পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৫১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবা शृद्धि । य~-नबांद यांब्र कि ? नसांस थांब्र কোথায় আছে ? ও: ভারিত নবাব ইত্যাদি । নবাব-পুত্র বিরূপে—গ্রা—মবাৰপুৰুর] যে ছেলে নবাবী চালে চলে ; অমিতব্যয়ী ব্যক্তি । নয়দুসারী, নয়দোয়ারী,—রি ( ) [ नग्न (वश यtर्थ) झूथांब्र (षांब्र ) त्रे, ट्रे] दि१, যে দ্বারে দ্বারে ভিক্ষা করিয়া বেড়ায় ; যে এক আশ্রয় হইতে বিতাড়িত হইয়৷ অন্ত আশ্রয় লইতে যায় এবং এইরূপে বহুলোকের দ্বারে যায় : গ্রাম্য গালিবিশেষ । তুল—শতেক গোয়ারী ( শতেক দ্র: ) । নরসানি (নর্শান ) { সং—নরসিংহ ] বি, নরসিংহ নামক কাটারি । প্র—“নরসানি কাটারি দিয়| মার আগে মোরে "—ভাগবত ( আচুতিদাস) । নষ্ট [ দ্রঃ ]–[ প্রা-বাং-য়, নঠ ( দ্র: ) । অতি &थ|-वां९-ग्न, गं% भं%l ] । ॐ-"&tरै फैिंथनां श्र ( সং-চিত্তরাজ ) মকু ( সং—মম) শঠ ( সং নষ্ট )”—বৌদ্ধগান ও দোহা । নহব° [ নওবৎ দ্র: ] কথিত আছে এই বাদ্য আলেকজাণ্ডার বাদশাহ কর্তৃক প্রথম প্রবৰ্ত্তিত क्ष्म्न । नश्ली [ ज:]–२ । [ था-दt९] ठी, भदौना । প্র—“তুমি শিশু সীমস্তিনী নহলী যৌবনী ।”— মনসামঙ্গল ( কেতকাদাস ) । ন (দ্র:)-১৪। ক্ষুদ্রার্থক প্রত্যয়বিশেষ । যথা— পাখনা । (২) স্বল্পার্থে। যথা-ভাবনা । নাকেন । কেন-ন দ্র: ]–প্র—“তাহার অপরাপর জল-চর পক্ষীর হ্যায় জলাশয়ে সস্তরণ করিতে সমর্থ না হউক না কেন,"—অক্ষয়কুমার দত্ত । না পড়ে পণ্ডিত | পণ্ডিত দ্রঃ ]–শিক্ষা বা অধ্যয়ন নাই অথচ কৌলিক উপাধি “পণ্ডিত” বলিয়| পণ্ডিত। পশ্চিমে ব্রাহ্মণমাত্রেরই উপাধি পণ্ডিত ৷ ২ ৷ কোন বিষয় না জানিয়াই তাহাতে পাণ্ডিত্য প্রকাশকারী । নাকা হি–লায়েক হইতে নায়েক-নাক ] অ, সদৃশ : স্যায় : মত। প্র—“আমার নাক। পাচ পুত্র।”—ময়নামতীর গান। নাকাল (ল) { নাকা ও নাগাল দ্রঃ । প্রা-বাং ] বিণ, তুল্য : সদৃশ : মত। প্র—“তোমার নাকাল রামথিলিক গলার মাঝত দিয়া । তোমার নাকাল ডোর কেীপীন বান্ধিমু ভিড়িয়া ।”—মাণিকচাদের গান । নাগফট (গ, টু ) { সং—নাগ (সপ) ফট ( ফণী ) ] বি, নাগফণার স্বায় নাসিকা : ফ্যাটা নাক। প্র—“বুক উচা নাগফট চিরণ দাত যার ।”