পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৩৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰোত শ্বেত (শেত) [সং]বি, পুং, শ্বেতবর্ণ ; গুঞ্জ বর্ণ ; শাদ ৷ ২ ৷ বিণ. শ্বেতবর্ণীক্ত । শুেন (ন) {গুৈ (গমন করা)+ইন (কর্তৃ) :ে হিংসার্থে গমন করে ] ৰি, পুং, প্রসহজাতীয় পক্ষিবিশেষ ; বাজপক্ষী : শিকরে পার্থী ৷ ২ ৷ যজ্ঞবিশেষ। স্ত্রী, শ্বেনী—বাজপক্ষিণী । শ্রদধান (স্রোদোধান) [ শ্রং (ভক্তি) ধা ( ধারণ করা )+আন ( কৰ্ত্ত—শান ) ] বিণ. শ্রদ্ধাপূর্ণ ভক্তিযুক্ত। শ্রদ্ধা (স্রোদ্ধা) [শ্ৰং (ভক্তি) ধা (ধারণ করা )+জ (ভাবে—অঙ,) আপ, ] ৰি, স্ত্রী, চিত্তপ্রসন্নতা ; মনের নির্মলতা ৷ ২ ৷ ভক্তি । ৩। নিষ্ঠ । ৪ । বিশ্বাস ; প্রত্যয়৷ ৫ ৷ সমাদর। শ্রদ্ধালু (স্রে ) । শ্রং (ভক্তি) ধ+আলু (কর্তৃ—ণীলার্থে ) ] ৰিণ, ভক্তিযুক্ত। ২। ৰি, স্ত্রী, কোন প্রব্যে স্পৃহাৰতী গর্ভিণী। শ্রদ্ধাবান (স্রো) { শ্রদ্ধl +বং (অস্ত্যর্থে— বতু)=শ্রদ্ধাৰং ] ৱিণ, ভক্তিযুক্ত ; শ্রদ্ধাম্বিত । শ্রব (স্রোব, ব) { শ্রব শব্দ ] ৰি, পুং, শ্রবণ ; কর্ণ। ২। শ্রাব ; ক্ষরণ ॥ ৩ । প্রসিদ্ধি । 8 of শ্রবণ ( স্রোবল্) (শ্র (শুনা )+অন (করণে —অনট ) যাহার দ্বারা শুনা যায় ] বি, ক্লী, শ্রবণেন্দ্রিয় : কর্ণ। ২ । [ ভাবে-অনটু ) আকর্ণন ; শুনন। স্ত্রী, শ্রবণী—অশ্বিস্তাদি নক্ষত্রের মধ্যে দ্বাবিংশতি নক্ষত্র [সং=তে জ্যোতিষশাস্ত্রে ইহার ক্লীবলিঙ্গের ও ব্যবহার দেখা যায় ] । শ্রবণ পথ—শব্দগমনপথ ; কর্ণ। শ্রবণবিবর-কর্ণের ছিদ্র : কর্ণ রন্ধ, । শ্রবণবেধ–কর্ণবেধ : কাণ বিধান : কাণ ফোঁড়ান। প্র—“করিল শ্রবণবেধ পঞ্চম বরলে।”—কবিক । শ্রবণী ( শ্রো ) { শ্রবণ (দ্র:), বাং-য় যে করে অর্থে ঈ ("নী", "উনী"ও হয়। তুল—করুনী : ভুলুনী, দ্বিউনী ) ] বিণ, শ্রবণকারিণী। প্র— “আচক্ষে হেরিণী, অকৰ্ণে শ্রবণ ৷”—দেওয়ান রামদুলাল । শ্রবণীয় ( স্রে ) { শ্র*অনীয় (কৰ্ম্মে ) ] বিণ, শ্রবণযোগ্য ; শুনিবার উপযুক্ত। শ্রবণেন্দ্রিয় ( স্রোবোনেন্দ্রও ) { শ্রবণরূপ ইন্দ্রিয়-কৰ্ম্মধ। ] ৰি, ক্লী, কর্ণ ; কাণ । শ্রবtয্য (স্রোবাজ্জ ) { শ্রব—আয্য ] বি, পুং, যজ্ঞে বলি দিবার যোগ্য পশু । শ্রবিষ্ঠা (স্রো) শিৰ ৰং জেস্তার্থে)=প্ৰবৰং =ইষ্ঠ ( প্রকধার্থে) বৎ লোপ] ৰি, স্ত্রী, ধনিষ্ঠা নক্ষত্র। শ্রব্য (স্রোব) [ শ্র (শুনা )+য ( কৰ্ম্মে ) ] বিণ. শ্রোতব্য , শুনিবার যোগ্য। শ্রব্যকাব্য-নাটক ভিন্ন কাব্য : উপস্থাসাদি । ष्ट्रण-श्रृश्रकाश ( নাটক ) । ১৩৫২ শ্রম (স্রোম্) [ শ্রম্ (পরিশ্রম করা ) + (ভীৰে—অল্)] বি, পুং, পরিশ্রম ; মেহনত ২ । অভ্যাস : শাস্ত্রাভ্যাস। শ্রমবারি ঐশ্রমজল—স্বেদ ; ঘৰ্ম্ম ; ঘাম । শ্রম বিভাগ—ভিন্ন ভিন্ন শ্রমিক্ষের পরিশ্রম দ্বার সম্পাদনার্থ এক কৰ্ম্ম বিভিন্ন অংশে বিভক্ত করিয়া একাধিক লোকের মধ্যে বণ্টন division of labour. শ্রমণ (স্রোমোন) { শ্রম্ (ক্লান্ত হওয়া)+অন (কর্তৃ)] ৰি, পুং, বৌদ্ধ যোগী ; ভিক্ষু ; বৌদ্ধ সন্ন্যাসী । স্ত্রী, শ্রমণা-বৌদ্ধ সন্ন্যাসিনী । २ । श्रृंक्शैदिएभरु । শ্রমী (স্রোমি) সং–শ্রমিন ১ম, ১ৰ ] ৭ি শ্রমশীল ; যে পরিশ্রম করিয়া জীবিকার্জন করে। শ্রমোপজীবী (স্রো) [ শ্রম—উপ-জীৰ ( बौदनशाङ्ग१ कब्रां )+ँन् ( कर्नू-निन्)= শ্রমোপজীবিন ১ম, ১ব ] বিণ. যে পরিশ্রম দ্বারা জীবিকা নির্বাহ করে ; শ্রণী । শ্রয় ( শ্রয় ) { শ্রি ( আশ্রয় করা )+জ (ভাবে —অল্] বি, পুং, আশ্রয় ; বাস। প্র— "অগম্য জলেত্তে মনের শ্রয় জেলে জাল ফেলেছে ভুবনময় ॥”—বাং-গান । শ্রয়ণ ( শ্রয়ন) [ শ্রি ( আশ্রয় করা )+অন ( ভাবে-অনটু ) ] ৰি, পুং, আশ্রয়। শ্রাদ ( শ্রাদুধ ) [ গ্রা–ছেরাদ, ছয়াদ । শ্রদ্ধা অণ, (দানার্থে) ] বি. ক্লী, মৃতের প্রতি শ্রদ্ধা প্রযুক্ত যাহা দান করা বা যে অনুষ্ঠান করা যায় ; পিতৃকৃত্য। ২। শ্রাদ্ধকালে পিতৃগণের নামোল্লেখ করতঃ একই মস্ত্রের পুন:পুন: আবৃত্তি হইতে ] অপ্রীতিকর ও অনাবখ্যক পুনরাবৃত্তি ; বাগাড়ম্বর ; বাগবাহুল্য। প্র— “আবার কথার শ্রাদ্ধ আরম্ভ কল্পে একটা সামান্ত বিষয় দুকথায় বুঝিয়ে দিতে পার না?” শ্রাদ্ধ করা—পরেত পিতৃগণকে নিবাস দান করা ; পিতৃমাতৃকৃত করা। ২ । [ গালিতে ] মৃত্যু ঘটাইয় প্রেতকৃত্য পর্য্যন্ত সমাপন করা। প্র—তার শ্রাদ্ধ করে তবে ছাড়ব । শ্রাদ্ধ খাওয়া—শ্রান্ধের নিমন্ত্রণে ভোজন করা। শ্রাদ্ধ গড়ান—শ্ৰাদ্ধকালে দান উপলক্ষে রেওভাটের গণ্ডগোল বকবিকি গালাগালি শেষে শ্রান্ধের উৎসব কান্নাকান্নিতে পরিণত হওয়া । শ্রাদ্ধদেব—বি, পুং, বৈবস্বত মনু ; পিতৃলোক ৷ ২ ৷ যম । শ্রাদ্ধশান্তি-প্রেতকৃত্য ও মৃতের আত্মার শাস্তি কামনা ; শ্রাদ্ধতপণ । ভূতের বাপের শ্রাদ্ধ-বিশৃঙ্খল ব্যাপার । শ্রাদ্ধের চাল চড়ান [ গালিতে ] মারিয়া শ্রান্ধের যোগাড় করা । কণর শ্রাদ্ধ কে বা করে