পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৩৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেজা রেজাই (র্যা ) { ফু—রজুপি ] বি, গায়বস্ত্র বিশেষ ; দোলাই । রেজামন্দী, রাজামন্দী (মে' ) { ফ— রঞ্জামনী ] ধি, সম্পত্তি। ২। আপসে মিট মাট । রেজিষ্টার, রেজেষ্টার (ইং-righter চিঠিপত্রের নকল বহি ৷ ২ ৷ হিসাবের থাত ৩ । তালিকাপুস্তক । রেজিষ্টি, রেজিষ্টিরি (ইং-righty— পুস্তক বা খাতাভুক্ত করণ ] বি, রেজিষ্টার বা বহি খাতায় হিসাব পত্র টুকন। রেজিষ্টিরি করা—ঐরূপ থাত বা পুস্তকে হিসাব পত্র ৰ দলিলাদির বিবরণ লিথিয় রাখা । ২ রেজিষ্ট্র আপিসে নিযুক্ত কৰ্ম্মচারীর সমঃে দলিল পাট পত্র ইত্যাদি লিথিয় দেওয় স্বীকার করা ও আদালতের নামাঙ্কিত করাইয় তাহার স্বত্ব সংরক্ষণ করা । রেঝ| [পাঠান্তরে রেজা ( দ্র: ) ] বি, লক্ষিত স্থান ; নিশান । প্র—"ফোট দিয়া বিন্ধে রেক ছাড়িতে শিখয়ে নেজ| চামের টোপর শোভে শিরে।"--কবিক । রেট (ऐ ) [ ३९-1ate ] दि, शत्र : मझ । २ ।। রেওয়াজ ; চাল । ৩। দড়ির মত পাক দেওয়া রূপার কটিভূষণবিশেষ । রেড়ি { সং—এরও ইহতে এড়ি—রেড়ি ] বি, এরও ফল ; ভেরেও গাছ ও ফল। রেড়ির তেল-ভেরেও বীজের তৈল। প্র—“রেড়ির তেলে আলে| জেলে পিরান পোসাক পরে ।” —গান ৷ রেড়ো, রেঢ়ে (রূঢ় হইতে রাঢ়–রাড় +উআ =রাড আ=রোড়া (খ ) ] বিণ, রাট । ২ । রাঢ়দেশ-প্রসিদ্ধ : রাঢ়জ ৷ ৩ ৷ অসভ্য : গোয়ার ; অশিক্ষিত : অমার্জিত ; গেও ; আনাড়ি । প্র—"হুেদে ও সহরবাসি আর কি হাসি হাসবি রেড়ো বলে ?”—হেম। রেণু (মু ) { রি ( বধ করা ) + ( কর্তৃ) ] বি, পুং, স্ত্রী, পাংগু : ধূলি ধূলা। প্র— "অবনী লোটায়েতনু শক্তি-পাদপদ্ম-রেণু ভক্তি যুক্তে বন্দিব সানন্দে ।”—ঘনরাম। “ধায় বৎস ধেনু উঠে পদ-রেণু, রেণু ঢাকে ভানু ভাবে ভোর তমু ।”—বাং-গান । ২ । পরাগ । ৩ । চুৰ্ণ ; গুড়া। রপুক, রেণুকা (মু) (সং-রে রেণুকা] বি, স্ত্রী, মরিচীকৃতি ও কটু তিক্ত রস একপ্রকার সুগন্ধি *Făi ; piper aurantiacum. R | পরশুরামের জননী। রেণুকামৃত-বি পুং পরশুরাম। iপুসার (রেমুশার্) । সং বি, পুং, কপূর। XRసాగి রেতঃ [ রী ( ক্ষরিত হওয়া ) + অ ( কত্ত্ব ) আগম ] বি, ক্লী, বীৰ্য্য ; শুক্র । ২ । পারদ রেতি [ হি-রেঞ্জ ] বি, উক। রেতি কর —উক দিয়া ধধ । রেতি [হি ] বি, উপ যন্ত্র : লৌহ গয়কার {* : :l sile. CHoltzi ( Hitot" ) [ Re –wrapper } f গাত্রবস্ত্র ; শীতবস্ত্রবিশেণ। রেফ (ফ, ) বি, পুং, বর্ণের মস্তকস্থিত র “এই চিহ্ন। ভ্রমরাদির মস্তকস্থ রেফাকৃতি শুক বা তীক্ষ লোম। প্র—দ্বিরেফ। রেবত (ত) বি, পুং, বলরামের পত্নী রেবতী পিতা । রেবতক ( ) ( সং ] বি, প্লী, পারাবত। রেবতী (রেবোতি ) (সং ] বি, স্ত্রী, অশ্বিনী ভরণী প্রভৃতি ২৭ নক্ষত্রের শেষ নক্ষত্র । ২ দুর্গ।। ৩। মাতৃকাবিশেষ । ৪ । রতি কামপত্নী । ৫ । বলরামপত্নী । ৬। নদী বিশেষ। রেবতীরমণ-বি, পুং, বলরাম ২ । চন্দ্র । রেবা (রেব, (গমন করা ) + অ (কন্তু অচ,) আপ—স্ত্রী) বি, স্ত্রী, নর্মদা নদী । ২ । দুর্গ। ৩। কামপত্নী । রেভণ (ন) [ রেভ (শব্দ করা)+অন ( ভাবে অনটু ) ] বি, প্লী, গোরুর ডাক ; হুম্বা বব। রেয়ৎ [ রাইয়ং দ্র: ] বি, প্রজা । রেয়াৎ, রেয়াত (ত, ) { স্থা-রে স্থায়ৎ] वि, श्रनूभृश् ; नग्र। । २ । श्रशtशडि । ৩। চক্ষুলঞ্জ ; সমীহ । রেয়াত করা - চক্ষুলঞ্জ করা : সমীহ করা ; মানিয়া চলা । প্র—“অষ্ঠায় দেখিলে তিনি কাইকেও রেয়াত করেন না।”