—মনসামঙ্গল (বংশীবদন ) । নাটকী ( নাটক ৮ম (স্ত্রী) । নাটুয়া দ্রঃ ] ৰি, স্ত্রী, নৰ্ত্তকী ; নাচনী : নৃত্যকারিণী। প্র— b8b్చు "বৃহন্নলা নাটকী যে সমুখে পরান।”—মহা (সঞ্জয় ) । নাটোয়া (নাট+উয়া—নাটুয়া-টু=টাে]বি, নৃত্যকারী ; নৰ্ত্তক। প্র—“অৰ্জুন নাটোয়৷ এহি দেখিয়াছ ভাল”—মহা (সঞ্জয় ) । নাস্ব1[ দ্রঃ ] বিণ, নিম্ন। প্ৰ—“উপর কর্ণে চাকি পরে নাম্বা কর্ণে বলি।"—মনসামঙ্গল (জগজীবন ) । নারী দ্রঃ ]–[ বৈদিক অর্থ "নেত্ৰী”, তাহ হইতে পারিবারিক বিষয়ে নেত্রী, তাই হইতে স্ত্রীজাতি-( বিজয় মজুমদার, প্রবাসী, ১৩২• ) ] । -> নাহ (দ্রঃ]—২ । নাগর ; নায়ক। প্র—“স্বচতুর নাহ করয়ে অনুরোধ, অভিনব নায়রী না মালয়ে বোধ ।"—জ্ঞানদাস । নি[ প্রা-বাং প্রাদে ] অ, কিনা। প্র—“বিবাহ নি করিয়াছে পুত্র লক্ষ্মীন্ধর ।”—মনসামঙ্গল ( पठीवझे ) । নিদ্রিঃ অ, বাঙ্গাল নঞ, অর্থক বা অভাবার্থক উপসর্গবিশেষ । নিকামাইয়া — যাহার হাতে কাজ নাই : কৰ্ম্মহীন ; নিখাকুআ, নিখেকো—যে খায় না। ২। অল্পাহারী। স্ত্রী, নিথাকী। নিঝঞ্ঝাট —নিৰ্ব্বিবাদ । ক্রি-বিণ, নিঝঞ্ঝাটে— অক্লেশে ; নিৰ্ব্বিবাদে। নিসেধোনি—সাধ —উয় ]—যাহার কোন সাধ আহলাদ নাই । নিকুচি গ্রা। সং—নিকুতি (ভৎসনা, দুরবস্থা, বহিস্করণ, নিগ্ৰহ ইত্যাদি অর্থ হইতে ? ) ] বি, ছেলে মেয়েদের তিরষ্কার বা ভৎসনাবাক্য। ছেলেদের দোষের জন্ত তাড়না বা দণ্ড ভয় প্রদশন বাক্য । নিঘাবtণ ( ) ( –নিগাহদার, হি— নিগাং বান। ফা-নিগাহ (দৃষ্টি, খবরদারি) হইতে নিখন বান্‌ (সং ) ] বি, চৌকীদার : প্রহরী। প্র—“ডাকিয় কহিয়া দিল শক্ত নিখাবানে । সাবধান দিবানিশি রাখিব৷ নয়নে ॥"—হরিলীলা ( জয়নারায়ণ )--বঙ্গসাহিত্যপরিচয় । নিচোল (দ্র: - বাঞ্চল ; আঁচল। প্র— "তিতিল নিচোল তার নয়নের জলে।”—কৃত্তিবাস । “মাণ আধ পর রহুল নিচোল।”— জ্ঞানদাস । নিতা নিতে দ্রঃ । প্রা-বাং ! অ, বিনা। প্র— “নিত কলঙ্কে মরণ হউক স্বামীর পদতলে।”— মাণিকচাদের গান। নিদম ( মৃ ) ( প্রা-বাং ! নিধুম অপভ্রংশে ] বিণ, ধুমহীন । প্ৰ—“সাতদিন পৰ্য্যস্ত জ্বাল দেয় নিদম করিয়া ।”