পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৪৪৪

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুণিমারী-কনুই প্রহার করা। প্র— “কীল কুণি কুঞ্জরে কুপির মারে যেন।” -एनब्रांभ ॥ কুণী । কুণি গ্রঃ। কোণ হইতে ] কি নখরোগ। ইহা নথের প্রাস্তভাগে হইয়া ক্রমশ: নখকে বিবর্ণ ও নষ্ট করে। কুণো (নো ) (সং—কোণ+উয়l=কোয়— সংক্ষেপে—কুণে ] বিণ. কোণসম্বন্ধীয়। ২। কোণপ্রিয় ; যে কোণে থাকে ; যে ঘরের কোণে স্ত্রীলোকের স্থায় বা অন্তঃপুরে অবস্থান করে, কিন্তু বাহিরে বড় যায় না । ৩ । [ ঘরের কোণে সৰ্ব্বদা থাকা হেতু ] মুখচোরা ; লজ্জাশীল ; লাজুক । কুণোবেঙু ব্যাঙ্গুণে,ব্যা)সং—কুপমওক] বি-এক জাতীয় মওক ; যাহারা গৃহকোণে বাসা করিয়া থাকে এবং গৃহেরই চতুঃসীমার মধ্যে বিচরণ করে ৷ ২ ৷ [তষ্কপ প্রকৃতি হইতে] মুখ-চোরা ; মেয়েমুগো ; পুরুষপ্রকৃতিবিহীন ব্যক্তি ; ভীরুস্বভাব ব্যক্তি । প্র—"সে রকম কুণোবেঙ হওয়া কি হুজুরের মত লোকের শোভা যায় ।”—যোগেশ্বরী ( দামোদর ) । কুণ্ঠ (কুনঠ) কুণ্ঠ (আলস্ত করা)+জ (কর্তৃ —অচ্) যে আলস্ত করে ] বিণ. আলস্তযুক্ত ; অলস ; জড় ; কুড়ে। ২। অকৰ্ম্মণ্য ; অক্ষম। ধি, কুষ্ঠা । ৩। সঙ্কুচিত । ৪ । কাতর। প্র— ব্যয়কুণ্ঠ । ৫ । প্রতিবন্ধ ; ব্যাহত । ৬। ভোতা (তুল—বিপরীত অর্থে অকুণ্ঠধার কুঠার) । কুণ্ঠক ( কৃ ) [ কুণ্ঠ+ক (সংজ্ঞার্থে) ] বিণ, কুকৰ্ম্মকারী ; কুৎসিত কাৰ্য্যতৎপর ; মুর্থ। ২ । সসঙ্কোচ : সঙ্কোচকারী। কুষ্ঠা [ কুণ্ঠ দ্রঃ ] বি, সঙ্কোচ ; জড়ত ৷ ২ ৷ লজ্জা । ৩ । ভয় । কুষ্ঠিত কুষ্ঠ,+ত (কৰ্ত্ত—ক্ত) বিল, অপ্রতিভ ; অপ্রস্তুত ; লজ্জিত : সঙ্কুচিত ৷ ২ ৷ কাতর। বি, কুষ্ঠ । কুণ্ড (কুন্ডে) কুন্ড (বাহ করা বা রক্ষা করা) +অ ( কৰ্ম্মে—সংজ্ঞার্থে-অল) যে রক্ষিত হয় ] বি, পুং, সধবা স্ত্রীর উপপতিজাত সন্তান ; পতি বিদ্যমান থাকিতে স্ত্রীর জারজ পুত্র । ২ । [ —অধি, অল্‌ ] অগ্নি রাখিবার জষ্ঠ ভূগর্ভে খনিত গৰ্ত্ত। ৩। যজ্ঞকুণ্ড । প্র—“কুও কাটিয়াছি মাসি তোমার মন্দিরে । একটি সাধন আছে সাধিব কালীরে ॥” —ভারতচন্দ্র । ৪ । জলপাত্র । ৫ কূপ । ৬। জলাশয়র্তীর্থ ; দেব জলাশয় ৷ প্ৰ—রামকুণ্ড ; সীতাকুও। ৭ । চৌবাচ্চ । ৮ । বৃত্তাকার ( গোলাকার ) পরিমাণ পাত্র । ৯ । আধার ; शांशं८ठ cकांन किहू ब्रांथों याग्नr। ॐতাম্রকুও, ঘৃতকুণ্ড, মধুকুও প্রভূতি ৷ স্ত্রী, 8め> কুণ্ডী—কলসী ; ঘটা। ২। স্বালী ; পাকপাত্র। ৩। কমণ্ডলু। কুণ্ডকীট (ট) { সং ] বি, পুং, পুতিত ব্ৰাহ্মণীর সন্তান । কুণ্ডভেদী (কুনডোভেদি) [কুও-ভিদ (ভেদ করা)+ইন (কৰ্ত্ত—শিন)-ভেদিন ১ম, ১ব ] বিণ. যে কুও ভেদ করে ৷ ২ ৷ বি, পুং, ধৃতরাষ্ট্র পুত্রবিশেষ । কুণ্ডল (স্) [ "কুণ্ডলং কর্ণবেলং”—জময় ] क्,ि ক্লী, কর্ণাভরণ ; কর্ণভূষণ ; মাকড়ীবিশেষ | প্র—“কণ্ঠী আনির কণ্ঠে জড়ায়, অঙ্গদ দুটি বাংতে পরায়, কুণ্ডল দেয় কানে ৷”—রবীন্দ্র । ২ । [ কুণ্ডলাকৃতি বলিয়া ] করভূষণ বলয়। ৩ । কণ্ঠভূষণ : ইথিলি । ৪ । চরণালঙ্কার ; মল। [ বাং-য় বিরল ] সমূহ। কুণ্ডলী ( কুনডোলি ) [ গ্রা–কুণ্ডুলি। কুণ্ডল (কর্ণভূষণ )+ইন ( অস্ত্যর্থে)=কুওলিন ১ম, ১ব ] বিণ, যাহাক কুগুল আছে ; কর্ণভূষণধারী । ২ । [ ইহার পুচ্ছদেশে কুণ্ডলাকার চিই আছে বলিয়া এই নাম ] ময়ুর । ৩ । বরণ । ৪ । চিত্রমূগ । ৫ । [ ইহারা কুগুলীকারে অবস্থান করে বলিয়া এই নাম ] সৰ্প । কুগুলী পাকান-অঙ্গকে পাকাইয়া কুণ্ডলে পরিণত করা । জন্মকুণ্ডলী স্বেদীর্ঘ কাগজে জন্মকোষ্ঠী প্রস্তুত করা হয় এবং তাহা কুণ্ডলী করিয়া অর্থাৎ বলয়াকারে গুটাইয় রাখা হয় বলিয় ] জন্মকোষ্ঠী । স্ত্রী, কুলকুণ্ডলিনী-কুলকুওলিনী শক্তি। ২। গুড়,চী । ৩। সর্পিণীবৃক্ষ। ৪ । কপিকছু। ৭ । কাঞ্চনবৃক্ষ। ৬। সপী। ৭ । খ্রিলেপী নামক মিষ্টান্ন । কুণ্ডশায়ী (কুও-লী (শয়ন করা )+ইন্‌ ( কৰ্ত্ত—শিন)-শায়িন ১ম, ১ব ] বিণ, কুণ্ডে শয়নকারী । ২ । বি, পুং, ধৃতরাষ্ট্রের একপুত্র । কুণ্ড [সং—কুণ্ডল। হি-কুও। বাং—গ্রা— কেঁাড় ] কি লোহার কড়া, দ্বারের বা সিন্মুক আদির ডালার শিকল পরাইবার জন্ত কড়া ; শুর্ষে । কুণ্ডাশী। কুও (জারজ)+অশ (ভোজন কর) +ইন (কর্তৃ—ণিন)=কুওশিন ১ম, ১ব ] বিণ, কুণ্ডের ( জারজের ) ও গোলকের ( বিধবা দশায় জাত পুত্রের) অন্নভোজনকারী ৷ ২ ৷ কোর্টুন । ৩ । ধৃতরাষ্ট্রের একপুত্র । কুণ্ডিক ( ) ( কুও (জলপাত্র)+ইক (স্বার্থে-ইকণ, ) ] বি. ক্লী, জলাধার। ২। স্থালী ; পাকপাত্র ৷ ৩ ৷ তাম্রকুণ্ড । ৪ । কমওপু কুড়ি । স্ত্রী-কুণ্ডিকা । কুতু কুণ্ডিন () কুও+ইন (অধি—সংজ্ঞার্থে) ] বি, ক্লী, নগরবিশেষ ; বিদর্ভনগর ৷ ২ ৷ পুং, মুনিবিশেষ । [ কুও+ইন ( অস্ত্যর্থে )=কুণ্ডিন ১ম, ১ব ] বিণ, কুণ্ডবিশিষ্ট ; কুওক্ত ৷ ২ ৷ রত্নভাণ্ডার। ৩ । স্থালী । কুণ্ডোদর (র) ফুেণ্ডের স্থার উপর হইয়াছে যাহার, বহু ] বিণ, অপ্রশস্ত উদরযুক্ত । ২। বি, পুং, নাগবিশেষ। কুত, কৃত (ত) ছি—কুত, (সং—আকুত— তাৎপৰ্য্য, মণের ভাব ) আঙ্গাজী ৰ ঠাউক গণনা বা হিসাব করা] বি, অনুমান ; আন্দাজ । ২। আনুমানিক পরিমাপ। কুতকাত— [সহচর শব্দদ্বয়] আন্দাজী মাপ জোক : আলুমানিক পরিমাণ নির্ণয় । প্র—"ক্ষেতে দেখে খন্দ যদি খেতে নাহি পায়। কুতকাতে কায়েত কিফাতি করে তার ॥” —শিবায়ন । কুতকাত করা—আদাজী মাপ জোক করা । কুতঘাট (ত, টু ) { হি—কুত ] কি কুত করিবার ঘাট ; যে স্থানে বোঝাই নৌকার মালের পরিমাণ নির্ণয় করিয়া শুষ্ক গ্রহণ করা হয় । কুত দ্রঃ । কুতন্ত্র ( কু ( কুৎসিত) যে তন্ত্র (পরামর্শ) কৰ্ম্মধা ] বি, ক্লী, কু-পরামর্শ । ২ । [কু হইनitछ् उश्च ( भव१| ) यांश्ांनि, २२] रेिश्, কুপরামর্শদাতা । কুতন্ত্রী (তোনতৃ ) বি, কুমন্ত্রণাদাতা ; চক্রান্ত কারী। ২। কুৎসিত বীণা ৷ কুতপ (প) কু ( ঈষৎ ) তপ ( রৌদ্রের তাপ ) হয় যে সময়ে, বং ] বি, পুং, ক্লী, কালপরিমাণ ; দিবসের ১৫ ভাগের ৮ ভাগ : ৩• দও পরিমিত দিনমানের দ্বিতীয় প্রহরের শেষ দও অবধি ৩য় প্রহরের ১ম দণ্ড পৰ্য্যস্ত কুতপ মুহূৰ্ত্ত। ঐ সময় একোদিষ্টশ্রান্ধের প্রশস্তকাল ৷ ২ ৷ বাদ্যবিশেষ ৷ ৩ ৷ ছাগ লোমের কম্বল । কুতুক ( ) [ কুতু (শব্দ) কৈ (শব্দ করা ) +অ (ভাবে ড) ] বি, ক্লী, ঔৎসুক্য ; কুতুহল। २ । अनन् । কুতুকুতু, কুতুরকুতুর, কাতুকুতু, কুতিকুতি [ नर-कूटू-१छूक । श्-ि দ ] বি, হাসাইবার জন্ত অঙ্গ স্পর্শ ; অঙ্গস্পর্শে রোমাঞ্চ : বগলে সুড়সুড়ি । ক্রি, কুতুকুতু, কাতুকুতু দেওয়া—অঙ্গে সুড়হুড়ি मिग्ना शंभांन । কুতুপ (প) কুতু ( তৈলাধার )+উপ সংজ্ঞার্থে ] বি. ক্লী, কুতুপ নামক তৈল-পাত্র । ২ । চামড়ার তৈয়ারী তৈল-পাত্র ; ছোটকুপী ; | |