পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা । সঙ্কলন ও সম্পাদনের উপযুক্ত, কিন্তু তাঙ্গ সম্পূর্ণ করিবার সময় কখনই আসে না। জাতীয় ভাষার অভিধান কোন জীবিত জাতিই সম্পূর্ণ বা শেষ করিতে পারে না । সঙ্কলনকারগণের কার্য্য তাহাকে নিয়ত পুষ্ট করিতে থাকা । বিশেষজ্ঞগণ কর্তৃক সঙ্ঘবদ্ধ হইয়। অভিধান সঙ্কলন ও সম্পাদনের যুগ এখনও বাঙ্গালীয় আসে নাই । কিন্তু শিক্ষার স্রোত এরূপ প্রবল বেগে বহিয়াছে, দেশাত্মবোধ এমন ভাবে জাগিতেছে, উচ্চ-শিক্ষিত, বিবিধ জ্ঞান-বিজ্ঞানে পারদর্শী ও বহুভাষাভিজ্ঞ ব্যক্তিগণ মাতৃভাষায় লেখনী সঞ্চালন করায় বিগত শতাব্দীর শেষভাগ হইতে বঙ্গভাষায় কৃতিত্বলাভ দেশবাসীর যেরূপ বাসনার বস্তু এবং সাধনার ধনে পরিণত হইয়াছে—এমন কি, বাঙ্গালা ভাষা ও সাহিত্য এরূপ ব্যাপকভাবে সভ্যজগতের অনুশীলনীয় হইবার লক্ষণ দেখা যাইতেছে যে, আশা হয়, শীঘ্রই সেদিন আসিবে। সে দিন আসিবে, যে দিন মরে সাহেবের নূতন ইংরেজী শাব্দিক অভিধান ( Murray's New*English Dictionary ) সঙ্কলনের ন্যায় একজন লোকের সম্পাদকতায়, দুইশত সহকারী সম্পাদকের সহযোগিতায় এবং এক সহস্ৰ পাঠক বা শব্দসঙ্কলনকারীর পরিশ্রমে বাঙ্গালা ভাষার সর্বাঙ্গসুন্দর বৃহত্তম শাব্দিক অভিধান সম্পাদিত হইবে । কিন্তু বাঙ্গালায় সেদিন তখনই আসিবে, যখন জ্ঞানবৃদ্ধ দ্বিজেন্দ্রনাথ DBBB BBB BS BBBB BBBB BB BBBB BB BBS BBBB BBBBB BBBBBB আসিয়া একত্র মিলিত হইবে । মুদ্রাস্কনের পর যে সকল ভ্রমপ্রমাদ দৃষ্ট্রিপথে পতিত হইয়াছে, তঞ্জস্য একখানি “সংযোজন ও BBBttS BB BBBBBB KCg DBBS B BBBBB BBBBBBB BB DD DBBBS BBBB সংস্করণে তৎসমুদয় এবং অন্যাস্য ত্রুটি সংশোধিত হইবে ।

  • পরিশেষে বক্তব্য এই যে, “বাঙ্গালা ভাষার অভিধান” বঙ্গভাষাভাষী ও বাঙ্গালাশিক্ষার্থী বৈদেশিকগণের ব্যবহারে এবং কথঞ্চিৎ উপকারে আসিলে আমার সকল শ্রম সার্থক বোধ করিল।

কলিকাতা r

  • . | শ্ৰীজ্ঞানেন্দমোহন দাস ৩১শে চৈত্র, ১৩২৩ }