পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৩৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলি ৩ । প্লক্ষবৃক্ষ। ৪ । কুটজবৃক্ষ। • । পুতি করঞ্জবৃক্ষ। ৬। গিরীষবৃক্ষ। ৭ । বিণ, কলিঙ্গ দেশজাত। স্ত্রী, কলিঙ্গা-মুগরী স্ত্রী : নিতস্বিনী । ২ । তেউড়ী : ত্রিবৃৎ । কলিজা (কো ) { সং—কালের=যকৃৎ+ষ= জ ; হুি—কলেজ, কলেজী=যকৃৎ : liver. कृ-औशुद्] रि, एकू९ । २ । वक्र:श्लब গ্রস্থিবিশেষ ; হৃদপিণ্ড । প্র—“দেখিয়া যেতেচে ছিড়া প্রচণ্ড হাসির চোটে কলিজা ধমনী ।” —প্রেম ও ফুল । ৩ । [ হৃদপিণ্ড হইতে ] বুক ; সাহস । এই অর্থে হিন্দীতেই ব্যবহৃত । তাহার অমুকরণে বাং-য় বিরল ব্যবহার । কলিঞ্জ (কো ) { সং ] বি, পুং, তৃণনিৰ্ম্মিত আসন ; চাচ : দরমা ; মাদুর । কলিক্রম (কে. ম্) বি, পুং, ৰিভৗতকবৃক্ষ ; বয়ড়াগাছ ( নলরাজার শরীরে প্রবেশকালে ছিদ্রানুসন্ধানার্থ কলি এই বৃক্ষকে আশ্রয় করিয়াছিলেন বলিয়া ইহার নাম কলিন্দ্ৰন্ম ) । কলিন্দ ( কে ) বি, পৰ্ব্বতবিশেষ ( এই পৰ্ব্বত হইতে যমুনা নদী বাহির হইয়াছে বলিয়া কালিনী নামে খ্যাত ) ৷ ২ ৷ বিভীতকবুক্ষ : বয়ড়াগাছ। ৩। স্বৰ্য্য। কলিন্দকম্বা —কলিন্দ পৰ্ব্বতজাত নদী, কালিন্দী বা সুর্য্যকন্যা যমুনা । কলিপ্রিয় (কোলিপ পৃও ) { কলি (কলহ ) হইয়াছে প্রিয় যাহার, বহু ] বি, পুং, নারদ মুনি। ২। বানর। ৩ । [ কলির—প্রিয়, ৬তৎ ] বিভীতকবৃক্ষ : বয়ড়াগাছ। ৪ । বিণ, কলহপ্রিয় : যে কলহ ভালবাসে I স্ত্রী, কলিপ্রিয়া—কনালী। কলিফিরান (কে, নে) [ কলি দ্রঃ। ফিরান হি—ফেব্ৰুন' ] ক্রি, চূণকাম করা : গৃহাদি চুশের জলে মার্জিত করা : চূণ ধরান । কলিত ( কো ) { কল (গণনা করা ) +ত ( কৰ্ম্মে—ক্ত ) ] বিণ, গণিত : সংখ্যাত । २ । भूठ ; यांथिठ : शृशैऊ । ७ । वक्र । ৪ । বিরচিত । [অন্ত শব্দের সহিত সমাসযুক্ত হইয়া বাংতে ব্যবহৃত হয় ] প্র—“ইন্দুবদনী ধনি নয়ন বিশালা । কমল-কলিত জনি মধুকর মালা ।” —বিদ্যাপতি । কলিযুগ (কেলিজুঙ্গ) কেলি দ্রঃ বি, কী চতুর্থ : কলি এই যুগের অধীশ্বর বলিয়া এই নাম : কী এই যুগের অবতার। কলু (ৰুে) কল হইতে হি—কোg=কোন কিছু মাড়িবার কল ; press ; ঘানিগাছ ( oil man's press ) i Itt-H–\tfra Ffa CR