—লীলাবতী । রেয়ো, রেও [ সং–রবাহূত হইতে ] বিণ, রবাহত : অমিমস্থিত ৷ ২ ৷ রায়ভাট ( দ্র: )। রেয়েtভাট [ রায় ভাট ( ভট্ট হইতে ) ] বি, এক শ্রেণীর ভিথাবী যাহার শ্রাদ্ধোপলক্ষে উপস্থিত হইয়া শ্ৰাদ্ধকৰ্ত্তাব নিকট ভোজ্য ও অর্থাদির প্রার্থনা করে ও তঞ্জস্য গণ্ডগোল করে । ২ । [ লক্ষণায় ] নাছোঁড়বাণী| ভিখারী। রেয়েৎ, রাইয়ৎ I স্থা-রইয়ং ] বি, প্রজা । প্র—"বেগারে হয় রেয়োৎ সাড়া ।” —ঈশ্বর গুপ্ত । রে-রে-রে-রে—অ, অনুকরণ শব্দ ৷ ২ ৷ ডাকাইতদের হুঙ্কার । তুল—কুক দেওয়া । প্র—“শুম্ভনিশুম্ভের পালায় যখন রক্তবীজ সাজঘর হইতে "রে রে-রে-রে করিয়া ডাকাতি স্থাক দিতে দিতে আসরে আসিত তখন একটা আতঙ্ক উপস্থিত হইত।”—ভারতী, বৈশাখ, ১৩২১ { রেষা রেল (ल्) [ #*-rail, m:ıilw :ıy ] क्,ि বেলপথ ; লৌহবক্স । ২। রেলের গাড়ি । রেলগাড়ি-বাষ্পীয় শকট। রেলপথবাষ্পীয় শকট গমনাগমনের লৌংৰয় রেল যোগে—রেল কোম্পানীর মাধ২ ; রেলগাড়ী করিয়া ; y rul. রেললাইন-রেলপথ। রেলরোড-রেলগাড়ীর পণ । রেলওয়ে অফিস-রেল কোম্পানির দপ্তর : tailway onia রেলওয়ে ষ্টেশন—রেলগাড়ী করিয়া মাল ও যাত্রী পৌছিয়া দিবার ও লইয়া যাইবার এবং তৎসংক্রান্ত কাজকৰ্ম্ম পরি5İālāİR GİR : 1ailway station. রেলা ( র্যাল ) { হি-রেলা (বস্তা, প্রবল স্রোত ব| ধারা, জীবজন্তুর সারি বা দল ) । হি— রেলপেল (প্রচুর, ভিড, জনতা ) ] বি, ধারা : স্রোত। ২। সমুহ ; রাশি। ৩। জনতা ; ভিড় ; জমায়েৎ I ৪ । শেণী ; সালি ; দল। প্র—“বেড়ে সাপ গাময় গলায় হtড মালা । জটায় জাঙ্গবী যায় কুষ্ঠীরের বেলা ৷”— শিবায়ন। ৫ । প্রাচুৰ্য্য : বাহুল্য। রেলিং , ইং-railing | বি, লৌহবেষ্টনী : লোহার গরাণে । রেশ (শ, ) (সং-বিশ ( অল্প হওয়া ) ধাতুজ । হি—রেশ শব্দজ ] বি, বেগা ; সামান্ত নিদর্শন ৷ ২ ৷ আমেজ ; আভাস ৷৷ ৩ ৷ মুর ; সুরের বিলীন প্রায় অবস্থা। প্ৰ—“শুধু কুসুমের মালা সঙ্গীতের দেশ।”—অশোকগুচ্ছ । ৪ । [ রিষ দ্র: ] দ্ধেম ; হিংস । রেশম ( ) {ফু!—রেশ{ ] বি, গুটীপোকাল লাল-জাত তপ্ত বা স্বত্র : sill, বিণ. রেশমী --রেশমঙ্গীত : বেশমসূত্রনিৰ্ম্মিত। রেশম কীট-তু তপোক৷ : silkworm. (Zostol निष्ठांन-७ीtथाकात yान 4द९ ७ःि श्ठ সুত্ৰ নিৰ্ম্মাণ সম্বন্ধীয় বিদ্য। রেশমশিল্প— বেশমেল চাষ সশ্বন্ধীয় শিল্পবিদ্যা । রেশাল। [ মু!—রিসাল] ] বি, অশ্বারোহী সৈন্যদল ; ২ । অশ্বারোহী দৈন্যদলের অশ্বশালা : ঘোড়াশাল । ২ । বড় পরলোমাছের মত এক জাতীয় পাৰ্ব্বত্য মৎস্ত। কুমার অঞ্চলে নৈনিতাল প্রভৃতি সরোবরে জন্মে। রেশালদার, রেশালাদার—অশ্বারোহী সৈন্যদলের অধিনায়ক । রেশালাদারি—বেশালার অধিনায়কত্ব । রেফ ( , ) (রিস দ্রঃ বি, হিংসা ; দ্বেষ । রেষণ (ন) { রিদ (অশ্ব বা সিংহের শব্দ করা) + অন ( ভাবে অনট ) ] ধি, ক্লী, ?েষারব । ২ । সিংহের গর্গন । রেফারেষি [ বেধ + আ ( বীপসার্থে ) + রেব +ই ( তৎকরণার্থে ) } বি, পরস্পর হিংসাকরণ ; দ্বেশীদ্বেণি । cavalry.