পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লেখ ৫ । কেরাণী : a writer. ৬ ৷ নকলনৰীস ; a copyist. লেখকাণু () লেখকের মধ্যে অণু (অতিক্ষুত্র)] ৰি, ক্ষুদ্র বা নগণ্য লেখক ; সামান্ত নকলকার : প্র—“আর যদি রচনা গ্রন্থস্তিরে প্রক্ষেপ করিতেই হয়, তবে বাঙ্গালী লেখকাণুর পক্ষে রামায়ণের মত গ্রন্থের লোভ সংবরণ করা বড়ই कठिंन ।”-शै, लख ( म|-*-* ०७०२ ) । লেখতি | প্রা-বাং। লিখিত বর্ণবিপৰ্য্যয়ে ] বিণ, লিখিত ; অঙ্কিত। প্র—“তাহার পিরীতি পাষাণে লেথতি মুছিলেও নাহি ঘুচে ।”— চণ্ডীদাস । লেখন (ন) [লিথ, ( লেখা)+অন ( ভাবে --অন ) ] বি, প্লী, রেখাঙ্কন : অক্ষরবিদ্যাস। ২ । লিখনপত্র । ৩। চিত্রাঙ্কন। ৪ । বিলেগন ; আঁচড়ান বা অাকর্ষণ । লেখনী { লেখন +ঈ ( কর৭ে) ) বি, লেখনসাধন যন্থ : কলম : বর্ণ তুলিকা ৷ ২ ৷ চিত্রকরের বৰ্ত্তিক : তুলি । লেখনিক ( নিৰ্ব ) [ লেথন (পএ )+ইক ] বিণ, লেখক : লিপিকর ৷ ২ ৷ চিত্রশিল্পী । ৩ । পত্রবাহক । যে অষ্ঠের দ্বারা লেথাইয় ণিজে স্বাক্ষর বা কোন চিহ্নে চিহিত করে । লেখনীয় । লিগ, (লেখা ) +অনীয় (কৰ্ম্মে) ] ৰিণ, লিখনোপযোগী ; লিখিতব্য : লেগ্য। লেখহার, লেখহীরক (বু, রক্ ) [ লেগ (*ाज) १ (श्ब्र१-दश्न कब्रl) +श्रक, कई ] বি, পুং, পত্রবাহক : "con. লেখা লিখ ( লিখনে) + অ ( ভাবে ) +আপ, স্ত্রী । পুং, বঙ্গের উচ্চারণে ‘ল্যাখ্য'] বি, সংগ্যা: গণনা। প্র—“প্রেও-ভূত-পিশাচের লেথ। নাহি জানি।"-কবিক | "আর কতজন কে কর লেখা "-চওঁী ৷ ২ ৷ হিসাব। প্র— দিয়াছিলে যও দ্রব্য লেখা করে লও।” --শিবায়ন । "লেগ করি বীরে দিল সাতকোটী ধন ৷ ”—কবিক । ৩ । পরিমাণ ; সীমা ; ইয়ত্ত । প্র— নিদিলে দক্ষের দশ বন্সিলে বন্দন ভূষা সেবিলে মুখের নাহি লেখা ।”—শিবায়ন তুলন। প্র— "উচ্চৈঃশ্রব উচ্চৈঃশ্রব অশ্বের লেখায়।”-- অ, ম । এ । লিখন , হস্তলিপি ; হস্তাক্ষর। ৬ । লিপি ; পত্র ; গত । ৭। রচনা ; প্রবন্ধ । ৮। বর্ণনা ৷ ৯ ৷ চিত্ৰকৰ্ম্ম ; অঙ্কন । ১• । চিত্র ; ছবি । ১১ ৷ রেখা । ১২ ৷ চিহ্ন । ১৩ । শ্রেণী ; পঙক্তি । লেখা কর!— হিসাব কর । ২ । হাতের লেখা তৈয়ার করা। লিখা, লেখা জোখ-সংখ্যা ও পরিমাণ । ২ । গণনা : হিসাব। প্র— লেখা জোখা জানি নাহি রাম রস পেয়ে ।”