করে]বি, তৈলকার। ২। ঘানিগাছ (হি—অমু ჯ)(ჯv©) করণে। উত্তর বঙ্গে)। স্ত্রী, কলুনী— তৈলকার জাতীয় নারী । কলুফে, কুলুফে হি–কুলু । স্থা— কুফল্=তালা, তাহার ভাব হইতে আটক পড়া ] ক্রি, আকৃষ্ট হয় : বাধা পড়ে ; মোহিত হয়। প্র—“মদনকলুফে" —চণ্ডীদাস । কলুষ (কোলু) । কল (গমন করা, আশ্রয় করা ) +উৰ ( কৰ্ত্ত—সংজ্ঞার্থে) যে কুকৰ্ম্মের ফল স্বরূপ হইয়া প্রাণাদিগকে আশ্রয় করে ] বি, ক্লী, পাপ অধৰ্ম্ম ৷ ২ ৷ আবিলতা ; মলিনতা । ৩। বিণ, পাপাশ্রিত : পাপী । ৪ । আবিল ; ঘোলা । কলুষিত (কোলুমিতে) [ কলুষ (পাপ ) + ইত (যুক্তার্থে) ] বিশ, পাপবিশিষ্ট ; পাপকৰ্ম্মকারী : অধৰ্ম্মগ্রস্ত। ২। দূষিত ; মলিন। ৩। মলিনীকৃত : কলঙ্কিত । কলেজ (জু) (ইং—colkg"] বি, উচ্চশিক্ষা গার ; স্কুলের উদ্ধতন শিক্ষাস্থান ; বিজ্ঞান, দর্শন ও কলাবিদ্যা শিক্ষালয় । কলেবর (র) । সং । কল=শুক্র । শুক্রোৎ পন্ন বলিয় ] বি, প্লী, দেহ ; শরীর ; তমু ; গার। স্ত্রী, কলেবর । কলেরা ইং— cholera) বি, বিস্তুচিকা ; ওলাউঠা : সংক্রামক পীড়া : "ইহাতে ফেনের স্বায় ভেদ, বমন, খেচুনি আদি উপদ্রব উপস্থিত হয়, প্রস্রাব বদ্ধ হয় ও জীবনী শক্তি ক্ষীণ হইয় পড়ে।” —ডাঃ আর. জি. কর । কল্ক [সং ] বি, খইল ; খলি : কাইট : শিটে। २ । भत्र : विठं । ७ । कर्मभूल । 8 । *it* I ৫ । অহঙ্কার । ৬। গন্ধদ্রব্যবিশেষ ; চূর্ণদ্রব্যবিশেষ । ৭ বহেড়া গাছ । কন্ধলান (নে) [ কলকল দ্রঃ ] ক্রি কল কল শব্দ করা ৷ ২ ৷ জল-স্রোতের শব্দ হওয়া । ৩ পার্থীর কাকলিধ্বনি করা । কল্কা, কলকা [হি—ঞ্চল (মোরগ ফুল, cockscomb flower ; হি—মুর্গ,কেশ, ill aranthus, prince's seather, of: জন্মিয় আশ্বিন কাৰ্ত্তিক মাসে ফোটে, মোরগের ঝুঁটর মত লাল লাল কেশর গুচ্ছ )—তুকী, কুলগী হইতে তাজ পাগড়ী প্রভৃতির উপর পার্থীর পালক গুচ্ছ—তাহার অনুকরণে অধুনা স্বর্ণমণি মুক্তময় কলগী ] বি. কলগীর মত নক্সা বা ফুল । কন্ধাপেড়ে—কন্ধা কাটা পাড় যুক্ত ; কলকাদার। প্র-কল্ক্বাপেড়ে সাড়ী। কল্মাদার আঁচল—কন্ধা তোলা বা কলকাকাটা আঁচলা । কল্কীদার, কলকাদার (র) [ কক্ষ দ্রঃ ] বি, কন্ধা আছে যাহাতে ; নক্সাকাটা : কলকা তোলা । প্র—“গহন গায়ে আলতা পায়ে কলকাদার আচল।”