পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৫৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মোগ মোগলমারী (গো) জাহানাবা হইতে মেদিনীপুরে যাইবার পথে আমিলার পরবর্তী ॐiभ (५, भ, पनद्रांभ, ठ, भ) । যমুনা (জো) হিমালয় পৰ্ব্বতের যামুনশৃঙ্গ বা কলিন্স গিরি হইতে উৎপন্ন ও প্রয়াগে গঙ্গার । সহিত মিলিত নদী। | যন্ত্রপুর (জে. ব্লু) বরদা পরগণার অন্তর্গত গ্রাম | কবি রামেশ্বর ভট্টাচার্যের পূর্ব নিবাসস্থান পরে ইনি মেদিনীপুর কর্ণগড়ের রাজা যশোবন্ত সিংহের সভাসদ হইয়া উক্ত পরগণার অন্তর্গত অযোধ্যাগড় গ্রামে বাস করেন। যাজপুর (জাজপুর ) ওড়িষ্যা প্রদেশের কটক জেলার গ্রাম। যাত্রাওয়াল গোপাল উড়ের জন্মস্থান । যামুন (জানুন) কলিগিরির নামাগুর ও যমুনার উৎপত্তি-পৰ্ব্বত । যেtফলাই—বীরভূম দুবরাজপুর থানার অন্তর্গত গ্রাম। বৈ: কবি জগদানন্দের বাসস্থান । রথ ক্রান্ত { ভারতবন্ধ বিচার মতে ] আফিক Nşt(qe ; Africa ? রমতি—মালদহ গৌড় নগরের সন্নিহিত ভাগীরথী | তীরস্থ নগরবিশেষ, আইন আকবরীর রমেীতি (তুল—“রমৌতি মহল" )। ঘনরামের ধৰ্ম্ম মঙ্গলে “রামাবর্তী” । রমণক উপদ্বীপ (ক্‌ উপদ্বীপ ) { ভারতবর্ষ f5?? A:5] A.2&fol, Australasia. রাধানগর (র) জেঃ হুগলীর অন্তর্গত থানাকুল কৃষ্ণনগবের সন্নিহিত গ্রাম। রাজা রামমোহন রায়ের জন্মস্থান । রাজগৃহ (গৃহ) কেকয় রাজ্যের রাজধানী । রাঢ় (ঢ়) বঙ্গের যে অংশের উত্তরে গঙ্গা, দক্ষিণে ওড়িষ্যা, পূর্বে ভাগীরথী এবং পশ্চিমে মগধ । অধুনা বাঙ্গালার যে অংশ গঙ্গার পশ্চিমে অবস্থিত। প্রাচীন নাম প্রাঠদেশ। ৰৌদ্ধযুগে অপভ্রংশে রাঠ=রাঢ়। বহুকাল মগধের অধীন | ছিল। জরাসন্ধের রাজধানী পঞ্চকূট ইহার অন্তর্গত ছিল। রাঢ়ের প্রাচীন নাম স্বাক্ষ । রামগিরি () নাগপুর সন্নিহিত ও বিলাস । পুরের ৬ মাইল উত্তর পশ্চিম কোণে অবস্থিত | পাহাড় ; রামতেগ । রামচন্দ্রপুর ( বৰ্দ্ধমান জেলার গ্রাম । রাজকৃষ্ণ রায়ের জন্মস্থান । রামাবতী ( বো) রমতি দ্ৰ: ! রায়ন () বৰ্দ্ধমান জেলার গ্রাম । শ্ৰীধৰ্ম্মমঙ্গল কার ঘনরাম চক্ৰবৰ্ত্তীর মাতুলালয় এই গ্রামে । রাষ্ট্রকূট (টু) দক্ষিণ ভারতের রাজত্ব । রুন্মিনদেবী—বস্তী ( U. P.) জেলার অন্তর্গত পাদেরিয়া গ্রামের সন্নিহিত গ্রাম। প্রাচীন S(t(t) নাম লুপিনী। বুদ্ধদেবের জন্মস্থান। অশোক অনুশাসনে উক্ত । রূপনাথ (প, থ, ) জব্বলপুরের অন্তর্গত গ্রাম। : রৈবত, রৈবতক (অ, ক) বিন্ধগিরি : পশ্চিমে স্থিত পৰ্ব্বত, আধুনিক গির্মা । লবণ সমুদ্র ( শে)পুরাণোক্ত দক্ষিণ সমুদ্র। ইহার শত যোজন দূরে লঙ্কাদ্বীপ অবস্থিত। মৈনাকপৰ্ব্বত ইহার মধ্যে অবস্থিত । লম্ব—ত্রিকুট পৰ্ব্বত (রামা: ) । লাটদেশ (টু, শ, ) বর্তমান গুজরাত। লুম্বিনিবন—কপিলবাস্তু মহানগরমধ্যস্থ স্থান । । ৫৫৭ খ্ৰীষ্ট পূর্বাদে বুদ্ধদেব এই স্থানে ভূমিষ্ঠ । श्न । i লোকালোক ( কৃ) সপ্তদ্বীপ পৃথিবী ও সপ্ত সমুদ্র বেষ্টনকারী সীমাgপৰ্ব্বত ( রামা: ) । লোহিতসমুদ্র (ত, শো) পূৰ্ব্বদিকে অবস্থিত । লোহিতবর্ণ জলপূর্ণ সমুদ্র । লোহিত্য-ব্রহ্মপুত্র নদ । শক্তিমান (শো) বিন্ধ পৰ্ব্বতের সন্নিহিত উত্তর । ও পশ্চিমদিকের ঋক্ষবান এবং পূর্বে মহেন্সগিরির সংযোজক শৈলশ্রেণী । : শতদ্র (তদূদ্র ) পঞ্জাবস্থ পঞ্চনদের অন্ততম ; সংলজ, : Sutlej. t শস্তল, সস্তুল (ল) মুরাদাবাদের অন্তর্গত | নগরবিশেষ। কধি অবতার এই স্থানে জন্ম । গ্রহণ করিবেন বলিয়া পুরাণে উক্ত হইয়াছে। শশস্থলী (স্থে ) গঙ্গা যমুনার মধ্যবৰ্ত্তী প্রদেশ ! ! শাক, শাকদ্বীপ (ক) সপ্ত দ্বীপান্তর্গত দ্বীপ : ; সাইথিয় । ২। মহাভারতোক্ত মদ্রদেশান্তর্গত । ( পঞ্জাব ) আপগা নদীতীরস্থ রাজধানী শাকল ( (‘unningham's Ancient (; f Indi: . , শাকনাড়া (ক) বৰ্দ্ধমান জেলার রায়না থানার অধীন গ্রাম । প্রেমচাঁদ তর্কবাগীশের জন্মস্থান। শান্তিপুর ( ) নদীয়ার অন্তঃপাতী বৈষ্ণব প্রধাননগর। অদ্বৈতাচায্য ওবিজয়কৃষ্ণ গোস্বামীর । জন্মস্থান ৷ শালিখা (গ্রা–শালকে ] হাবডার নিকটবৰ্ত্তী গ্রাম। কবি রামবসু ও বদন অধিকারীর জন্মস্থান । শালালী (ম্মে) সপ্তদ্বীপান্তর্গত দ্বীপ ; সরিয়া। ২ । অযোধ্য হইতে কেকয় রাজ্যে যাইবার পথে প্রবাহিতা নদী | শাল্ল-রাজপুতানার অংশবিশেষ । শাহবাজগঢ়ী (গো ) ভারতের উত্তর পশ্চিম সীমান্তপ্রদেশের ফুসফুজাই নামক