পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৫৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দামু "মাম্বাসোর"। ইহা চম্বল ও বেত্রবতী (আধু: বেটোয় ) নদীদ্বয়ের মধ্যৰৰ্ত্তী দেশ ( বাল্মীকি ও তৎসাময়িক ভুবৃত্তান্ত )। দামুন্তা (দামুনষ্ঠা ) বৰ্দ্ধমান জেলার রায়ন থানার অধীন ও রত্নাপুতরঙ্গিণী নদী-তীরবর্তী গ্রাম। কবিকঙ্কণ মুকুন্দরাম ও তাহার জ্যেষ্ঠ ভ্রাত কবিচন্দ্রের জন্মস্থান । দামোদর (র) বৰ্দ্ধমানের দক্ষিণে প্রবাহিত প্রসিদ্ধ নদী ( অ, ম ) । দারুকেশ্বর-মেদিনীপুর জেলার নদী(কবিক)। দেবগ্রাম ( ) নদীয় জেলার গ্রাম। বৈ: কবি হরিবল্লভ দাসের জন্মস্থান । দেবসখ। ( ব শ ) হিমালয়সন্নিহিত পৰ্ব্বত ( রামা: ) । দ্রাবিড় (ড়, ) কলিঙ্গ দেশের দক্ষিণ সীমা হইতে কুমারিক। পয্যন্ত বিস্তীর্ণ দক্ষিণ ভারত ভূমি দ্রোণ–ক্ষীরোদসাগরে স্থিত পৰ্ব্বত (রামা: ) । । দ্বারাবতী ( বে। ) সাগরকুলবৰ্ত্তী মোক্ষদায়িক পুরী । বৰ্ত্তমান দ্বারক (গুজরাত ) ৷ দ্বৈতবন ( न्)%श्चाक्थु भन५ठी मनोव्र औप्रिश्झै মহারণ্য । দ্বৈপায়ন ( ) কুরুক্ষেত্রের সন্নিহিত গুণ । ধৰ্ম্মারণ্য (রো) পঞ্চাল এবং উত্তর কোশলের মধ্যবৰ্ত্তী হিমালয়পাদমূলস্থ অরণ্য এবং অমুক্ত রজ কর্তৃক স্থাপিত নগর (বামাঃ) । প্রাচীন ভূগোলমতে প্ৰাগজ্যোতিষপুর। ধুলিয়াপুর ( ) খুলনাজেলার অন্তর্গত যশো হরের ( প্রতাপাদিত্যের রাজধানী ) নিকটস্থ গ্রাম । পঞ্চানন তকরত্বের জন্মস্থান । ধূমাচল ( ) রামায়ণাক্ত পর্ণতবিশেষ ( কিষ্কিন্ধ্যা ৩৭ ) | নন্দন (নন্দস্), স্বর্গোপ্যান ; ইন্দ্রের উদ্যান (পুরাণ ) । নন্দীগ্রাম (মৃ) অযোধ্যার ১ ক্রোশ পূৰ্ব্বে লঙ্কে জেলার অন্তর্গত বওঁমান নগাও ( রাম: ) । নবদ্বীপ (প ) { অপভ্রংশে-নদীয় গ্রা— নদে ] বাঙ্গাল প্রেসিডেন্সী বিভাগের প্রসিদ্ধ জেলার প্রধান নগর ( কলিকাতার ৬• ক্রোশ দূরে ) মধ্যযুগের হিন্দুর ধৰ্ম্ম স্থায় দৰ্শনাদি শাস্থের পীঠস্থান । চৈতষ্ঠদেবের জন্মভূমি । ময়াপাড়া-চট্টগ্রাম রাউজান পানার অধীন গ্রাম । কবি নপীনচন্দ্র সেনের জন্মস্থান । নৰ্ম্মদ{—আমরকন্টক পৰ্ব্বত হইতে উৎপন্ন হইয়া প্রায় ৪ • • ক্রোশ পথ অতিক্রম করিয়া কাম্বে উপসাগরে পতিত নদী । নল (ল আহমদাবাদ প্রদেশস্থ হ্রদ । नलिनौ (cन ) अभद्रादडो (ब्रांभा: ) । নাগগিরি (গ) মধ্যপ্রদেশস্থ নাগপুর বিভাগীয় গিরিমাল । S&8% নাগপৰ্ব্বত (গ, ভ) কাশ্মীরের অন্তর্গত পৰ্ব্বতবিশেষ । নাগপাহাড় (ড) রাজপুতানার আজমীদের অন্তর্গত ক্ষুদ্র পৰ্ব্বত । নাগলোক (গ. ক্ ) গবালিয় ও বুনেল পণ্ডের কিয়দংশ । নান্ন র (র) বীরভূম জেলার সাফুলিপুর থানার অধীন গ্রাম। বৈষ্ণব কবি চণ্ডীদাসের জন্মস্থান । নারায়ণগড় (ন, ড, ) মেদিনীপুরের সীমান্ত গ্রাম । ইহা অতিক্রম করিয়া ও মহানদী পার হইয৷ কটকে যাইবার পথ ( অ, ম) । নালন্দ-রাজগৃহের ৩ কোণ উত্তরস্থ নগর । নিকুস্তিল—সিংহলস্থ কলম্বে হইতে ৪• মাইল দূরবর্তী স্থান নিছনি নগর (ছো ) উজ্জয়িন ( Hunto St.ttistical Act out it of lieut.ul. ) wo "মনসার ভাসান” গ্রস্থে নিছাই বা নিছনি নগণ বলিয়। উক্ত । এখানে চাদবেণের পুত্র নথিন্দরের পত্নী বেহুলার জন্মস্থান ছিল ( ক্ষেমানন্দ, অ, ম) । বিজলী সাহেবের মতে এগানে চাপবেণের বাড়ী ছিল । | fনমতা ( ) ২৪ পরগণার অন্তর্গত বেলগরিয়ার শুদ্ধঞ্চোশ দূর্ববৰ্ত্ত গ্রাম। কালিকামঙ্গল ও ! রায়মঙ্গল প্রণেতা কবি কৃষ্ণরাম দাসের জন্ম| टुॉन । | | নিষধ (ধ ) মধ্যভারতের অন্তর্গত জব্বলপুরের পূৰ্ব্ববৰ্ত্তী দেশ । নীলাচল (ল) নীলগিরি পর্বতশ্রেণী ৷ ২ ৷ নীলগিরির প্রাপ্তপ্রদেশে প্রতিষ্ঠিত জগন্নাথপুরী শ্ৰীক্ষেত্র ( জগন্নাথমঙ্গল, বাং উৎকল খণ্ড, অ, ম ) { নেড়াদেউল (ল) বৰ্দ্ধমান হইতে মেদিনীপুর যাইবার পপে এই নামীয় একটী স্থান ও তথায় প্রতিষ্ঠিত মন্দির । ইহা মেদিনীপুরের সীম নির্দেশক । ভার গুচন্দ্রের সময় মেদিনীপুর বাঙ্গালীর সীমাভুক্ত ছিল এবং এই স্থান পার হইয়া উড়িষ্যার সীমায় যাইতে হইত (অ, ম) । নেত ধোবানীর পাট—কেতকাদাস, ক্ষেমানন্দের মনসার ভাসান গ্রস্থেত্তি "দক্ষিণ পাটন” (দ্রঃ) । গঙ্গীভক্তিতৰঙ্গিণীর “পাটুলি” দ্র: হণ্টার সাহেবের মতে করতোয় তীরবর্তী উত্তর বঙ্গের ত্রিবেণীতে, মতান্তরে সপ্তগ্রাম ত্রিবেণীতে অবস্থিত । নৈমিষারণ্য (রো) লক্ষেীয়ের বায়ুকোণে ৪০ মাইল দূরে গোমতীর বামতটে অবস্থিত, বধৌলীর সন্নিহিত পুরাণপ্রসিদ্ধ অরণ্য । বৰ্ত্তমান নিমখার । এখানে রামের অশ্বমেধ যজ্ঞ হইয়াছিল । পাট পঞ্চগৌড়-বিন্ধগিরি