পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৩৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংসি সংসিদ্ধ (শংশিদ্ধ) { সং ( সম্যক্) সিদ্ধ ] বিণ, সম্যক্রূপে সিদ্ধ স্বসম্পন্ন। বি, সংসিদ্ধি। সংস্থতি (শংস্কৃতি ) { সং—স্থ (গমন করা ) + তি (ভাবে—ক্তি) ] বি, স্ত্রী, সঙ্গে গমন ৷ ২ ৷ প্রবাহ। বিণ, সংস্থত। ংস্থষ্ট (শংস্কৃষ্ট) সং—স্বজ, (সঙ্গমার্থে) + ত ( কৰ্ত্ত—ক্ত ) ] বিণ, সম্পর্কিত ; সম্বন্ধিত। ২। সংমিলিত ; সংযুক্ত ৷ ৩ ৷ কৃত সহবাস ; কুত সংসর্গ। বি, সংস্থ৪ি–সহবাস। ২। সংস্রব । ৩ । [ কাব্যালঙ্কারে ] কাব্যের কোন স্থানে একাধিক অলঙ্কারের প্রাধান্ত স্বচন । ংস্কৰ্ত্তা (শংশ কর্তা ) { সং (উচিত, প্রকর্ষ, সংগত ) কু ( করা ) + তু ( কৰ্ত্ত—তুচ, ) { আগম=সংস্কৰ্ত্ত ১ম, ১ব| বিণ, সংস্কারকারী । १त्रोश (१२५ कार्) [गर (गन्=गरप्पा', সমুচ্চয়, সঙ্গত, শোভন প্রভৃতি অর্থে) কৃ (কর ) + অ ( ভাবে—খএ,) স আগম্] বি, শুদ্ধি। ২ । মগ্নাদি দ্বারা শোধন ৷৷ ৩ ৷ বিবাহাদি দশবিধ সামাজিক অনুষ্ঠান ; ( বিবাহ, গঙাধান, পুংসবন, সমস্তোন্নয়ন, জাতকৰ্ম্ম, নামকরণ, অন্নপ্রাশন, চূডাকরণ, উপনয়ন, সমাবৰ্ত্ত ) ৷ ৪ ৷ পরিঞ্চরণ ; মার্জন। এ । ব্যাকরণাদির শুদ্ধি ; ভুল সংশোধন। ৬। জীর্ণোদ্ধার : মেরামত । ৭। ব্যুৎপত্তি। ৮। পূৰ্ব্বজ্ঞান, কৰ্ম্ম ও স্মৃতিজ মনোবৃত্তি : পূৰ্ব্বকৰ্ম্মজ বাসন : স্বাভাবিক জ্ঞান : instinct, ৯ । আfজন্ম ধারণা। প্র—“সে শ্রেণীর লোকের চিরন্তন সংস্কার এই যে, অধ্যয়ন কায্য লোক সাধাবণের নহে শ্রেণীবিশেষের”–চন্দ্রনাথ বসু । ংস্কারক—যে সংস্কার করে। সংস্কারজ —সংস্কার দ্বারা সংঘটিত । সংস্কারবর্জিত-জাতকৰ্ম্ম উপনয়নাদি দশবিধ সংস্কারহীন । ংস্কৃত (শংশ কৃত ) ( সং ( সম্—সম্যক্‌, বিশুদ্ধ ) কু ( করা ) +ত ( কৰ্ম্মে—ক্ত) সূ আগম ] বিণ, সংশোধিত : বিশুদ্ধ। ২। মন্ত্রপূও। ৩। সজ্জিত । অলস্কৃত । ৪ । বি, ভাষাবিশেষ : আধ্যজাতির আদিভাধা ; দেবভাষা : পরিমাজ্জিত ও ব্যাকরণশুদ্ধ ভাষা । সুপ্রসিদ্ধ জৰ্ম্মণ ভাষাতাত্ত্বিক পণ্ডিত ও সমালোচক তৎপ্রণীত সাহিত্যের ইতিহাসে বলিয়াছেন—"এককালে সংস্কৃত ভাষাই পৃথিবীর একমাত্র ভাষা ছিল" "justly it is called sanskrit