পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৩৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লাগা { ব্রজ ] লাগ—লাগে । প্র--"গোপত মদন শর কাহে না লাগ।”—বি, প। লাগয়, লাগিয়ে—লাগে ; লাগিবে। &“আপন মনে ধরি বুঝ অবগাহে, ভ্রমরবধ পাপ লাগত কাহে।”—বি, প। লাগল—লগ্ন হইল। প্র—“পাশে লাগল পিয়া কিছুই না দেখি।”—বি, প। লাগাইল, লাগল, নাগাইল, নাগাল (স্) বি, পৌঁছে; নিকট ; লাগ। প্র— “দিগন্তের অন্তে গেলে লাগাল কি পাব ওর ?” -यां८ल ७ छ्ॉग्नां । লাগীও হি—লাগাও] বিণ, সংযুক্ত ; মিলিত ;

  • 1

লাগাড় (ড় ) {লাগ (দ্রঃ)+আড়। হি— “লাগ তার” ] বি, অবিশ্রাস্ত ; নিরবচ্ছিন্ন । ২। অবিরামত : ক্রম ; প্রবাহ। লাগড় মরা-ধারাবাহিকতায় বিচ্ছেদ হওয়া ; প্রবাহ সমাপ্ত হওয়া । লাগাৎ—লাগায়েৎ দ্রঃ । লাগান (ন) বি. জোগাড় : জুটি বা জোট ; ыipply. লাগান ( লাগানো ) { হি–লাগান, লাগ ধাতুর ণিজন্তরূপ। উ-পু-লাগাই। ম-পু— লাগাও : লাগান ; লীগ। প্র-পু—লাগায় : লগান। অস-ক্রি—লাগাইতে ; লাগাইয়া, লাগিয়ে ] ক্রি, সংলগ্ন করা : জোড়া ; জড়ান। প্র-টিকিট লাগান : পুস্তকে মলাট লাগান । ২ । স্পশ করান ; ছোয়ান ; ঠেকান ৷ প্ৰ— গায়ে গ| লাগান ৷ ৩ ৷ সেবন করা । প্র—রোদ লাগান ; হিম লাগান । ৪ । মাথান : মালিশ করা ; ধরান । প্র—কপাটে রং লাগান ; রুমালে আতর লাগান ; কালি লাগান । ৫ । গ্রহার কর ; মারা । প্র-বেত লাগান ; ঘাকতক লাগান ; লাঠি লাগান ৷ ৬ ৷ বাধাইয় দেওয়া ; আরম্ভ করান। প্র—ঝগড় লাগান। ৭ । আটকাণ । প্র—“লাগিয়ে দিলে হুক”—হেম । ৮ । নিবেশ করা ; সংলগ্ন করা। প্র—মণটাকে ভাল করে লাগাতে পারলে শক্ত বিষয়ও সরল হয়ে আসে। ৯ । রোপণ করা : পোতা । প্র-গোলাপ টবে লাগাও এবং বেড়ার ধারে ধারে মেদি গাছ লীগাও । ১• । কৰ্ম্মে নিযুক্ত কর । প্র—যাহাকে যেমন বুঝিবে তাঁহাকে সেইরূপ কাজে লাগাইবে । ১১ । সুদে কর্জ দিয়া টাকা বৃদ্ধি করা : খাটান। প্র— ব্যবসায়ে টাকা লাগান। ১২ । প্রয়োগ করা । প্র—দড়িতে পাক লাগান ; ক্ষত স্থানে পটি লাগান। গাজায় দম লাগান । ১৩ । একজনের বিরুদ্ধে তাহার অসাক্ষাতে অস্তকে বলা । প্র—লাগাইয়া লাগাইয় তাহার কানভারী YS)YY করিয়াছে। “বাবা বুঝি লাগাইয়াছেন”— সধবার