—মাণিকচাদের গান। নিকৰ্ম্ম । | নিসা निन (न्) [ निज-निम-निन । थ|-बां९] क्,ि নিদ্রা। প্র—“চক্ষত আইল নিন।”—মাণিক চাদের গান । নিভূত দ্রেঃHগ্রা-বাং নিংর। প্র—"নিংরে ণিঅ মন” ( শিঅ= নিজ )—বৌদ্ধগান ও দোহ1] । - নিমান (নে) [ নিৰ্মাণ হইতে নিন্মান-নিমান । প্রা-বাং ] ক্রি, নিৰ্ম্মাণ করা । প্র—“লঙ্ক নিমাঞ দিৰ যত গেছে পুড়া।”—রামায়ণ ( কবিচন্দ্র ) । নিরল () বিরল-বিরলা-নিরালা-নিরল] বি, নির্জন ; বিরল। প্র—“দুঃখ মোর কপালে লিখিয়াছে ওরে বিধি নিরলে বসিয় ।” —মাণিকচাদের গান । নির সং–নিরন্তু হইতে ] বি, নিরন্তু উপবাস । ২ । বিণ, উপবাসী। প্র—"রবিবার দিন নিরা থাকিয়া পারণী গঙ্গা যান চলিয়া ৷”— মাণিকচন্দ্র রাজার গান । নিরানবন্ধুয়ের ধাক নিরানব্বই দ্রঃ ] —জনৈক বণিক তাহার এক প্রতিবেশীকে যত্র আয় তত্র ব্যয় করিতে দেখিয়া তাহার অলক্ষ্যে ৯৯ টাকার একটি থলি তাহার নিকট ফেলিয়৷ আইসে। প্রতিবেশী সে ঢাকা লইয়া আসিলে বণিক তাহার টাকা নহে বলিয়৷ ফিরাইয় দেয়। ফলে প্রতিবেশী সেই ৯৯ টাকাকে পূর্ণ শত ও শত হইতে সহস্ৰ করিবার ঝোকে বা লোভে পড়িয়৷ পূৰ্ব্বাপেক্ষ অধিক পরিশ্রম ও আয় অপেক্ষ অল্পব্যয় করিতে থাকে। পরে সেপুর্ব প্রকৃতি ত্যাগ করিয়া সঞ্চয়ের লোভ জীবনে আর সামলাইতে পারে নাই । তাহার মত অবস্থায় পড়িলেই লোক বলে নিরানববয়ের ধাক্কায় পড়িয়াছে । * * নিরুঝম্প ( ব্রজ) বিণ, খলিত। প্র—“পরশে অবশ তনু বেশ নিরঞ্চ-প”—জ্ঞানদাস । নিগম( মূ) প্রা-বাং । নির (নাই)--গমৃদ্ধাতু] বি, দুর্গম। প্র—“কাম্যক বনের মধ্যে করেন আশ্রয়। বড়ই নির্গম বন নাহি কোন ভয়।" —মহা-কাণী । নিৰ্য্যাণ (৪। দ্রঃ]—মৃত্যু : নিধন। প্র—“চরণ প্রহারে কত সৈন্তের নির্য্যাণ ॥".-মহ ( শ্ৰীকরণ ) । নিল্লয় ( , ) { নির্ণয় শব্দের গ্রা উচ্চারণ ] বি, নির্ণয় ; নিৰ্দ্ধারণ । প্র—“পণগণ দান আদি নিলয় হইল।”—ভাগৰত ( রাধাকৃষ্ণদাস ) । নিশ্চিন্দিপুর (র) { গ্রা। সং—নিশ্চিন্তু পুী ] বি, যমালয় ; যমের বাড়ী। নিসারা (প্রা-বাং । সং—নিষ্কর্ষ হইতে? ] বি, নির্ণয় ; সংখ্যা । প্র—“পইঠেল গরাহক নাহি নিসারা ॥”—বৌদ্ধগান ও দোহা ।