পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৩৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কল দেওয়া আছে যাহা টিপিলে, টানিলে বা ঘুরাইলে পুতুল নড়িতে, চলিতে, হাত পানাড়িতে বা শব্দ করিতে পারে। পুতুল নাচেলোকে কলের পুতুল নাচায়। কলের মানুষ-মানুষের আকৃতি পুতুল। (২) যে মানুষের নিজের বুদ্ধি নাই, পরের কথায় চলে বলে। (৩) যাহার মতি স্থির নাই : যে এই মাত্র এক কথা বলে আবার পরক্ষণেই অন্য কথা বলে। (৪) সঙ, । কপিকল—কপি ক্র । ভার-উত্তোলক যন্ত্র। ফঁাস কল—পশুপক্ষী পায়ে বা গলায় স্থতার বা তারের ফাস লাগিয়া আটক বা ধরা পড়ে এমন কৌশলময় যগ্র ফাদ। টেকী কল— যে যন্থ ঢেঁকীর মত চাপ পাইলে এক দিকে উচু একদিকে নীচু হয়। সাধারণতঃ বিদ্ধপার্থে প্রযুক্ত। হাস-কল—যে কল হংসাকৃতি : দ্বারে কপাট ঝুলাইবার জন্ত লোহার হুক বিশেষ। ঘুড়ির কল বাধা—ঘুড়ি উড়াইবার জন্ত তাহার কাপ ও পেটা অর্থাৎ পেটের কাঠ বা শলাকায় সুতা বাধা । কল টিপিয়া দেওয়া-গোপনে শিক্ষা বা পরামর্শ দেওয়া : অলক্ষিতে সতর্ক বা সাবধান করিয়া দেওয়া । কলবাড়ী-কারখানা : যন্ত্রালয় । কলঘর—যে ঘরে বা স্থানে যন্ত্র বসান থাকে। কলবল—যমুশক্তি : পেচোয়া কৌশল। কলপাত—ফাপ পাতা। ছলে বলে কলে কৌশলে—ছলনায় বা ভুলাইয়া, দৈহিক শক্তি প্রয়োগে , ফাদ পাতিয়া ও যুক্তি বা বুদ্ধি-চাতুৰ্য্য দ্বারা ; ভালমণ যে কোন Üvitto ; by hook or by crook. । [ প্রাদে ] জলের কল : জলের নল ও মুখে যে যন্ত্রভাগ সংযুক্ত থাকে যাহা যুৱাইলে বা টিপিলে নল দিয়া জল পড়ে বা জল বদ্ধ হয় । । প্র—তাহার বাড়ী তৈয়ার হইতেছে এখনও বাড়ীতে কল আসে নাই । ৫ কৌশল : উপায় ; গৃঢ় বা অন্যের অজ্ঞাত বিধান। প্র— “প্রাণী ধরিবার ঘোর কল বিধাতার।" — হেম বন্দ্যো । ৬ । ফাদ : পেঁচ । প্র—কল পাতা : ॐ छ् কল। ৭ । [ হি—কল (সং—কলা ) ] যুক্তি । কল (ল) [ ক (বায়ু, জল) ল (গ্রহণ করা ) অথবা কল ( গমনে )—যাহা ( বায়ু গ্রহণ করিবার জন্ত মুক্তিকা ভেদ করিয়া) উদ্ধে গমন করে-যাহ মাটি ফুড়িয়া বাহির হয় ; অথবা কলল ( জণ ) হইতে ] বি, অঙ্কুর : কোরক। ২। শুক্র । ৩। কোলিবৃক্ষ : শালগাছ । কল (কল্) মধুরাট শব্দ কর+অ (কৰ্ম্মে, অল্) ] বি, অব্যক্ত মধুর ধ্বনি মৃদু গুঞ্জন ; কাকলি ; কলধ্বনি : কলরব । ২। বি7, মধুর। প্র-কলকণ্ঠ ; কলম্বন । S8 a কল ( ) { সং—কবল। সংক্ষেপে কল : অপভ্রংশে, খাবল ] বি, গ্রাস : সাধারণতঃ গোগ্রাস । कलक%) [ रूल ( अशख् মধুর ধ্বনি ) হইয়াছে কণ্ঠে যাহার, বহু ] বি, পুং, পিক ; কোকিল ৷ ২ ৷ পারাবত : কপোত ৷ ৩ ৷ হংস ৷ স্ত্রী, কলকণ্ঠী—স্বস্বরবর্তী : মধুরবকারিণী। ৪ গোণার্থে ] কাব্যকুঞ্জের কলকণ্ঠ ; সুকবি। প্র— কোকিলের কণ্ঠ সুললিত ।” —রঙ্গমতী । “হেথা আসি কলকণ্ঠ পড়িয়াছে ঘুমিয়া" —নবীনচন্দ্র । কলকল (কঙ্কল্) [ কল দ্রঃ । শব্দাত্মক । মুদ্রতর শব্দস্থলে "কুলকুল"] বি মধুর অফ ট ধ্বনি ; পক্ষীর কলরব । ২ । জলনির্গমন শব্দ ; জলপ্রবাহের শব্দ। প্র—“কল কল কল রবে কি কথা কঠিছ রে, কলনিনাদিনী !" | --বান্ধব পত্রিকা । ৩। কলকল শব্দ । ক্রি, কলকলনি। বি, কলকলানি। ক্রি-বিণ, কলকলিয়া, কলকলিয়ে--কলকা শব্দ করিয়৷ পেট কলকল করা—অজীর্ণ হেতু পেটের মধ্যে কলকল শব্দ করা। কলকলান (কলকলানো ) [ কলকল ত্রঃ। শব্দাত্মক। করকরান দ্রঃ ] ক্রি, কল্‌কল শব্দ করা। ২ । কলরব করা : মধুর অব্যক্তধ্বনি করা : কাকলিধ্বনি করা । প্র— “আয়রে পার্থী ল্যাজন্মোলা খুকুমণিকে দাও দোলা, ভাত থেয়ে তুমি কলকলাবে | খুকুমণিকে ঘুম পাড়াবে।” কলগী ( কোলগি ) [ আ—কৃল্লী, "কুলী, তুরা" ] বি, তাজ ! মুকুট" শিরোভূষণ ffāhū; ; tiar.u. প্র—"মাণিক কলগী তোরা চক্কমকে ইরা” —ভারতচন্দ্র । কলঘোষ (য, ) [ কল ( অব্যক্ত মধুর ) হইয়াছে ঘোষ ( শব্দ ) যাহার, বহু ] বি. পুং, কলকণ্ঠ ; কোকিল । কলঙ্ক ( কলংক ) [ কল+অঙ্ক ( চিই ) । বিপরীতে নিষ্কলঙ্ক ] বি, পুং, অঙ্ক : চিহ্ন ৷ ২ ৷ তাম্রাদি ধাতুপাত্রের দাগ : মল ; মৰ্চা । গ্রা— “কলঙ্কা”। ৩ । অথ্যাতি : দুৰ্নাম : অপযশ । প্র-কুলে কলঙ্ক দেওয়া । ক্রি, কলঙ্কধর. —পড়া, কলঙ্কাধরা—বিল, কব লাগি য়াছে এমন : দাগপড়া । কলঙ্করটান— চতুর্দিকে অপযশ গান করা ; দুর্নাম বা নিন্দ প্রচার করা । কলঙ্ককর ( ) { কলঙ্ক (অকীৰ্ত্তি) কর (কারী—কৃ+অ-কর্তৃ, আ ) ] বিণ, যাহা করিলে কলঙ্ক জন্মে : অকীৰ্ত্তিকর। কলঙ্কিত [ কলঙ্ক (চিহ্ন ) +ইত (যুক্তার্থে) ] কল বিণ, চিহ্নযুক্ত ; চিহ্নিত। ২ । লৌহদির भलििनटे । ७ । कलकी : कलकपूख ; यांशग्न কলঙ্ক হইয়াছে ; অপযশভাগী : অপবাদগ্ৰস্ত । স্ত্রী- কলঙ্কিনী ( কলঙ্ক দ্রঃ) । কলঙ্কী ( কলংকি ) { কলঙ্ক +ইন ( অস্ত্যৰ্থে) কলঙ্কিন ১ম, ১ব ] বিণ, যাহার কলঙ্ক হইয়াছে ; যাহার অপযশ ঘটিয়াছে : দুর্গামগ্রস্ত । প্র—“কলঙ্কী শশাঙ্ক তোমা বলে সৰ্ব্বজন । কর আসি কলঙ্কিণী কিঙ্করী তারারে তারানাথ!"—মাইকেল মধুসূদম। কলঞ্জ (কলনঞ্জ) বি, পু, ক্লী, ধূমপান দ্রব্য : তাম্রকুট : তামাক : মুরতী ; দোক্তা ; nicotiana tabacam lium. কলতানি (ল) বি, পুখ ; ক্লেদ । ২। শ্লেষ্মা। কলত্র ( কলৎত্র ) । সং ] ধি, ক্লী, স্ত্রী : ভাৰ্য্যা : রমণী : দারা । ২ । নিতম্ব : কটিদেশ । ৩। জন্মনস্থল । ৪ । দুর্গ (বাং প্র, অ, ] । কলপূত, কলধেীত—বি, কী, সুবর্ণ স্বর্ণ প্র—“কলেবর কান্তি কিবা কলধৌত দাম ॥" —ঘনরাম । "কলধেীত দেহ দান, সাধ দেবতার মান, ঘুচিবেক তোমার আপদ ৷”—কধিক । ২ । রৌপ্য । ৩। মধুরধ্বনি । কলধ্বনি (কলধধোনি) [ কল (অব্যক্ত মধুর ) হইয়াছে ধ্বনি (শব্দ ) যাহার, বই ] ধি, পুং, ময়ুর । ২ । কোকিল ; পিক । ৩ । কপোত ; পারাবত । ৪ । [ কল যে ধ্বনি ( কৰ্ম্মধা) | অব্যক্ত অথচ মধুর শব্দ ; কলরব : কাকলি । কলন (ন) [ কল (গণনা করা ) +অন (টু ভাবে ) ] বি, সংখ্যা করণ। প্র—সংকলন : ব্যবকলন । বিণ, কলিত ৷ ২ ৷ চিহ্ন ৷ ৩ ৷ দোষ । ৪ । গর্ভে শুক্র শোণিত মিশ্রণ জাত ভ্ৰহ্মণের প্রথমাবস্থা ৷ ৫ ৷ বেতগাছ । কলন । কলন (দ্রঃ)+আপ, স্ত্রী ] ধি, স্ত্রী, গণনা : বিচার। ২। ব্যবহার ; আদানপ্রদান । প্র—“আপনি খাউন আগে আমি খাব পরে, কতক্ষণ কথার কলন পরম্পরে "—রঙ্গলাল ( কাঞ্চী কাবেরী ) । কলন্তর (র) মং-কলান্তর ("বৃদ্ধিঃ কলান্তরং” —হেমচন্দ্র) : ওড়ি—কলন্তর]বি, কুসীদ : মুদ । প্র—“কেহ কলন্তর লয়, বৃষে কেহ ধান্ত বয় ফালে কিনে রাগে কোন জন ॥”-কবিক । কলন্দর (র) [ আ—ক্লন্দ ] বি, পুং, এক শ্রেণীর মুসলমান ফকীর ; মুণ্ডিত-কেশ মুসলমান সন্ন্যাসী ; পীর। প্র—“ঋণ কড়ি নাহি দাও, নহ কলন্দর”—কবিক ৷ ২ ৷ বর্ণসঙ্কর জাতি বিশেষ অধিকাংশ এক্ষণে মুসলমান ধৰ্ম্মাবলম্বী। ইহারা ভণুক, বাদর প্রভৃতি নাচায় ; যাহাবা বাদরের খেলা দেখায়। ৩। র্তাবুর কানাত ; পাল ।