পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৪৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হাট আনয়ন করা। হাজির জবাব—উপস্থি মত উত্তর দানে পটু : উপস্থিত বক্ত হাজির জামিন-আদালতে অন্তে উপস্থিতির জন্য যে দায়িত্ব গ্রহণ করে হাজির জমিনি—নির্দিষ্ট সময়ে আসামীকে আদালতে হাজির করিবার জন্য জামিন হওয়া বা অঙ্গীকার পত্র লিথিয় দেওয়া। হাজির বাস—উপস্থিত। হাজিরবাসি—উপ স্থিতি। হাজির হওয়া—উপস্থিত হওয়া সম্মুখে আসা। গর হাজির [ আ—গুয়র (ন) ] অনুপস্থিত। হাজিরি—উপস্থিতি ২। উমেদারী। গর হাজিরি—অনুপ স্থিতি। হাজিরি দেওয়া–উমেদারী করা । ২ । উপস্থিত হওয়া । হাট (টু ) [ সং—হট ] বি, সাধারণের ক্রয় বিক্রয় স্থান। প্র—“রমণীতে বেচে রমণীতে কেনে লেগেচে রমণী রূপের হাট "—বঙ্কিম “সেথা বিকিকিনি করে হাটে”—রবি । বাজার প্রায়ই স্থানীয়। হাট বহু স্থানের লোকের সমাগমস্থল। হাটে নানা স্থান হইতে ক্রেতা ও পণ্যবিক্রেতা আসিয়া উপস্থিত হয় এবং ক্রয়বিক্রয় শেষে দোকানপাট তুলিয়া সকলে স্ব স্ব স্থানে চলিয়া যায়। বাজারে বিপণির অধিকাংশ স্থায়িভাবে অবস্থান করে। হাটে প্রায় সকল দ্রব্যসামগ্ৰী সদ্য ক্রয়বিক্রয়ের উপযোগী । বাজারে প্রয়োজনীয় মহামূল্যবান হইতে স্বলন্ত সকল দ্রব্যই সৰ্ব্বদা প্রাপ্তব্য । প্রায়ই হাটে বাজার অপেক্ষ অধিক লোকসমাগম হইয়া থাকে। অধিকাংশ হাটই নির্দিষ্ট বারে বসে ]। হাট করা—হাটে” খরিদ বিক্রয় করা ৷ ২ ৷ . কোলাহল করা ; গোলমাল করা । হাট চালা—হট্টমন্দির দ্রঃ। হাট করিয়া দেওয়া—গুপ্ত বিষয় চেচাইয়া সকলের কাণে তোলা ; প্রকাশ করিয়া দেওয়া। হাট তোলা—হাট হইতে বিক্রয়াবশিষ্ট জিনিষপত্র তুলিয়া লইয়া যাওয়া ; হাট উঠান । ২ । হাটে বসিয়া বিক্রয় করিবার জন্য বিক্রেতার নিকট হইতে শুষ্ক স্বরূপ দ্রব্য বা অর্থ সংগ্ৰহ করা । হাট বসা—হাটে ক্রয় বিক্রয় আরম্ভ হওয়া । হাট বসান-হাট স্থাপন করা। ২ । হাটের মত চেঁচামেচি গণ্ডগোল কর । কেঁদে হাট করা–ক্ৰন্দনের রোলে কোলাহলের স্বষ্টি করা । ভাঙ্গা হাট—যে হাটে ক্রয়বিক্রয় প্রায় শেষ হইয়া আসিয়াছে : উঠতি হাট । Σ'80. Σ' হাটক ( ) ( হটু ( দীপ্তি পাওয়া )+অক ( কৰ্ত্ত—সংজ্ঞার্থে) } বি, ক্লী, স্বর্ণ ; সোণ৷ ২ । পুং, দেশবিশেষ। প্র—“নগর হাটক নিবাসী গুহক জিনি পাইল বহু ধন।"