পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৫৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চাপ ভরতসমাগম ঘটে। তখন বাল্মীকি আশ্রম এইখানে ছিল ( রামা: ) । চাপত (প) হগলী,ত্রিবেণীর নিকটবর্তী গ্রাম। নিধুবাবুর (রামনিধি গুপ্ত ) জন্মস্থান । চুপি, চুপী—নবদ্বীপের দুই ক্রোশ দূরবর্তী গ্রাম। অক্ষয়কুমার দত্তের জন্মস্থান ৷ ২ ৷ বৰ্দ্ধমান, কালনার নিকটবৰ্ত্তী গ্রাম। দেওয়ান রঘুনাথ রায়ের জন্মস্থান । চেদি—মধ্যপ্রদেশের প্রাচীন রাজ্য। নাগপুর, জব্বলপুর সন্নিহিত দেশ । চৈত্ররথ ( থ, ) উত্তর কুরুদেশে গঙ্গা সরস্বতী সঙ্গমের নিকট কুবেরোদ্যান ( রামা: ) । চোড়, চোল (ড়, লু) দক্ষিণ ভারতের পূর্ব প্রান্তস্থ ভূভাগ। ইহা বৰ্ত্তমান নেলোর হইতে পদুকোটার অন্তর্গত ছিল : চোড়মণ্ডল ; দ্রাবিড় (Wei : Coromand.ul. চৌবেড়িয়া—নদীয় জেলার অন্তর্গত গ্রাম । দীনবন্ধু মিত্রের জন্মস্থান । ছত্রপুর ( র) সেন্টাল ইণ্ডিয়ান এজেন্সীর অন্তর্গত বুদেলখণ্ডস্থ করদ রাজ্যবিশেষ । ছত্রিশগড় ( ছোৎতৃশ,গড়, ) মধ্যপ্রদেশের অন্তর্গত্ত প্রদেশ। "রতনপুর” ও “ঝাড়খণ্ড" নামেও অভিহিত । রায়পুর, সম্বলপুর, বিলাস পুর ও গোদাবরী প্রদেশ ইহার অন্তর্গত । জটিঙ্গ রামেশ্বর ( ) মহীশূরের অন্তর্গত চিতলদুর্গ জেলার গ্রামবিশেষ । অশোক লিপিতে উক্ত। এখানে রাবণকর্তৃক জটায়ু रु५ श्ब्राझिल । জনকপুর ( ) দ্বারবঙ্গের ৩ মাইল উত্তরে সীতার জন্মস্থান । জনকভূ, জনকভূমি ( ) বরেন্দ্র ভূমি বঙ্গের পালরাজগণের জন্মভূমি [ গৌড় রাজমালা ] । জনস্থান (স্থান দণ্ডকারণ্যের মনোরম অংশ। পঞ্চবটী ইহার অন্তর্গত। থর ও দূষণ নামক রাক্ষাদ্বয়ের অালয় ছিল । সাধা:-দণ্ডকারণ্যের নামান্তর । জপসা—ঢাকা জেলার অন্তর্গত গ্রাম । রামগতি সেনের কস্তা এবং অযোধ্যারাম কবীত্রের পত্নী কবি আনন্দময়ীর জন্মস্থান । জম্বু (জো) সপ্তৰীপান্তর্গত দ্বীপ ; ভারতবর্ষ। জম্বুকোলা (জ্যে) সিংহলের প্রাচীন বন্দর বিশেষ বর্তমান জাফনার নিকট ছিল। জলোদ () পুরাণোক্ত পূৰ্ব্ব সমুদ্র । বড়বানল এই সমুদ্রের গর্ভে বিরাজ করে । জাগুলিয়া—২৪ পরগণার অন্তর্গত গ্রাম কবি মনোমোহন বসুর জন্মস্থান । জাঙ্গিপাড়া—হুগলী, কৃষ্ণনগরের নিকট গ্রাম গোবিন অধিকারীর জন্মস্থান । (8\ు জালিম্সিংহের মাঠ—মুর্শিদাবাদ জেলার অন্তর্গত গিরিয়ার যুদ্ধক্ষেত্রে থামরার নিকট যথায় জমাদার বিজয় সিংহ নবাব সরফরাজ খার মৃত্যুর পর উাহার শক্ৰ আলিবর্দী খার বহসৈন্য নিহত করিয়া ভূতলশায়ী হন, তথায় র্তাহার নবমবাঁয় পুত্র জালিম সিংহ উন্মুক্ত-অসি হস্তে পিতার মৃতদেহ রক্ষা করিয়াছিলেন । কয়েক জন সৈনিক এই বালকের উপর অসি চালনা করিতে উদ্যত হইলে, নবাব আলিবর্দী খাঁ সেই অপূৰ্ব্ব দৃপ্ত দর্শনে মুগ্ধ হইয় রাজপুত বালককে হত্যা করিতে নিষেধ করেন এবং তাহার পিতার দেহ সৎকারের আদেশ দেন । অতঃপর এই স্থান "জালিম সিংহের মাঠ” বলিয়া খ্যাত হয় । ( বাঙ্গালার ইতিহাস, নবাবী আমল ) । । জাহাঙ্গীর নগর—নবাবী আমলে, “ঢাক।” এই নামে অভিহিত। ১৩ চাক্‌লার অন্যতম। জাহ্নবী—গঙ্গানদী । হিন্দুর অধিকাংশ প্রধান তীর্থ এই নদীর তীরে অবস্থিত। জেজাভুক্তি-বৰ্ত্তমান বুল্লেখও। জৌগড়–মাত্রাজের অন্তর্গত গঞ্জাম জেলার গ্রামবিশেষ ; অশোক অনুশাসনে উল্লিখিত । ঝামটপুর (টু, বু) বৰ্দ্ধমান জেলার কাটোয়ার নিকটবৰ্ত্তী গ্রাম। চৈতষ্ঠ চরিতামৃতকার বৈ: কবি কৃষ্ণদাস কবিরাজের জন্মস্থান । ঝিনাইদহ—যশোহর জেলার গ্রাম। সাধক পাগলা কানাইয়ের জন্মস্থান । ঢেকুর (র) গৌড়রাজ ধৰ্ম্মপালের সময় মেদিনীপুরের অন্তর্গত এবং অজয় নদের তীরবর্তী সামন্ত রাজ্য। ঘলরামের ধৰ্ম্মমঙ্গলের নায়ক ইচ্ছা বা ইছাই ঘোষ তাহার অধীশ্বর । ময়না নগর র্তাহার রাজধানী ছিল । তক্ষশীলা ( তো ) ভারতের উত্তর পশ্চিমে কালুক সরাইয়ের সন্নিহিত শাহদেরীর ধ্বংসাবশেষ মধ্যে স্থিত প্রাচীন নগরী । গান্ধারের প্রাচীন রাজধানী । দশরথাত্মজ ভরতের পুত্র তক্ষের রাজধানী। গ্ৰীকৃ— Taila. এখানে জন্মেজয়ের সর্পযজ্ঞ হইয়াছিল। তমলুক, তমোলুক-তমেলিপ্ত । তমসা (শা ) সর্য ও গোমতীর মধ্যস্থিত গঙ্গার শাখানদীবিশেষ । বৰ্ত্তমান টঙ্গ, নদী : R. Tons. এলাহাবাদ আজমগড় প্রভৃতি জেলার মধ্যদিয়া প্রবাহিত। ইহার তীরে মহর্ষি বাল্মীকির আশ্রম ছিল । তমোলিপ্ত, তাম্রলিপ্ত, তামলিপ্তি— মেদিনীপুর জেলার অন্তর্গত প্রাচীন বনার ও সমৃদ্ধ নগর । মুসলমান রাজত্বকালে বাঙ্গালার নবাব মুর্শিদকুলী খাঁ কর্তৃক প্রতিষ্ঠিত ২৫টি দশ জমীদারী বিভাগের অন্ততম বিভাগ। “জালামুঠী, মুজামুঠ, মহিষাদল প্রভৃতি উড়িষ্যা হইতে খারিজ, চাকুল হিজলীর অন্তর্গত জমিদারী”—বাঙ্গালার ইতিহাস, (নবাৰী আমল ) । সমুদ্র এক্ষণে তাম্রলিপ্ত হইতে বহু দূর দক্ষিণে সরিয়া গিয়াছে। তাপ্তী—মূলতাই পৰ্ব্বত হইতে নির্গত হইয়া ২৩• ক্রোশ পথ অতিক্রম করিয়া আরব সাগরে পতিতা নদী । তাম্রপর্ণ ( পে' ) মলয় পৰ্ব্বত হইতে নি:স্থত। নদী। ২। প্রাচীন সিংহল । তুৰ্ব্বস্থস্থান (তুর্বোশুস্থান) আধুনিক তুর্কী স্থান বা তুরুষ্ক। যযাতিপুত্ৰ তুৰ্ব্বস্ব পিতা কর্তৃক অভিশপ্ত ও বিতাড়িত হইয়া এই দেশের পত্তন করেন । তেওতা—ঢাকা জেলার অন্তর্গত গ্রাম। রজনী কান্ত গুপ্তের জন্মস্থাল । o —বৰ্ত্তমান তেউড়ী । গড় মানারণের গ্রাম ( কবিক ) । তেলিয়াবুধরি-পদ্মাতীরন্থ গ্রাম। বৈষ্ণব পদ কৰ্ত্ত কবি গোবিনদাস কবিরাজের বাস স্থান । তোসালি (শা ) প্রাচীন কলিঙ্গের রাজধানী। অশোক লিপিতে উক্ত । ত্রিকলিঙ্গ-কলিঙ্গ দ্রঃ। ত্ৰিকুট (ট) লম্ব নামক পৰ্ব্বত। ইহার উপর লঙ্ক অবস্থিত ( রামা: ) । ত্ৰিগৰ্ত্ত—পঞ্জাবের বর্তমান জলন্ধর জেলা । ত্ৰিবেণী-হুগলী জেলার সপ্তগ্রামের নিকটবৰ্ত্তী গঙ্গা, যমুনা, সরস্বতীর মুক্তবেণী তীর্থ। ত্রিবেণী গ্রাম । দুর্গামাহাত্ম্য ( ১৫০১ শক)-লেখক কবি মাধবাচার্য্যের জন্মস্থান ৷ ২ ৷ উত্তর বঙ্গের গ্রামবিশেষ । নেতা ধোবানীর পাট দ্রঃ । ত্রিবষ্ঠী (যো) চেকুর (দ্রঃ) রাজ্যের প্রাচীন নাম ( ধ, ম, ঘনরাম) । দক্ষিণ পাটল (দোকৃথিন পাটল) বৰ্দ্ধমান জেলার কানো মহকুমার অন্তর্গত অগ্রদ্বীপের দক্ষিণে ভাগীরণীতীরবত্তী গ্রাম । বর্তমান পাটলি বা পাটলা (মনসার ভাসান, ক্ষেমাননা)। দণ্ডকারণ্য ( র) ) গোদাবরীতীরস্থ বিস্তীর্ণ অরণ্য ; রামায়ণোক্ত জনস্থান, রামায়ণের যুগে ইহা গঙ্গার দক্ষিণ হইতে সমুদ্রোপকূল পৰ্য্যন্ত বিস্তৃত ছিল ( রামা: ) । দরদ ( ) { সং—গ্রন্থাদিতে ] ভুটান । দশাণ–শাস্বরাজার দেশ। বিলান ইহা টলেমী ও পেরিপ্লসের “দশারিণ” বলিয়া মনে করেন। ছত্রিশগড় সন্নিহিত স্থান । বিদিশা ইহার রাজধানী ( মেঘদূত ) । আধুনিক