উত্তরস্থ সারস্বত, কান্তকুঞ্জ, গোঁড, মিথিলা, উৎকল । পঞ্চদ্রাবিড় ( ) বিন্ধগিরির দক্ষিণস্থ ত্ৰাবিড (তামিল ), কর্ণাট, গুজরাট, মহারাষ্ট্র, তৈলঙ্গ । পঞ্চবটী (বো ) মধ্যভারতের গোদাবীতীরস্থ জনস্থানের মধ্যগত স্থান : বৰ্ত্তমান নাসিক । পঞ্চশৈল—হমেরুর দক্ষিণ পৰ্ব্বতবিশেষ। পঞ্চাল (ল) গঙ্গার উভয় উীরে স্থাপিত রাজ্য। উত্তর উপকূল হইতে রোহিলখণ্ড ও সন্নিহিত অঞ্চল উত্তর পঞ্চাল । দক্ষিণ পঞ্চাল আধুনিক ফুরস্কাবাদ অঞ্চল। মতান্তরে দক্ষিণ উপকূল হইতে আরম্ভ করিয়া দক্ষিণে গঙ্গা যমুনার মধ্যবৰ্ত্তী স্থানসমূহ ( কনৌজ, এঢবি প্রভৃতি অঞ্চল ), যমুনার দক্ষিণ উপকূল হইতে চৰ্ম্মস্বতী ( চম্বল ) নদী পৰ্য্যস্ত, নদীর পশ্চিম পারে রাজপুতান ও পঞ্জাবের দক্ষিণাংশ পৰ্য্যন্ত । দক্ষিণ পঞ্চালের রাজধানী ছিল কম্পিলা নগর। দ্রোণাচায্যের অধিকৃত উত্তর পঞ্চালের রাজধানী । পড়ান ( ) বদ্ধমান জেলার গ্রাম। ৰৈ: কবি রায়শেখরের জন্মস্থান । পদু{—গঙ্গার শাখাবিশেষ, গঙ্গার সহিত গোয়ালদের নিকট ব্ৰহ্মপুত্র নদ মিলিত হইয়৷ পদ্ম নাম লইয়া পরে মেঘনার সহিত মিলিত হইয়া বঙ্গোপসাগরে পতি গু হইতেছে । পদ্মাচল ( পদ্ধাচল ) রামায়ণোক্ত পৰ্ব্বত বিশেষ ( কিষ্কিন্ধ্যা, ৩৯ ) । পম্পা—দক্ষিণভারতের গধ্যমুখ পৰ্ব্বতস্থ নদী । স্থির জল বলিয়া সরোবর নামে প্রসিদ্ধ । ইহার জল কার্ণাটকদেশের মধ্য দিয়া প্রবাহিত। ত্রেতাযুগে ইহাও দণ্ডকারণ্যের অন্তভুক্ত ছিল ( রামা: আ, ৬৩) । পরশুরামতীর্থ-শৃঙ্গবেরপুর হইতে নশি গ্রাম আসিবার পপে অবস্থিত তীর্থ (রামাঃ) । পলাশী- মুর্শিদাবাদ হইতে ১০ ক্রোশ দূরে বৰ্হমান নদীয়া জেলার অন্তর্গত ভাগীরণীঠীরে অবস্থিত ইতিহাস প্রসিদ্ধ স্থান । ১৭৫৭ অব্দে ক্লাইব সাহেবের সহিত যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার এখানে পরাজিত হওয়ায় ভারতে ইংরেজ রাজত্বের স্বত্রপাত হয় । পশ্চিম সমুদ্র ( পেশ্চিম্ শোমুদ্র ) পশ্চিম দিকে অবস্থিত সমুদ্র । রাবণ ইহার এক দ্বীপে আসিয়া কপিল দেবের নিকট পরাস্ত হন । পহল (ব,) সং—নাম ] কাবুল । পাঞ্চালনগর (ল বৃ) ফুরস্কাবাদ জেলার কম্পিল । পঞ্চাল দ্রঃ । পাটলিপুত্র ( টো, পুত্ৰ )--ভারত-সম্রাট মৌধ্য চন্দ্রগুপ্ত কওঁক প্রতিষ্ঠিত সাম্রাজ্যের ও