পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আক্ষি বিণ, পাশাক্রীড়াসম্বন্ধীয়। অক্ষত্ৰীড়া দ্বারা | আক্ষিপ্ত (আকৃথিপৃত) [আক্ষেপ (দ্রঃ) ত ( কৰ্ম্মে ত্রু ) ] বিণ. যাহাতে আক্ষেপ জন্মিয়াছে ৷ ২ ৷ নিক্ষিপ্ত : অধঃপাতিত ; দূরীকৃত। আক্ষিপ্ত-চিত্ত—যাহার চিত্তে আক্ষেপ জন্মিয়াছে । আক্ষেপ ( আৰুখেপূ) { আ—ক্ষিপ্ত (ক্ষেপণ কর) অ (ল্-ভাবে) ] বি, পুং, অঙ্গ বিক্ষেপ : शंउ vil খেচুনি ; wgwl ; convulsion. ২ । ক্ষোভ ; বক্ষে কপালে করাঘাত, প্রভৃতির সহিত অথবা তদ্ব্যতীত আত্মগ্লানি ও অদৃষ্টের নিন্দ : মনস্তাপ । ৩ । [অলঙ্কারে] কোন বিশেষ প্রতিপত্তির বা প্রতিপাদনের ইচ্ছায় বিৰক্ষিত বিষরের নিষেধের স্থায় অথব৷ অনভিলষিত অর্থের ৰিধির স্থায় যে উক্তি তাহার নাম আক্ষেপ । আক্ষোট, ড় (টু ডু, ) ( সং । আ, পস্ত— অধরোষ্ট্ৰ ] বি, আখরোট বৃক্ষ ও ফল । আখ ( 4 ) { সং ইক্ষু । ] আক দ্রঃ । অfখজ (আখোজ) [ আ, অর্থেজ (আকজ দ্রঃ) বি, ঈর্ধ্যা ; হিংসা ; বিদ্বেষ । ২ । বিবাদ : ঝগড়া ; আকঞ্জ ; কলহ ; (চলিত “আখেজ'ও ব্যবহৃত হয় ) । আখটু [সং অথটি। আপটা দ্রঃ ] বি, ইচ্ছানুযায়ী বস্তু না পাইলে শিশুর যে ক্ৰন্দন ; আবদার বা দুরন্তপন । প্র—“কেবল “আখট’ শুধু খাইতে তোমার দুদ্ধ' ।” –কন্তুরী । আখট, আখুট, আখুটী () (সং—অথটি অসদ্ব্যবহার (ত্রিকাওশেষ ও শব্দকল্পদ্রুমে উদ্ধত) ] বি, শিশুর আবদার ; আখ ; বায়ন । প্র—"ব্রাহ্মণ শিশু আপটি করিয়া ক্ৰন্দন করিতে আরম্ভ করিল।” —বিজয় বসন্ত । “বাল্যকালে নিমাই চঞ্চল অতিশয় । যে আধুটি করে তা ঈশান সমারয়।” - —চৈতন্যচরিত। বিণ. আখটিয়া, আখুটিয়া, আখুটে, আখুটে--যে আধুটি করে : আবদারে। আখড়বাজ (ড়, জ. ) { হি। কথ্য বাং— চলিতে আরম্ভ হইয়াছে ] বিণ, একগুঁয়ে ; গোয়ার : উগ্রস্বভাৰ । আখড়া (খ) হি-আখাড়া : সং—অক্ষবাট, প্রাকৃ—মৰূপ-আড়ে ] বি, আডডা । ২ । পাঠশালা ; গীত বাদ্যাদি শিক্ষণ বা আলোচনার স্থান : মল্লবিদ্যা-শিক্ষাস্থান । প্র—“অতঃপর আখড়া প্রবেশি শুভক্ষণে । মল্পবিদ্যা আরম্ভ করিল দুইজনে ৷” -१ई अत्रल 1 ৩। সাম্প্রদায়িক সাধুসন্ন্যাসীর সাধনভজনাদির তাশখণ্ডল আখর (র) >8や স্থান ; গদী। ৪ । সাধুদিগের সাম্প্রদায়িক মণ্ডলী। প্র—নিৰ্ব্বাণী আখড়া । নিরঞ্জনী আখড়া । ৫ । নৃত্য-গীত-বাদ্যাদির আলো চনা । প্র—আখড়া দেওয়া । আখড়া দেওয়া—আখড়ায় সমবেত হইয়া উদ্দেষ্ঠা মুরূপ কাৰ্য্য করা ; অধিবেশন করা । আখড়াই [f:-wto rehearsal. বি, যাত্রাদি অভিনয়ের সুত্রপাতে বাদ্যারম্ভ ২ । অভিনয়াদির পূর্ব অভ্যাস। আখড়াই দেওয়া—অভিনয়াদির পূর্ব ভ্যাস করা। প্র—“কাজের মধ্যে পাশা গেলা আর রাণী গিরির আখড়াই দেন।” .—ফোয়ার (ললিত বন্দ্যো) আখড়াই ভাজা—আখড়াই দেওয়া প্র—“বোধ হইল, ভাবী কনগ্রেস মণ্ডপে বাহবা লইবার জন্য ই হার আগে হইতেই আখড়াই ভাজিতেছেন।” —ফোয়ারা ( ললিত বন্দ্যো ) আখড়াধারী—বি, আগড়ার প্রধান ব্যক্তি মঠের অধ্যক্ষ । [ আখন্ডল ] আ—থও,=ভগ্ন করা +অল ( ডল-কত্ত্ব) সংজ্ঞার্থে। যিনি বজ্ৰদ্বারা পৰ্ব্বত ভগ্ন করেন, বা শত্রু নাশ করেন ] বি, পুং, বঞ্জী : ইন্দ্র । আখগুলধনুঃ—বি, কী, ইন্দ্ৰধনু । আখণ্ডলার शन्व्न [ यथ७ *कखांउ ] ति, काली व নারিকেল। প্র- “স্বর্ণখটে সিন্দুর গর্ভেতে গঙ্গাজল, আম্রশাপা উপরে আথওলার ফল ।” —শীতলামঙ্গল ( নিত্যানন্দ ) । [ ঘটে পটে ও মূৰ্ত্তিতে দেবতার পূজা বিধি আছে। তন্মধ্যে ঘটস্থাপনা দ্বারা পূজাকালীন ঘটের মুখে আম্রশাখার উপর নারিকেল স্থাপিত হয় । শাস্তিকামনায় যে ঘট স্থাপিত হয় তাহার মুখে আম্রশাখার উপর কদলী ফল স্থাপিত হয় । উহাই আখগুলার ফল ] । আখতা—বি, মুন্ধহীন অঞ্চ (আক্ত দ্রঃ) । আখবার ( ) ( স্থা, অথবার। খবর ( সংবাদ ) শব্দের বহু বচন ] বি, খবরের কাগজ : সংবাদপত্র । । আখস্ব [আ (সদৃশার্থে) থম্ব ( স্তম্ভ শব্দজ । হিঃ-থম্বা ) স্তম্ভসদৃশ ] বিণ. দীর্ঘাকার ; বিপুল দেহ। প্র—আগম্বা লাঠী ; আখম্বা জোয়ান । [ সং—অক্ষর । অপভ্রংশে श्रांथब्र, बtथब्र ७ यांकब्र ] दि, अकब्र । * পিরীতি বলিয়া এ তিন আখর ” (চওঁী ) * প্রেম লিখিতেছে গান কোমল আখরে ” রৰি ৷ ২ ৷ ( ব্রজ ) সঙ্কেত। প্র—“কিয়ে হাম আখরে কহলু বুকাই” (বি. প.) কীৰ্ত্তনাদি গানের সময় গানের মাধুর্ঘ্য বৃদ্ধির জন্ত সংযো জিত গীতাতিরিক্ত শঙ্ক। আখরকাটা, আখু অtখরকাটা, আকরকাট—অক্ষর