পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৩৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কল কলনদরা—বি, রেশমী কাপড়বিশেষ ; ইহা স্বত, রেশম ও তসরে বােন হয়। স্ত্রী, কলনদরী (ন্দো)—বি, কানাতদার ছোলদারী : উাবু। কলপ ( প) { হি—কলপ : আ—কল, ( ভাত, চিড়া প্রভৃতির মাড় বা ক্লাথ ) : সং—কল্প ( রচনা করা ) ] বি, মও : মাড় । ২ । চুল কাল কবিবার রঙ্গ ; খেজাব। প্র:– "বল তো কেমন পাকা গোপে কলপ শোভা হেমচন্দ্র ।— "חו* কলবল কিল দ্র:) বি, অ" ধ্বনি : গোলমাল, বহুজনের কণ্ঠরব-জনিত গণ্ডগোল ৷ ২ ৷ বিণ, অব্যক্ত শব্দকারী : গণ্ডগোলকারী। প্র— “পরদল কলবল ভূতল টলমল”—ভারতচন্দ্র । ৩। অধিক জলে ভাত ফুটিবার শব্দ। ক্রি, কলবলান (নে)—কলবল শব্দ করা। বি, কলবলানি । কলবিষ্ক [সং ] বি, চড়াই পার্থী। প্র— "কুরর কুকুট কঙ্ক, কামী কোক কলবিন্ধ, কলরব কুলিঙ্গ কৰ্কট ।”—কবিক । কলভ [ করভ দ্রঃ । কর ( শুণ্ড ) =কল ভী ( দীপ্তি পাওয়া ) + অ ( কর্তৃ, ড) যে কর দ্বারা শোভা পায় ] বি, পুং, ৩• বৎসর পয্যন্ত ধয়ঙ্গ করিশাবক ; করম্ভ । ২ । উgশাবক । ৩ । ধুতুরা গাছ । কলম (মৃ) { সং ] বি, শালি ধান্ত : কলমাধান । কলম (মৃ) সং—কলম্ব, কড়ম্ব, শরগাছ বা থাগ। শাকের ডাটা। পূর্বে শরের বা থাগের মুখ সর করিয়া কাটিয়া তাহাতেই লেখা হইত। মেদিনী হেমকোষ ও বিলে, ত্রিকাণ্ডে, জটাধরে ও শব্দকল্পদ্রুমে "কলম" শব্দ অর্থে লেখনী । কিন্তু অধিক পুরাতন কোষ "আমরে” নাই। ল্যাচীন, গ্রীক, আরবী, প্রভৃতি প্রাচীন ভাষায় ইহার অনুরূপ শব্দ নালী শাক বা ঘাসের ডাটা ও লেখনী অর্থে প্রচলিত। প্রাচীন সংস্কৃত সাহিত্যে লেখনীবাচক কলম: শব্দের ব্যবহার দেখা যায় না। পরবর্তী সংস্কৃত সাহিত্যেও বিরল। হিন্দী, তেলুগু, ওড়ি, বাং প্রভৃতি প্রাদেশিক ভাষায় ইহার ভুরি প্রচলন । সম্ভবত মুসলমান রাজত্ব কালে আ—কুল শব্দ হইতে আদালতে ফারসী দপ্তরে ও ফারসী লেখা পড়ায় (তুল—কৃল্ম্‌দান ; কাগজ কুল্‌, দবাত্ কৃল্য, কৃলম্বন, কুল্‌ শুরাণ, ইত্যাদি) ব্যবহার করিবার কালে সংস্কৃত আভিধানিক "কলমঃ" শব্দ ভিন্ন ভিন্ন প্রদেশে কথ্য ভাষায় এবং লেখনী' লিখিত ভাষায় প্রচলিত হয় এবং বর্ণতৃলি, বর্ণমাতা, বর্ণ তুলিকা, অক্ষর তুলিকা, প্রভৃতি শব্দ ক্রমে অপ্রচলিত হইয়া যায়। পরে ইংরেজী pen শব্দের আমদানী হয়, কিন্তু তাহ দেশ প্রচলিত লেখনীর মত নহে বলিয়া পেনসিল, প্লেট थङ्कङिग्न मऊ बावश्ऊ न श्झ cजथनौ cङन ○8b" জ্ঞাপক পেন কলম (pen +কলম) শব্দে পরিণত হয় ] বি, লেখনী ; অক্ষরতুলিকা। প্র— “দোষ গুণ নাহি দেখি যে কিছু লেখাও লিখি, কলমে বসিয়া কৃপাময়।” —ঘনরাম । “হাতে লইয়া পত্রমসী আপনি কলমে বসি নানা ছন্দে লিখেন কবিত্ব ।” —কবিকঙ্কণ । কলম কাটা-কফি, শর প্রভৃতি কাটিয়া কলম প্রস্তুত করা । ২ । গাছের ডাল কলমের আকারে কাটিয়া অস্ত গাছের ডালে বাধিয়া যে নুতন গাছ উৎপাদন করা যায় । ক্রি, কলম করা—গাছের ডাল হইতে নুতন গাছ উৎপাদন করা। কলমের চারা— কলম করা গাছের চার । বিণ, কলমী— কলম করিয়া উৎপন্ন। প্র—কলী আম । গ্রা, কলুমে। প্র-কলুমে চারা ; কলুমে পেয়ারা। কলমতরাশ (মূ, শ, ) [ আ—কৃল্য-ফ্রা —তরাশ ] কি যাহার দ্বারা কলম কাটা যায় ; छूनैौ । কলমদীন (ম্ন) [ আ—কৃলম্+স্কৃ—দান ] বি, কলম রাখিবার পাত্র । সাধারণত: কলম রাখিবার পাত্র ; মণী ও লেখণী রাখিবার আধার ; দোয়াতযুক্ত কলমাধার। কলম-পেশী (মৃ) { অ1+ফুl ] বি, লেখনী বৃত্তি । কলমবাজী (কলোমাজি) । আ—কৃ" + ফ-বাজী ] বি, লিপিচাতুৰ্য্য ; লিপিকৌশল : লেথনবৃত্তি ; লেখালেখি : কলমের যুদ্ধ । বিণ, কলমবাজ–লিপিকুশল । কলমের ব্যবহারে দক্ষ : কলম চালনায় মজবুত বা তৎপর । কলমা (ল) [ তা—কন্মা=বাক্য। তুল— বাইবেলে—“আদিতে বাক্য ছিল” “In the begining was the word, and the word was with God, and the word was God. —St. John. সং—নাদ:, শব্দ:—“আসীচ্ছক্তিস্ততে নাদস্তন্মাদ্বিন্দু সমুদ্ভব" "শব্দোব্রহ্মাহুভবৎ পরম্” —ভাগবতম্ ] বি, মহম্মদীয় ধৰ্ম্মগ্রহণসম্বন্ধীয় স্বীকারোক্তিজ্ঞাপক এবং দেহশুদ্ধিজনক কোরাণোক্ত উপাসনাবিশেষ : মুসলমান ধর্মের মূল বাক্য ; ইষ্ট মন্ত্র । প্র—“আমার বাসনা হয় যত হিন্দু পাই । মুন্নত দেওয়াই আর কলম পড়াই।” —ভারতচনী । "মোল্লা পড়ায়ে নিকা, দান পায় সিকা সিকা, দোয়া করে কলমা পড়িয়া ॥”—কবিক । কলমী ( কোল্‌মি) { সং—কলম্বী) বি, কলমী

  • if* ; ipomoea reptans.

প্র—“ৰিলে ফোটে কাল জলে কমলকহলারদলে কলমী শালুক স্বী ফুল।” –চন্দন। | কল কলম্ব (সং ] বি, বাণ ; শর। প্ৰ—“উড়িল কলম্বকুল অম্বর-প্রদেশে” —মেঘনাদ । ২ । কদম্ববৃক্ষ ; কদমের গাছ । ৩। শাকের ডাটা : কড়ম্ব । কলম্বিকা [সং ] বি, স্ত্রী, কলমী শাক । প্র—“ভূমি বুনে ভূতনাথ ভাজা পোড়া ছেড়ে । কলম্বীর শাক খেয়ে উজাড়িল গেড়ে ॥” –শিবায়ন । ২ । [ শরীর-বিঃ-পরিঃ ] গ্রীবার পশ্চান্নাড়ী । কলরব (ঝ) কল (মধুরাফুট) রব (শগ)] বি, পুং, কলকল ধ্বনি : কাকলি । (২) ८कांलांश्ल । २ । [ कल-ज्ञव-यांशंब्र, राई ] কপোত ; পারাবত। ৩। কোকিল । কলল (লু) { সং ] বি, ভ্রণ ; জরায়ু । কলশ, কলস () (সং। কল (মধুরাট শব্দ কর) ধাতু হইতে । ঘটাদিতে জল ভরিবার সময় মধুরাট ধ্বনি হয় বলিয়া। অথবা ক (জল) লস্ (ক্রীড়া করে )—যাহার মধ্যে জল ক্রীড়া করে } বি, মাঝারী জালার আকৃতি জলপাত্ৰ ; বড় ঘড়া ; গাগর । স্ত্রী, কলসী—সচরাচর জল আনিবার ও রাখিবার মাটির ঘড়ী : “গাগরী. কলসী” অর্থে কলস শব্দের ব্যবহার আছে । প্র—“যদি কলস ভাসায়ে জলে । বসিয়া থাকিতে চাও গহন-তলে ॥” –রবীন্দ্র । ২ । ধাতু বা মৃত্তিকা-নিৰ্ম্মিত ক্ষুদ্র জলপাত্ৰ ; ঘট । তন্ত্রমতে ঘটের পরিমাণ সাধারণত: ৫• আঙ্গুল ব্যাস, ১৩ আঙ্গুল উচ্চ, ৮ আঙ্গুল মুখের ফাদ । ৩। মন্দির, চৈত্য প্রভৃতির চূড়ান্থ ধাতু, প্রস্তরাদি নিৰ্ম্মিত কলশ : মন্দিরাদির কলসীকৃতি শিখর ; cupola } a dome. প্র—“মুনার কলস শোভে দেউল উপরে" —শূঃ পুঃ । বিণ, কলশিত, কলসিত—কলসমণ্ডিত । প্র—“কাঞ্চন কলসিত” —কবিক । কলশি, শী, সি, সী-কলস দ্রঃ । কলস্বর ( কলশ্বশর) [ কল-স্বর (ধ্বনি ) ] বি, তারস্বর ; উচ্চৈঃস্বর | প্র—“রাম বনবাস শুনি যেমন কৌশল্যা রাণী কলম্বরে করেন রেদিন ।” –শিবায়ন । কলহ ( ) { কল (অব্যক্ত মধুর শব্দ) হা ( ত্যাগ করা ) +অ ( কর্তৃ—ড ) যে শব্দ মধুরতা ত্যাগ করে ] বি, পুং, বাক্যযুদ্ধ ; বিবাদ ; ঝগড়া ৷ ২ ৷ সংগ্রাম ; যুদ্ধ ৷ ৩ ৷ রামায়ণোক্ত বাদ্যবিশেষ [ রাম, লঙ্কা, ৯৫ ] | কলহংস (শ ) { কল ( মনোহর শব্দকারী ) যে হংস (কৰ্ম্মধা ) ] বি, পুং, রাজহংস ; २ | affèpi; a teal. е ! a gander.