একাদশী । ১৪ । [খামান অর্থে) সংলগ্ন করা। প্র—ঘাটে নৌকা লাগাও ; গাড়ী দ্বারে লীগাও । ১৫ । সঙ্গত ভাৰে উপযুক্ত ক্ষেত্রে প্রয়োগ করা বা খাটান। প্র-শব্দটী বাক্যের মধ্যে লাগাও দেখি কেমন লাগে। ১৬। পরের স্বন্ধে চাপান ; আরোপ করা । প্র— কাহার চরিত্রে কলঙ্ক বা দাগ লাগান । ১৭ । কুপরামর্শ দেওয়া ( নিয়ে লাগান ভাঙ্গান দ্রঃ) । আগুন লাগান-অগ্নি সংযোগ করা । ২ । ঝগড়া বাধীন ; কোন কথা বলিয়া কাহার মন কলুষিত করত তাহার ক্রোধাগ্নি প্রজ্বলিত কর । উস্কি লাগান-প্রদীপে কাটি দিয়া, উমুনে খোচা দিয়া যেমন অগ্নির তেজ বৃদ্ধি হয় তেমনি বিশেষ কোন বাক্য প্রয়োগ দ্বারা কোন মন কায্যকরণে উত্তেজিত করা । ঘুম লাগান-নিদ্রা যাওয়া। চুনকালি লাগান—( মুখে, গালে )-অপদস্থ করা : অপমানিত করা । তাক লাগান-বিক্ষিত কর! : অবাক করা । তাল লাগান— কুলুপ দেওয়া। ২। বধির বা কাল করিয়া দেওয়া । দম লীগান—ঘড়ি প্রভৃতির শ্ৰীংএর প্যাঁচ ঘুরাইয়া কল চলিবার শক্তি সম্পাদন করা । ২ । গঞ্জিকা প্রভৃতির भूम क्लिक्र१ उमबद्घ कबिाब अश cनाम টান দেওয়া অর্থাৎ পূর্ণ স্বাস গ্রহণ করা । নজর লাগান—তীব্র লুব্ধদৃষ্টপাত করা । ২। অমঙ্গলজনক বা রোগোৎপাদক কুদৃষ্টি কাহারও প্রতি নিক্ষেপ করা । ৩ । প্রণয়ঘটিত সঙ্কেত দৃষ্টি করা। পাক লাগান-দড়ি প্রভৃতি পাকান। ২ । কোন বিষয় জটিল করিয়া তোলা : নূতন নুতন বিম্ব বিপত্তি জড়িত করা। প্যাচ লাগান-পাক লাগানর অর্থেই প্রযুক্ত। ২। ঘুড়ির লড়ায়ে কাটাকাটির উদ্দেষ্ঠে সুতায় সুতায় জড়াইয় দেওয়। ভেন্ধী লাগান—কোথা হইতে কি হইল তাহার কার্য্য কারণ নির্ণয়ে অক্ষমতা জনিত হতবুদ্ধি করা ; তাক লাগান। মুখ লাগান— আঙ্কার বা নাই দেওয়া । লাগান ভাঙ্গfন—কাহার দোষের কথা অষ্ঠের কানে তুলিয়া মন ভঙ্গ করা বা উভয়ের মধ্যে সদ্ভাব ভঙ্গ করা । লাগাম (মৃ) ফা] বি, বঙ্গ : মুখস । ২ । রাশ। প্র—“লম্বিত বাজীর পাশে রূপার রিকিব । অনুপাম লাগাম বাজীর বদনে বান্ধ জিব ॥”