি, স্ত্রী, বিশেষ বিচার বা আলোচনা ৷ ২ ৷ ধারণা । বিবেচনা করা–বিচার করা ; বিচারসহ চিস্তা করা ৷ ২ ৷ মনে করা ; ভাবা । বিবেচনা শক্তি-হিতাহিত বিচারক্ষমতা : ছায়ান্তায় নিৰ্দ্ধারণ করিবার বৃত্তি। হিতহিত বিবেচনা—কৰ্ত্তব্যাকৰ্ত্তব্য বিচারবুদ্ধি। [সম—বিবেচনা—বিচারমূলক । বিবেক—হিতাহিত ধৰ্ম্মাধৰ্ম্ম বা কৰ্ত্তব্যাকৰ্ত্তব্য বিচারমূলক। জ্ঞান—সত্যপ্রতীতিমূলক এবং চেষ্ট ও অনুশীলন সাপেক্ষ। বুদ্ধি স্বাভাবিক এবং নিশ্চয়াত্মিক জ্ঞানমূলক। জ্ঞানী ও বুদ্ধিমান ব্যক্তি বিবেক দ্বারা চালিত হইলে বিধি শৃঙ্খলা পূর্বক সকলদিক বিবেচনা করির সুবিচার করিতে সমর্থহয়। বিণ, বিবেচনীয় —বিবেচ্য ; বিচাৰ্য্য। বিবেচিত বি (বিশিষ্টরূপে ইত্যাদি) বিচ,+ই (পিচ )=বেচি (বিবেচনা করা )+ত (ক্ত, কৰ্ম্মে ) ঘাহা বিচার করা হইয়াছে ] বিণ, সম্যক্ আলোচিত। ২। নিরূপিত।