স্থানের সন্নিহিত গ্রাম। অশোক লিপিতে উক্ত । শিবিরাজ্য—পঞ্জাবের অন্তর্গত বিতস্তানদী তীরবর্তী দেশ । | i i | i | | | | n i i | | | | সম শিশির (র) ঘবদ্বীপের পর পূর্বদিকে অবস্থিত পৰ্ব্বত ( রামা: ) । শু"া-শিঙ্গাপুর শূর (র) সৌরাষ্ট্রের সন্নিহিত স্থান । শূরসেন (শেন) মথুরামণ্ডল। শূৰ্ম্ম—আসামের উপত্যকাবিশেষ । শৃঙ্গবান-পুরাণোক্ত পৰ্ব্বঙবিশেষ শৃঙ্গবেরপুর (१) थग्नां★ श्ल २२ भाईल উত্তর পশ্চিমে গঙ্গার উত্তরতটে স্থিত নিষাদরাজ গুংকের রাজধানী, আধুনিক শিঙ্গরীয় ৰ৷ সাঙ্গার শেষনাগ (ধ, গ,) কাশ্মীরের পাৰ্ব্বত্য হ্রদ বিশেষ । শৈবল ( ) দক্ষিণশিৰতী পৰ্ব্বতবিশেষ । ইহার পাদদেশে সরোবরতীরে শযুঝনামক শূত্র তপস্যা করিতেছিল ( রামা: ) । শৈলোদ-রামায়ণোক্ত উত্তর ভারতস্থা নদী বিশেষ । শোণ (ন) মগধদেশ হইতে নি:স্থত নদী, পূৰ্ব্বাভিমুখে প্রবাহিত হইয় গঙ্গার সহিত মিলিত । ইহার অন্য নাম মাগধী ৷ ২ ৷ পূৰ্ব্ব সমুদ্র পারে থরস্রোত রক্তবর্ণ জল সিদ্ধচারণসেবিও নদ ( রামা: ) । শেীবীর (র) পঞ্জাবের অন্তর্গত রাজ্য। শ্রাবস্তী (প্রাবোস্তি ) উত্তর কোশলে লবের ભૂલો ঐথg—বৰ্দ্ধমানের গ্রাম। বৈষ্ণব কবি বলরাম দাসের জন্মস্থান । ২ । চণ্ডীদাসের আদি বাসভূমি। ৩। কবি জগদাননের জন্মস্থান। e । বৈং কবি নরহরিদাস এবং আত্মারামদাসের জন্মস্থান । শ্ৰীকড়ী-ঢাকা মাণিকগঞ্জ মহকুমার অন্তর্গত গ্রাম । কবি দীনেশচরণ বসুর জন্মস্থান । শ্রীরঙ্গপত্তন ( x, ন ) মাত্রাজের অন্তর্গত সাগরকুলবী zsoļH : Si inga patam. ীিহট—বঙ্গের সিলেট জেলার প্রধান নগর । কড়চ রচয়িত। বৈষ্ণব কবি মুরারি গুপ্তের জন্মস্থান । শ্বেতগিরি-হিমালয়ের শৃঙ্গবিশেষ ধবলগিরি ংরেচন (শং না) গোমতীতীরবর্তী পৰ্ব্বত ( রামা: ) । সপ্তগ্রাম (শপভোগ গ্রাম) । গ্রা—সাতগ। ] হুগলী জেলার অন্তর্গত ত্রিশবিঘা রেল ষ্টেশনের নিকটবৰ্ত্ত সরস্বতী নদীতীরস্থ প্রসিদ্ধ গ্রাম । ইহার সমুদ্ধি ইতিহাসপ্রসিদ্ধ। ১৭৯২ অব্দে এই বাণিজ্য-বন্দর পাঠানগণ কর্তৃক লুষ্ঠিত হয়। পরে সরস্বতীর স্রোত রদ্ধ হওয়ায় খুঃ ১৬৩২ অব্দে সপ্তগ্রাম ধ্বংসপ্রাপ্ত হয় । সমতট (শ, টু) বঙ্গের নামান্তর।