পাত করা ; দাগকাটা ; লেখা । ( ভুল— কালীর অঙ্গচড় দেওয়া । অtখর দেওয়া —গান করিবার সময় সঙ্গীতের মাধুর্ঘ্য বৃদ্ধির জন্ত মূল গীতের সহিত "মরি হার ” “উহ মরি ” প্রভৃতি সময়োচিত সুললিত শব্দ প্রয়োগ। যথা—মূল গীত—“এই সংসার পথ সঙ্কট অতি কণ্টকময় হে, আমি নীরবে যাব হৃদয়ে লয়ে প্রেম-মুরতি তব।” আখর— “পথের কাটা মানব না, নীরবে যাৰ, হৃদয়ব্যথায় কাদব না,নীরবে যাব।”—রৰি (গান) কীৰ্ত্তনাঙ্গ সঙ্গীতেই আখর দেওয়া প্রচরস্ক্রপ । আখরিয়া ( সং—অক্ষর হইতে আশ্বর+হিইয়া ( বাং গ্রা—আখুরে ) ] বিণ. যে অক্ষর বিষ্কাস করে ; যাহার হস্তাক্ষর উৎকৃষ্ট । ২ । লেখক : লিপিকার ; নকল নবীশ । প্র— “ঞ্জবিজয় দাস নাম প্রভুর আখরিয়া। প্রভুর অনেক গ্রন্থ দিয়াছে লিখিয়া ।" —চৈতন্ত ভাগবত । খুট আখরিয়া, খুট আখুরে (ট, ) [খুট (খুৎবিশিষ্ট) হি-খোটা (খারাৰ, মন্) টুট ( ভগ্ন ) আখরিয়া, খুঁট দ্র: ] যাহার হস্তাক্ষর ভাল নয় ; যাহার হাতের লেখা পাকা নয় । ২ । অল্প শিক্ষিত । অাখরোট ( খট, ) { সং—অক্ষেটি। পস্ত —অথুরোটু, *— walnut ]বি, পাৰ্ব্বত্য ফলবৃক্ষবিশেষ ; হিমালয় ও আফগানিস্থানের পাৰ্ব্বতjদেশে অধিক জন্মে । অাখা [ আকা দ্রঃ । সং—উথ ( হাড়ী) উখ্যম্ ( স্থালীপঙ্কমাংসাদি ) শব্দকল্পক্রম । যাহার উপর হাড়ী রাখিয়৷ রন্ধন করা যায় ] ৰি, চুলী , উনান। প্র—“আখ। জ্বলে বিন ফুয়ে বিনা চোখে জল ৷ দিয়াকাটি তোর গুণে মাগীরা পাগল।” –হেম বন্দ্যো । আখাড়া—আখড়া দ্রঃ । ख्ञांथोंउ (ङ) [ व-थन् (भनन कब्र) +उ (ख्) অ (আন লোপ) ] বি, পুং, যাহা খাত অর্থাৎ খনন করা নহে ; অখাত , অকৃত্রিম জলাশয়। আখির আখের (কৃষ্ণুে-আণীর ছসরা : পরবর্তী, তাহা হইতে শেষ ] বি, শেষ ; অন্ত ; পরিণাম। বিণ. আখিরী চ, আখেরী— শেষ ; অস্তিম। প্র—মাসের আখিরী হুগু । অtখু [আ—খন=খোড়া +উ (ডু—কওঁ : সংজ্ঞার্থে) ]ৰি, পুং, মুষিক । ২। শূকর। ७ । cफ़ोब्र । আখুচী স্বা—আখেজু, আখজ দ্রঃ ] বি, पथांकछ ; विवांग ; क्रिब्रां५ ; *ङ्गठ । ২। আক্ৰোশ । ও । খুঁটিনাটি ; নষ্টামি । প্র:-“পূৰ্ব্বেতে কলহ ছিল ধনপতি সনে । আখুচী করিল ৰেণে তাহার কারণে।" -कविक ।