i. e. persect finished.” অধ্যাপক বপ বলেন—"ীক ও ল্যাটিন ভাষা অপেক্ষাও ইহা পূর্ণাবয়বসম্পন্ন, অধিকতর ভাবদ্যোতক, সৌন্দৰ্য্যশালী এবং শব্দপ্রাচুর্য্যময়। ১৩৬২ সংক্রিয়া ( শংশ কৃঅ' ) { সং ] বি, স্ত্রী, সংস্কার ৷ ২ ৷ শবদীহাদি ক্রিয়া । সংস্তুত (শং ) { সং—স্তু ( স্তৰ করা ) +ত ( কৰ্ম্মে—ক্ত ) ] বিণ, কৃতস্তুতি ; স্তুত ; পূজিত। ২। প্রশংসিত । সংস্থ ( শং ) { সং—স্থা ( থাকা ) + অ ( কর্তৃ —ড ) ] বিণ, সংস্থিত : অবস্থিত ৷ ২ ৷ সমাপ্ত। স্ত্রী, সংস্থা—অবস্থান ; স্থিতি । ২ । সচ্চরিত্র। ৩ । সমাপ্তি : শেষ। ৪ । যজ্ঞবিশেষ চতুবিধ প্রলয় (নিত্য, নৈমিত্তিক, প্রাকৃতিক, আত্যন্তিক ) ৷ ৬ ৷ সাদৃশ্য। ৭ । আকৃতি। ৮। ব্যবস্থা। ৯। সমাজ । ১০ । জমা । প্র—"হিন্দুশাস্ত্রমত করদ রাজার মোট সংস্থার ২০ ভাগের ৭ ভাগ পাইতেন। রাজা তোডরমল সেই স্থলে সুমার জমার এক তৃতীয়াংশ জমীদারের প্রাপ্য নির্দেশ করিয়াছিলেন । তোডরমল যে প্রজাসহ রাজস্ব ধায্য করিয়াছিলেন, জমিদারগণের সংস্থা নিরূপণ করাই তাঁহার প্রধান উদ্দেঙ্গ ছিল ।” ংস্থান (শংস্থান) { সং—স্থা ( থাকা ) + অন ( ভাবে-অনট ) ] বি, ক্লী, ব্যবস্থা ; আয়োজন ৷ ২ ৷ স্থিতি ৷ ৩ ৷ সঞ্চয় । ৪ । সন্নিবেশ। বিদ্যাস । ৬। চতুষ্পথ। সংস্থাপন (শংস্থাপন) { সং—স্থাপি (স্থিতি করান ) +অন ( ভাবে-অনটু ) ] ধি, ক্লী, সন্নিবেশ । ২। প্রতিষ্ঠা ; স্থাপনা । বিণ, ংস্থাপিত। সংস্থিত (শং) সিং—স্থা ( থাকা)+ত (কর্তৃ - ख् ] १ि१, मध्रिति? । २ । त्ररश्ठि ।। ७ ।। আশ্রিত। বি, সংস্থিতি। সংস্পর্শ (শংশপণ) (সং ( সম্যক্) পৃশ, (স্পৰ্শ করা ) + অ ( ভাবে—অল্) ] বি, পুং, সংশ্ৰব ; সংশ্লেষ ; সম্বন্ধ : সংযোগ । বিণ, সংস্পৃষ্ট। সংস্ফুট (শংশ ফুট) । সং– (বিকশিত el) +ఇ (శాశ-) |R, ఇగా 5 ; বিকসিত । সংস্ফোট (শংশ ফোর্টু) সং— +আ(অধি —ঘঞ, ) ] বি. পুং, বিগ্রহ ; যুদ্ধ। সংস্মৃতি (শং ) { সং– ( ক্ষরণ করা )+তি ( ভাবে—ক্তি ) ] বি, স্ত্রী, স্মরণ । * পুৰ্ব্ব সংস্কারগত জ্ঞান। বিণ, সংস্কৃত। ংস্রব (শংশৰ ) সংশ্রব দ্রঃ । ংহত ( শং ) { সং—হন (আঘাত করা ) + ত ( কৰ্ম্মে ) ] বিণ, সম্যক্ আঘাতপ্রাপ্ত। ২ । বিনষ্ট । ৩ । সংমিলিত ; সমবেত ; সঙ্ঘবদ্ধ ; যোটবদ্ধ । ৪ । ঘনীভূত ; জমাট । বি, সংহতি—সজাত ৷ ২ ৷ সজ। ৩ । সমূহ ; গণ । ৪ । ঘন সন্নিবেশ ; নিবিড়তা ; সপ রন্ধহীনতা । • । যে গুণ হেতু সমধম্মী পরমাণুসমূহ জমাট বাধে । ৬ সহিত ; সঙ্গে । প্র—“সংহতি বিজয় জয় কুবেরে করিয়া দয়া অন্নদা করিলা অধিষ্ঠান "—অ, ম । “থলের সংহতি"—চণ্ডীদাস ৷৷ ৭ ৷ নিকট । সংহনন (শংইন ) সং—হন+অন (ভাৰে— অনট) ] বি, ক্লী, বিনাশ ; বধ। ২। উপযুপিরি আঘাত। ৩। [ভৌগোলিক পরি:] শৈত্য প্রভাবে দ্রব পদার্থের সংঘাত-কঠিন অবস্থা প্রাপ্তি । ংহর ( শং ) { সং—হ্ন ( হরণ করা ) +হি— লোট ] ক্রি, সংযত কর। প্র—"অকালে প্ৰলয় হৈল কি কর কি কর । না ছাড় সংহারশূল সংহর সংহর।”—অ, ম । ২ । [সং— হৃ+অ (কর্তৃ—অচ, ) যিনি সংহার করেন | বি, সংহারকত্তা : শিব। প্র—“স্মরহর বর বরপিতা পুরহর । পিতামহ সংহর প্রপিতাभश् श्झ ॥”-श्र, भ । সংহরণ ( শংহরন) [ সং–হৃ (হরণ করা ) + অন (ভাবে-অনটু)] বি, কী, বধ : বিনাশ ; সংহার । ২ । আহরণ । ৩ । সঙ্কোচ : সঙ্ক্ষেপ । ংহৰ্ত্তী (শং ) { সং—হ্ন (হুর' )+তু (কর্তৃ —তৃচ,)=সংহত্ত্ব ১ম, ১ব ] বিণ, সংহার কারী ; প্রলয়কৰ্ত্ত। স্ত্রী, সংহত্রী। १शर्म (*२) [ गर-झन् (पूछे थांक ) +य ( ভাবে ) ] বি, পুং, সম্যক্ হৰ্ষ ; সস্তুষ্টি । ২ । রোমাঞ্চ । বিণ, সংহৃষ্ট। ংহার (শংহার ) { সং—ই +অ ( ভাবেঘঞ, ) ] বি, পুং, বিনাশ ; ধ্বংস ৷ ২ ৷ প্ৰলয় । ৩ । প্রত্যাহার : প্রত্যাকৰ্ষণ । ৪ । সঙ্কোচ । এ । সংক্ষেপ । ৬ । [ কর্তৃ— ঘঞ, ] শিবের মূৰ্ত্তিভেদ ; , ভৈরববিশেষ । ৭ । [ অধি—ঘএ ] নরকবিশেষ। ৮। সংগৃহীত বস্তু। প্র—“ছায়ের কারণে পক্ষ আনিল তাহার। ভাগিন আহার করে ছায়ের সংহার ॥”—ঘনরাম ৷ ৯ ৷ বিণ, সংহারক : প্রলয়কর। প্র—“না ছাড় সংহার শূল সংহর সংহর। সংহারমুদ্রা—সাধন মুদ্রাবিশেষ । সংহিতা (শং ) (সং ] বি, স্ত্রী, মম্বাদিকৃত স্মৃতিশাস্ত্র ; বেদের কৰ্ম্মকাণ্ডমূলক শাস্ত্র। ংস্কৃতি (শং) সং ] বি, বহুলোকের সমবেত আহবান । ংহত ( শং ) { সং—হ (হরণ করা ) +ত ( কৰ্ম্মে—ক্ত ) ] বিণ, কৃতসংহার : বিনষ্ট ৷ ২ ৷ সঙ্কলিত ; সংগৃহীত। ৩। সঞ্চিত । ৪ । প্রত্যাকৃষ্ট । ৫ । সঙ্কুচিত ; সংক্ষিপ্ত। বি, ংহৃতি । সপ (শোপা ) { সমর্পণ করা সংক্ষেপে হি— সোপনা। উ-পু—সঁপি। ম-পু-সপ। প্র-পু