—কাশী মহা, সভা । ৩। ধুস্তুর । ৪ । বিণ, স্বর্ণ নির্মিত । হাটকেশ্বর—হাটক দেশে প্রতিষ্ঠিত শিব । হাটুয়া, হেটো হাট (দ্রঃ)+উয়। গ্রা— হেটো ] বিণ, হাটসম্বন্ধীয় । ২ । হাটে বিক্রের ; হাটে প্রাপ্তব্য খেলো ও সুলভ প্ৰ—হেটো কাপড় । ৩ । ৰাজে । হাটুর, হাটুরিয়া, হাটুরে হোট (দ্রঃ)+ উরিয়৷ ] বি, যে পণ্য বিক্রয়ার্থ হাটে যাতায়াত করে ৷ ২ ৷ বিণ, হাটে বিক্রের পণ্যবাহী । প্ৰ—“হাটুরিয়া নৌকা ইটর হটর করিয়া যাইতেছে।”—বিষবৃক্ষ । হাট্য (হাট্ট ) Iহাট+য ] ৰি, যে হাটে বিক্রয়ার্থ পণ্য আনয়ন করে ; হাটুরিয়া। প্র— “পীঠে চুণ মাথি হাট্য চলিলা আদাসে।”— কবিক । হাড়, হাড় (ড় ) { সং—হডড হইতে হি— হডউী । গ্রা-হাড় ] বি, অস্থি ; bone. প্ৰ—“ভীম বলে জাবি যখন ভেঙ্গে দিব হাড়" —শিবায়ন । ২ । শরীরের অন্তরতম বা গভীরতম স্থান ; হাড়ের ভিতরস্থ মজ্জা । প্ৰ—হাড়ে হাড়ে অমুভব করা ; হাড় জ্বলে যাওয়া । ৩ । [ হাতে স্থলে হাড়ে ] হাতে হাতে এবং বর্ণে বর্ণে : অবিলম্বে এবং অনুযায়ী । প্র—শাপ তার হাড়ে হাড়ে ফলে গেল। ৪ । আদি ; মূল ; আভ্যন্তরীণ বিষয় ব্যাপার ; ভিতরের কথা । গ্র-হাড় হদ জানিয়া দেওয়া । ৫ । [ শরীরের প্রধান অবলম্বন হাড়—লক্ষণায় ] ক্ষমতা ; শক্তি ; সামর্থ্য । প্র—ও কাজ তার হাড়ে হবে না । হাড় জুড়ান-হাড় দেহের প্রধান অবলম্বন ও সারবস্তু বলিয়া হাড়ের জ্বালা নিবারিত হইলে সমস্ত দেহের অন্তৰ্দ্দাহ নিবারিত হয় ]শাস্তি ও আরাম পাওয়া । হাড়গোড় ভাঙ্গা দ– হাত পা ভাঙ্গ দ সদৃশ। প্র—"হাড়গোড় ভাঙ্গ দটী হব তাড়িয়ে যদি ধরে”-নবীন তপস্বিনী। হাড়কালী হওয়া-মনের কষ্টে বা থাটিয়া খাটয় যে অস্থি স্বভাবতঃ শ্বেতবর্ণ তাহাও কৃষ্ণবর্ণ হওয়া । হাড়জোড়া—ভগ্নাস্থি জোড়া লাগ ৷ ২ ৷ অস্থিসন্ধিক নামক গাছ ; হাড় ভাঙ্গাও বলে ; vitis quadrangularis. (čqqft+ ) xtfsশুড়ার গাছ। হাড়-কাট—পশুছেদনার্থ যূপস্তম্ভ। হাড়িকটি ত্র: হাড়কাটা— যাহার হাড় শিং প্রভৃতি কাটিয়া দ্রব্যাদি হাড় নিৰ্মাণ করে। ২। কসাই। হাড় কাটে