—ইন্দিরা (বঙ্কিম)। কল্প কল্কি, কন্ধী (কোলকি) [ কল(গমন, আগমন) +কি ( কওঁ )—যিনি আসিবেন, যিনি কলিকালে অবতার রূপে আগমন করিবেন ] বি. পুং, কলিযুগের শেষ অবতীর ; বিষ্ণুর দশাৰতারের শেষ অবতার । পুরাণ মতে ইনি সম্ভল পুরগ্রাম-নিবাসী বিষ্ণুশৰ্ম্ম-নামক ব্রাহ্মণের পুত্ররূপে চৈত্র মাসের শুক্ল দ্বাদশী তিথিতে জন্ম গ্রহণ করবেন। কন্ধিপুরাণ-বি, কন্ধি অবতারের বিবরণযুক্ত পুরাণ-গ্ৰন্থ : ইহার নামান্তর অনু ভাগবত । কল্কি (কোলকি ) { কলিকা—কলকে, উচ্চারণ ভেদে কল্কি । হি—কলিয় ] বি, তামাকের আধার : তামাক সাঞ্জিবার পাত্র । প্র— “কঞ্চির আগুনে তার পুডিল সকল।” —ফুলরেণু । কন্ধে (কোলকে ) [ বলিক দ্রঃ । কলিকা পুপ অথবা পুষ্পের কলির আকার বলিয় ] বি, হুকার অঙ্গবিশেষ (তুল—ইকে কলকে ), তামাক ও আগুনের আধার। কন্ধে পাওয়া—সমাজে বা সভায় উপস্থিত ভদ্র লোককে তামাক থাইতে দিয়া আদর অভ্যর্থনা ও মর্য্যাদা করার প্রথা হইতে অন্ত দশজনের স্যায় তামাক পাওয়া অর্থাৎ দশের মধ্যে একজন বলিয়া গণ্য হওয়া : আসন প্রাপ্ত হওয়া ; সম্মান পাওয়া ; থাতির যত্ব P3 : 3 F에 P3 || e“অবশিষ্ট প্রায় কেহই কন্ধে পান নাই” —বঙ্গবাসী । কলগী (কোলগি ) তুকী—কৃল্গী ] বি, তাজ, পাগড়ী প্রভৃতির সম্মুখে পার্থীর পালকের গুচ্ছ : পূর্বে উষ্ট্রপক্ষীর (মৃতুর মুর্গ, ) পালকে ঐ শিরোভূষণ নিৰ্ম্মিত হইত এক্ষণে স্বর্ণমণিমুক্তায় নিৰ্ম্মিত হয়। সোণার কলগী তাহাতে মুক্ত ও মূল্যবান প্রস্তর জড়িত। কলতানি । কহ্লানির বর্ণবিপৰ্য্যয় ] বি, কত বা কাখ যাহা জলে কচলান (হি-কচুলানা, কচলা-চটকান, ঘর্ষণ করা ) দ্বারা বাহির হয় ; ধোয়াট। ২। পূয বা রসরক্ত ধোয়াজল ; গাদ । কল্প [সং ] বি, পুং, বেদের অঙ্গ গ্রন্থবিশেষ ; ইহাতে বৈদিক ক্রিয়ার বিবৃতি আছে। বেদবিধিবিশেষ ৷ ২ ৷ [পুরাণে ] ব্ৰহ্মার এক আহোরাত্র । 8, ۹۹ ۰ ۰ ۰,۰ - ۰ , ۰ درir ব্ৰহ্মার একদিন এবং ঐ পরিমাণ বৎসরে এক রাত্রি হয়, দিবসে ব্ৰহ্মাও সৃষ্ট হয় ও বিদ্যমান থাকে, রাত্রিকালে তাহ লয়প্রাপ্ত হয় । এই স্বষ্টি ও লয়কে কল্প বলে ৷ ৩ ৷ প্ৰলয় । ৪ । পক্ষ । ৫ । বিধি ; নিয়ম ; বিধান : শাস্ত্রীয় বিধি বা নিয়ম পালন। প্র—নবম্যাদি কল্প : কল্পবাস । ৬। অভিপ্রায় ; সংকল্প : প্রতিজ্ঞ ।