পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা । ميلاً বুৎপত্তি-নির্ণয় ( etymology ), তাহার অঙ্গপ্রত্যঙ্গের বিশ্লেষণাদি ব্যাকরণের বিষয়ীভূত। ব্যাকরণ সেই জন্য অভিধানের মৰ্ম্মাংশ। অধুন। এদিকে সাহিত্যিকগণের দৃষ্টি বিশেষভাবেই পড়িয়ছে। ইংরেজী ভাষা এবং শুদ্ধ ইংরেজী কেন, যুরোপীয় প্রায় সকল ভাষায় শব্দব্যুৎপাদক অভিধান সন্তোষজনক । আমাদের এক সংস্কৃত অভিধানই এ বিষয়ে সর্ববঙ্গসুন্দর। বাঙ্গালার অন্তর্গত সংস্কৃত, প্রাকৃত, আরবী, ফারসী প্রভৃতি এবং যুরোপীয় শব্দের বুৎপত্তি নির্ণয়ে গোল নাই। কিন্তু যত গোল সেই সকল শব্দের বুৎপত্তি লইয়া, যাঙ্গর অপভ্রংশ ও গ্রাম্য পর্যায়ের অন্তভুক্ত এবং যাহাঁদের সম্বন্ধে ইতিপূর্বে কোন বৈয়াকরণ বা শাদিক আলোচনা বা অকাট্য যুক্তিদ্বারা মূল নির্ণয় করিয়া যান নাই । এরূপ স্থলে শান্দিকগণ স্ব স্ব বহুদৰ্শন ও বিবিধ ভূষিাজ্ঞানানুসারে ব্যাকরণের সূত্রানুযায়ী বা স্বাভাবিক পরিবর্তনের নিয়ম ধরিয়া অথবা ধ্বনি ও অর্থসাদৃশ্য অবলম্বন করিয়া একটা উৎপত্তি-মূল নির্ণয় করিয়া থাকেন । এতদ্বারা সকল ক্ষেত্রে ভুল-ভ্রান্তির হস্ত হইতে নিকুতিলাভও ঘটে না । অধিকাংশ স্থলে দেখা যায়, আমাদের যে ভাষা বা ভাষাসমূহে দখল অধিক, আমরা সেই বা সেই সকল ভাষার ধাতু ও শব্দ হইতে বুৎপত্তি নির্ণয়ে BBBB BBBB BBB BB S BB BBBB BBBBB BBS BB BBS BB BBBB BBBB মধ্যে ভারতীয় আর্ম্য ও অনার্য ভাষাসমূহে জ্ঞানের অভাবজনিত তাহাতে সন্দেহ নাই। প্রদেশভেদে বিভিন্ন প্রাকৃতের জ্ঞান, দ্রাবিড় ভাষায় বিস্তারিত জ্ঞান, অনান্য পাৰ্ব্বত্য এবং আদিম জাতিসমূহের ভাষায় জ্ঞান না থাকিলে অজ্ঞাত-মূল শব্দ কোন ধাতু বা শব্দ হইতে উৎপন্ন অথবা কোন প্রাকৃতের মধ্য দিয়া রূপান্তরিত হইতে হইতে বর্তমান অবস্থা প্রাপ্ত হইয়াছে গঙ্গর সিদ্ধান্তে উপনীত হইতে BBBBB BBBBB BB KBB kBB S BBBB BBBB BBB BBBB BBB BBB DS উপভাষার বৈজ্ঞানিক প্রণালীসঙ্গত আলোচনা করিতে সমর্থ করিবার মত কলেজ বা পরিষৎ প্রতিষ্ঠার একান্ত প্রয়োজন হইয়াছে । বাঙ্গালী ভাষার অভিধানে সংস্কৃত শব্দের ব্যুৎপত্তি-নির্ণয়ে শব্দসার, শব্দকল্পদ্রুম, বাচস্পত্য, KBBBB BBBB BBBBSBBB BBS BBBBB BB BBBTS BB BBB BBBBB BBB সরল করিবার জন্য কোথাও মুগ্ধবোধ কোথাও বা কলাপ অসুস্থত হইয়াছে। সকল সংস্কৃত ধাতু ও প্রত্যয়াদি-নিষ্পন্ন শব্দের বুৎপত্তির সহিত অর্থের সামঞ্জস্য রক্ষা করা যায় না এরূপ শব্দসমূহের এবং যাঙ্গদের ব্যুৎপত্তি কোন সঙ্গত অনুমানেরও অধীন করা যায় না সে সমুদয়ের কষ্টকল্পিত বুৎপত্তি না দিয়া -শব্দটি সংস্কৃত হইলে “সং”, পালি হইলে “পা”, অন্য প্রাকৃত হইলে “প্রাকৃ”, এইরূপ লিখিত হইয়াছে । অজ্ঞাত স্থলে কিছুই লেখা হয় নাই সন্দেহ স্থলে প্রশ্নচিহ্ন ব্যবহৃত হইয়াছে এবং স্থলবিশেষে অমর, হেম, মেদিনী, অভিধানপ্লদীপিকা প্রভৃতি সংস্কৃত ও পালি কোষাদি হইতে মূল্যর্থব্যঞ্জক বচনমাত্র উদ্ধত হইয়াছে। অমুকারাত্মক ( onomatopoetic ) পদগুলি বিশেষ BBBB BBB BBB SBBB S BBBBBB KBB BBB BBB BB BBB BB BBBBB BBBS নির্দেশ করা হইয়াছিল, কিন্তু অলঙ্কার-শাস্ত্রে ঐ শব্দের পরিভাষিক অর্থে প্রয়োগ আছে বলিয়া অধিক সহজবোধ্য “শব্দাত্মক পদই সর্বত্র ব্যবহৃত হইয়াছে, যথা,—“উলু” “কড়াৎ" ইত্যাদি। বন্ধনীর বাহিরে প্রথমেই বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, তালায়াদি পদপরিচায়ক বি, লিণ, ক্রি, অ’ প্রভৃতি সঙ্কেত সন্নিবিষ্ট হইয়াছে। সাধারণতঃ বিশেষ্য-পদবাচ্য এবং প্রয়োজনস্থলে বিশেষণবাচ্য ব্যাকরণাংশ ও শব্দের ব্যুৎপত্তি বিশ্লেষণ ও ইতিহাস