— শিৰায়ন । ৩। নিদশন পত্র। লেখ| 〉○>b" লিখি-লিখা ত্রঃ। কপালের লেখা —অদৃষ্টির লিখন ; ভবিতব্য। খাতা লেখা —হিসাববহিতে আয় ব্যয়, ক্রয় বিক্রয়, ও লেন দেন প্রভৃতি বিবরণ লিপিবদ্ধ করা । পাতিলেখা—ব্রাহ্মণ পণ্ডিত কর্তৃক শাস্ত্রীয় ব্যবস্থা লিপিবদ্ধ করা। লেখাপড়া—লিখন পঠন ; বিদ্যামুশীলন। লেখtহঁ [ লেখ+অৰ্হ ( যোগ্য ) ] বিণ, লের্থ যোগ্য : লিখিবার উপযুক্ত : লেগনীয়। লেখিত লিথ,+শিচ,=লেখি+ত ( কৰ্ম্মে ) ] বিণ, যাহা লেখান হইয়াছে ৷ ২ ৷ লিখিত । লেখ্য (লেক্গ ) { লিখ, (লেখা )+য (কৰ্ম্মে —ঘাণ, ) ] বিণ. লেখা ; লেখনীয়। ২। বি, লিখিত পত্র ৷ ৩ ৷ দলিল দস্তাবেঞ্জ । ৪ । চিত্র ; আলেখ্য স্বাক্ষর। লেখা পত্ৰ—লিখিবার তালপাত ৷ ২ ৷ লিখিত পত্রাদি দলিল দস্তাবেজ । লেখ্যস্থান-- দপ্তরখানা ; আফিস । লেঙ্গ (ল্যাং) ( সং–লজান শব্দজ । তুলফলঙ্গ ] বি, প্রায় ২ হস্ত পরিমাণ ব্যবধান । প্র—“ঘন সরিস পাতলা রাই । লেঙ্গে লেঙ্গে কাপাস বাই ॥”—খন । লেঙ্গচা ( ল্যাংচl ) বি, রসে ফেলা পাস্তুয়ার মত মিষ্টান্নবিশেষ ; লম্বাকৃতি পাস্তুয় ৷ ২ ৷ दि१, १g । লেঙ্গচান (ল্যাংচানো ) { গ্রা-স্যাংচামো । হি—লেঙ্গড়ান ] ক্রি, লেঙ্গড়ার মত অর্থাৎ গোড়াইয়া চল । লেঙ্গট (ট, ) { ফ্ৰা-লঙ্গ, ( ধুতি ) ; কেীপীন। হি–লঙ্গোঢ় ] বি, ছিন্নমলিন বস্ত্রখণ্ড ; লেংটি : কেীপীন। ২ । যে বস্ত্রণও পরিধান করিলে প্রার উলঙ্গই দেখায় : কাঁচ অপেক্ষাও ছোট বস্ত্র । প্র—“লেঙ্গট উন্মত্ত বেশ সদা অনাহারে ।” —কাশী-মহা-আদি ৷ ৩ ৷ ( ল্যাংটো ) [ মেয়েলি ভাষায় ফাংট } বিণ, নগ্ন । লেঙ্গটা (ল্যাংট) উলঙ্গ শব্দজ। মেয়েলি ভাষায় হ্যাংটা] বিপ, উলঙ্গ : নগ্ন। প্র—“মেনক। দেখিলা চেয়ে জামাই লেঙ্গটা”—অ, ম ৷ ২ ৷ সন্ন্যাসী । ৩। নিঃস্ব । লেঙ্গটার নাই বাটপাড়ে ভয়—যাহার কিছুই নাই এমন কি পরিধানের বস্ত্ৰও নাই, তাহার ডাকাত হইতে ভয় নাই । লেঙ্গটি, লেংটি ( লেঙ্গট অপেক্ষ ক্ষুদ্র ] ধি, কেীপীন। লেঙ্গড় (ল্যাংড়া ) { হি–লঙ্গ ডা ( থg ) ] বিণ, খঞ্জ ; খোড়া ৷ ২ ৷ বি, কাশী মালদহ প্রভৃতির প্রসিদ্ধ অস্ত্রিবিশেষ । লেঙ্গা (ল্যাংগা ) { সং—উলঙ্গ ] বিণ, নগ্ন । লেটা লেঙ্গুড় (ড়, ) ( সং—লাজুল হইতে] কি লেজ ; शूलझ । य-“डांबांtबरन भूत्वांब्रि ७ख श्ल হনুমান। লেজুড় বারাইল হস্ত দ্বাদশ প্রমাণ।” —চৈ, ম (জয়ানন্দ ) । লেজুড়ে জড়িয়া নিৰ মহোদধি জলে।”