ত মাস কাটে না-ভার হেতু হাড় ভাঙ্গে কিন্তু ধার না থাকায় মাস কাটে না ; ভোতা ভারি অন্ত্র। হাড় এক ੱਲ੍ਹੇ মাস এক ঠাই করা–এত প্রহার করা যে হাড হইতে মাস ছাড়িয়া পৃথক হওয়া । হাড় গুড়া করা—প্রহারে অস্থি চুর্ণ করা। হাড়গোড়–অস্থি ও গুলফ। ২ । [ হাড় ( হাত গোড়ের ড় সহিত মিল হেতু ত স্থলে ড় ) গোড় ( পা )] হাত পা । হাড় জ্বালান—এত কষ্ট বা যন্ত্রণ দেওয়া যে অস্থি পৰ্য্যস্ত জ্বলিয়া যায় ; অত্যন্ত জ্বালাতন করা। প্র—“হাড় জ্বালাতে পারেন খালি এনে নথির গোছা”— হেম বন্দ্যো । হাড় জ্বালানিয়া, হাড় জ্বালানে—যে হাড় জ্বালায় ; উপদ্রবকারী ; অত্যাচারী। স্ত্রী, হাড়জালানী। প্র— “পোড়ারমুখী শতেকখোরারী, হাড়ম্বালানী ! मूब श्य या ! मून श्ञ व !”-उब्रटी, ১৩২ ৷ হাড়পেকে—যাহার হাড় কষ্ট সহিয়া সহিয়া পাকিয়া দৃঢ় হইয়া গিয়াছে। ২ । थनांशंरब्र ७ कठे मङ्ग्रिा यांशंब्र शंख्न लएँौद्र মত পাকাইয়া হাড়সার হইয়া গিয়াছে ; অতি কৃশ। হাড়পেকের বোঝা [ "বাঁকুড়া জেলাতে কোন কোন স্থানে উভয় প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে হার হইলে তাহাকে পাক থাইতে হয় ও তৎকালে তাহার মস্তকে বোঝা চাপান হয়। এই প্রথা হইতে কষ্টকরত্বব্যঞ্জক হাড়পেকের বোঝা বাক্যের উৎপত্তি হইয়াছে ।”—মেঘনাথ ভট্টাচাৰ্য্য, সা-প-প ] গুরুভার। পাকা হাড়-বৃদ্ধ । হাড়ভাঙ্গা–ক্রি, প্ৰহারে অস্থি ভগ্ন করা। ২। বিণ, অস্থিচূর্ণকারী ; অতিশয় শ্রমসাধ্য। প্র—হাড় ভাঙ্গা মেহনত ৷ ৩ ৷ বি, হাড়মোড় গাছ ; অস্থিসংহার ; (হি ) হ্রশঙ্করী ; বৈদ্যকে হাতিগুড়া গাছ ; vitis quadragularis. হাড় ভাজা ভাজা হওয়া—অতিশয় জ্বালাতন হওয়া ; হাড়ের ভিতর জ্বলিয়া যাওয়া । হাড় মাটি করা–হেপাত করা। হাড়ে দূর্ব গজান [ জমী পড়িয়া থাকিলে তাঁহাতে ঘাস জন্মে-লক্ষণায় ] অত্যন্ত কুড়ের লক্ষণ । হাড়ে নীড়ে জ্বালান—অস্থি ও নাড়ী পৰ্য্যন্ত দগ্ধ করা ; অতিশয় উপদ্রব হেতু প্রাণান্ত করা । হাড়হদ—শরীরের গভীরতম দেশস্থ অস্তিসীমা পৰ্য্যস্ত ; আদ্যন্ত ; নাড়ীনক্ষত্র । হাড়গিলা ( ড়, ) [ হাড় ( অস্থি ) গিলা ( যে গিলিয়া ফেলে ) ] বি, স্কুল, বৃহৎ, দৃঢ় চকু,