খোলা কেটে বামুন মরে— এক রাজার পিতৃশ্ৰাদ্ধ উপলক্ষে রাজপুরোহিত শ্রাবি কলার খোলা কাটিতেছিলেন, এমন সময় রাজসভার জনৈক সভ্য সেই দিক্ দিয়া যাইতে যাইতে খোলার পা দিয়া ফেলেন, তিনি অন্ধ ছিলেন। রাজপুরোহিত তাঁহাতে ক্রুদ্ধ হইয় র্তাহাঁকে শাসন করেন । অন্ধ তখন বিরক্তির সহিত বলেন—“কার শ্রাদ্ধ কেবা করে থোল কেটে বামুন মরে।” এই কথা রাজার কর্ণ গোচর হইলে তিনি অন্ধকে ডাকাইয়া এরূপ উক্তির কারণ জিজ্ঞাসা করেন। অন্ধ বলেনতিনি রাজপুত্র নহেন । রাজা পরে স্বীয় खननौब्र निर्रां ऊँश्iझ खश्ाङिश्ांप्लब्र ७४ङ्१॥ শ্রবণ করিয়া শ্ৰাদ্ধ রহিত করিয়া দেন। এই গল্প হইতে প্রবাদের উৎপত্তি। ব্যবহারিক অর্ধে-অনুষ্ঠেয় কর্থের মূলে গলদ থাকায় তাহার সম্পাদনে বিশৃঙ্খলা ঘটে এবং পরিণামে সে কৰ্ম্ম পণ্ড হয়, সুতরাং উদ্যোগ ও আয়োজনকারীরই পণ্ডশ্রম মাত্র সার হয় ; যাহার কার্য্য তাহারই ঠিক নাই অস্তের তজ্জন্ত বৃথা চিন্তা ও শ্রম। শ্রাদ্ধিক ( প্ৰাধিক্ ) { শ্ৰাদ্ধ+ইক ] ৰিণ, শ্ৰাদ্ধ সম্বন্ধীয়। ২। শ্রান্ধে ভোজনকারী। ৩ । বি, শ্রাদ্ধে দেয় বস্তু । শ্রান্ত (শ্ৰান্ত ) [ শ্রম্ ( ক্লান্ত হওয়া )+ত ( কৰ্ত্ত—ক্ত ) ] বিণ, শ্ৰমযুক্ত ; ক্লান্ত । শ্রান্তি (প্রান্তি) [ শ্রমূ+তি ( ভাবে—ক্তি ) ৷ বি. স্ত্রী, শ্রম ৷ ২ ৷ ক্লেশ ৷৷ ৩ ৷ নিবৃত্তি । ৪ । বিরাম ; বিশ্রাম। শ্রায় (প্রায় ) { শ্রি ( আশ্রয় করা )+অ (কৰ্ম্মে—ঘঞ ) ] বি, পুং, আশ্রয়। ২। [ डी (लगौ) +च ( नषकांप्र्ष-अ५) श्रे= धे =ठांग्न ] वि१, ॐ) मधकौग्न । শ্রীব ( আৰু, ) [ শ্র (শুনা )+অ ( ভাবে— ঘঞ) ] বি, পুং, শ্রবণ। ২। ক্ষরণ। শ্রাবক (শ্রাবক্ ) { শ্র (শুনা )+অক (কর্তৃ)] বিণ. শ্রোত। ২। বি, কাক। ৩। বুদ্ধ দেবের শিষ্য । শ্রাবণ (শ্রাবন) [ শ্রবণা নক্ষত্রমুক্ত মাস বলিয়া নাম ] বি, পুং, বৈশাখ হইতে গণনা করিলে বৎসরের চতুর্থ মাস। ২। বিণ, শ্রবণা নক্ষত্র সংক্রান্ত । ৩ । [ শ্রবণ+অন] শ্রবণেন্দ্রিয়-গ্রাহ জ্ঞান [ প্র-অ ] । স্ত্রী, শ্রাবণী—শ্রাবণ মাসের পূর্ণিমা । শ্রাবণিক ( আৰনিক্ ) { শ্রাবণ (শ্রাবণ দ্রঃ)+ইক ] বি, পুং, শ্রাবণ মাস । শ্রাবস্তী (প্রাবোস্তি) বি, ধৰ্ম্মপত্তন নামক পুরীর নামান্তর ; উত্তর কোশলস্থ লবের পুরী : রামায়ণোক্ত নগরীবিশেষ । শ্রাবিত (স্ত্ৰ ) { শ্রাৰি ( শুনান )+ত ( কৰ্ম্মে —ক্ত) ] বিণ, যাহা কৰ্ণগোচর করান বা শুনান হইয়াছে।