—মহ! (গ্রীকরণ ) । লেচী ( হি-লচ্ছ (মাথা ময়দাদির গুটিকা) তুল—হি-লোচ ( শ্বেতসার ; মও ; কাই ; starch ) লোচা-খানিকটা খলখলে মাংস ] বি, জলমিশ্রিত করিয়া উত্তমরূপে মন্দিত এবং কদমের মত কোমলকৃত আটা বা ময়দা । লেজ (ল্যাজ,) [ সং–লঞ্জ। নেজ দ্রঃ ] বি, পুচ্ছ ; লাস্কুল। প্র—“আজ আমি তোরে বধি রাজধানে যাব। পথের নিশান তোর লেজ কাণ নিব।”—ঘনরাম। লেজগুটান — কুকুরাদি জন্তুর স্বভাব যাহাকে অধিক বলবান দেখে তাহার নিকট লেজ গুটাইয়া জড় সড় হইয় পড়ে, সেই ভাব হইতে ] পরাজিত হওয়া ; হার ৷ ২ ৷ বিনীত হওয়া ৷ ৩ ৷ ভীত হওয়া । ৪ । প্রতিদ্বন্দ্বিতা করিতে করিতে হারিয়া নিরস্ত হওয়া । প্র— "দাদা লেঞ্জ গুঢ়ালে কেন”—ঈ-গুপ্ত । লেজবোলা—বিণ, যাহার লেজ ঝোলা বা লম্বা ; লম্বপুচ্ছ ; বৃহন্নাঙ্গুল। প্ৰ—“আয়রে পার্থী লেঞ্জ-ঝোলা গোকনকে নিয়ে দে দোলা" —ছেলেভুলান ছড়া। লেজসাট—পুচ্ছ আছড়ান বা তাড়না । প্র—“লেজ সাটে নাসিক নিশ্বাসে বহে ঝড় ।”—ঘনরাম । লেজেগোবরে— গবাদির ভয়ে পুচ্ছ না তুলিয়া পুীম ত্যাগের ভাব হইতে ] ভরে অভিভূত হইয়া পড়া ; বিব্রত হওয়া : তুল— “কাছায় হাগা" ( গ্রা ) । লেজে খেলা -চাতুরী বা কৌশলে কাজ করা। লেজ ( ল্যাজা ) [ গ্রা-নেজী ] বি, মৎস্তের পুচ্ছদেশ ; শেষভাগ। লেজামুড়া—পুচ্ছ ও মুও ; উভয় প্রান্ত ; আগাগোড়া । লেজামুড়া বাদ-মন্তক এবং লেজ বজ্জিত : মধ্যভাগ । ২ । কোন বিষয়ের মধ্য স্থল। ৩। অসম্পূর্ণ বাক্য কাহিনীর অংশ। প্র-লেজ মুড়া বাদ দিয়া বলিলে বুঝিৰ কিরূপে । লেজার ( ) ( ইং–ledger ] বি, প্রতি বস্তু বা ব্যক্তির নামে স্বতন্ত্র হিসাব ; উক্ত হিসাবের থাত । লেজুড় (ড়,) [ লেজ+উড় (ব্যাপ্তার্থে) ]বি, লেজ ; পুচ্ছ । ২। পশ্চাতে যাহা যুক্ত হয় । ৩ । [ ব্যঙ্গার্থে ] উপাধি ৰিণ, পশ্চাদ্বত্তী । লেট (টু ) [ ইং–late ] ধি, বিলম্ব ; দেরি । লেট (ল্যাটা ) [ লেঠা এঃ ] ধি, বিরোধ ; বিবাদ । প্র—“বহুকাল বিলাস করিলি বটে