-- ঘনরাম। রোধ ; সংযম ; check. প্র--তার , মুখের লাগাম নাই যা মুখে আসে তাই বলে। " লাগাম দেওয়া-অখাদির মুখে লাগাম পরাইয় দেওয়া ; মুখস আঁটা । লাঙ্গ লাগায়েৎ [ হি-লগাৎ ] অ, পৰ্য্যস্ত : অবধি । প্র—“মবারক ! সন্ধ্যা লাগায়েৎ শক্তি পাইতে পারি ; ততক্ষণ বিলম্ব করিতে পারিবে কি ?” -ब्रांछनि१श् ( वकिभ ) । লাগি গ্রে। সাহিত্যে অপ্র] ৰি, মত্তত ; নেশা। লাগি, লাগিয়া, লাগিয়ে— হি-লাগি ; লগনা=সম্বন্ধিত হওয়া । ৰাং, গ্রা-লেগে, নেগে] অ, গুগু : হেতু ; উদ্দেষ্ঠে ; প্রয়োজনে। প্র—“মুখের লাগিয়া এ ঘর বাধিনু অনলে গেল”—চওঁী। “তুর লাগি”—ৰি, প। “যাহার লাগিয়ে জাগিয়ে যামিনী রয়েছ ৰসিয়ে গুাম-সোঁহাগিনী ।”--নিত্যানন্দ বৈরাগী । "আমি তব লাগি সৰ্ব্ব ত্যাগি হোলেম কালাচাঁদ ।”-বাং-গান ৷ ২ ৷ দিকে : প্রতি । প্র—“মহলত লাগিয়া ময়না চলিল হাটিয়া”— মাণিকচাদের গান। ৩ । [ ব্রজ ] বিণ, লগ্ন । প্র—"তিতিল বসন তনু লাগি।”—ৰি, প। ৪ । বি, লাগ ; সাক্ষাৎ ; দেপা। প্র—"দুহাতে प्रणांtळ शंtळ यां★ लांकि *ांग्न'-एनब्रांभ । লাগে [ লগ যুক্ত হওয়া, ঠেকা ইত্যাদি ] অ, লেগে যাক : আরস্ত হউক ৷ ২ ৷ [ কোন ভাল ব| মণ্য কৰ্ম্ম করিতে বিশেষতঃ মারপিট ৰ৷ কোন দৈহিক বল প্রয়োগের কার্য্যে ] উত্তেজনা বা উৎসাহদান বাক্য । ৩ । [ ব্ৰজ ] জন্ত । প্র—“মাধব লাগে"—বি, প। ৪ । কাছে । লাগেজ –লগেজ দ্রঃ । লাঘব ( , ) [ লঘু +অ ( ভাবে, অ৭ ) ] ৰি, ক্লী, লঘুভাব লঘুত্ব। ২ । ক্ষিপ্রয় ; শীঘ্রত। ৩ । আগৌরব : অপমান। প্র—“দারুণ চাপডে সব দন্ত নডে লাঘবের নাহি অন্ত "— কবিক । ৪ । সুস্থত । ৫ । [ প্রা-বাং ] বিণ, অবজ্ঞাত ; অপমানিত : লাঞ্ছিত [ অপ্র ] । 'প্ৰ—“এমন শুনিয়া বীর ভাড় র বচন লাঘব করিয়া তারে দিল বিসর্জন।"-কবিক । লাঙ্গরখানা ( র) { ফু—লঙ্গর ( দরিদ্রাবাস, অন্নসত্র ) + খানা ( আগার ) ] বি, অতিথিশালা ; সরাই । ২ । অন্নসত্র । লঙ্গল (ল) {লনা (গমন করা)+অল (কর্তৃ কল) ] বি, ক্লী, হল ; ভূমিকষণ যন্ত্রবিশেষ । ২ । প্রাচীন ভারতের যুদ্ধাঞ্জবিশেষ সীর দ্রঃ । বিণ, লাঙ্গলী-স্থলবাহী । বি, কৃষক। লাঙ্গল করা-ভূমি কর্ষণ করা ; জমী চষা। লাঙ্গল গড়া—হল নিৰ্ম্মাণ করা। লাঙ্গলগ্ৰহ--বি, হলধর ; লাঙ্গলগ্রাহী ; কৃষক । লাঙ্গল টানা--ফলা দ্বারা মাটা খুড়িতে খুড়িতে লাঙ্গল টানিয়া যাওয়া । ২ । ৰিণ, যে ইল কর্ষণ করে । প্র—লাঙ্গল টান| গরু । লাঙ্গল দ গু—বি, লাঙ্গলের মধ্যস্থ কাষ্ঠ ; লাঙ্গলের ঈম । লাঙ্গল দেওয়৷ —ক্ষেত্রে হল চালনা করা ; মাটি চৰ ।