পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৫৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বর যাওয়া ও ঘরের বাহিরে আসা । ঘর ভাঙ্গানো—কুপরামর্শ দ্বারা কাহারও সংসারে ৰিবাদ বাধাইয়| একান্নৰী পরিবারকে cशज्जडत्र कब्र । थ-“७मा अयन घब्रडांत्र ৰেহাল্লা মেয়ে ৰাপের কালেও ত দেখিনি গে|”—বলিতে বলিতে গিন্নী একেবারে ক্ষিপ্ৰপদে কর্তার নিকট উপস্থিত হইলেন।”— কলিকাল (শৈলেশ মুজুমদার) । ঘর ভরা— ধনধান্তে গৃহ পূর্ণ করা। প্র—“ধর ভরি দিব সোণায় রূপায় বুদ্ধি যোগাও তুমি "—রবি ঠাকুর । ঘরমঙ্গলান—বিবাহে সংস্কার বিশেষের অনুষ্ঠান করা ; ঘরের মঙ্গল আচার কর । ঘরমজানে!—কুল বা বংশকে কলঙ্কিত করা । ২ । বিপথগামী করিয়া কোন সংসারকে ডুবানো। ঘরমারা—ক্রি, বুনানির মুখ বন্ধ করা । ২ । মোজী টুপি প্রভৃতি বুনানির ঘর ক্রমশঃ হ্রাস করা । ৩। বাড়ী লুঠ করা । ঘরমুখো— গৃহাভিমুখী : পরিবারের প্রতি অত্যধিক অনুরক্ত। ঘর সরা—ঘর ব্যবহার করা ; ঘরে বাস করা। ঘর সন্ধান—গৃহের দোৰামুসন্ধান ; গৃহচ্ছিদ্র জ্ঞান ; গৃহের ভেদ জ্ঞাত হওয়া । প্র—ঘরসন্ধানে রাবণ নষ্ট । ঘরসর্ববস্ব-গৃহের সারবস্তু ; গৃহের সর্বস্বধন । প্ৰ—“ঘরসৰ্ব্বস্ব ঘরে স্বাকা আজুলি ভারে।” –উপকথা। ঘরাঘরি—গৃহসংক্রান্ত ৷ ২ ৷ মাপোষে । ৩ । নিকট আত্মীয়ের মধ্যে । প্র—ঘরাধরি কুটুম্বিতা। ঘরেঘরে— প্রতি ধরে ; জন্মে জন্মে। প্র—“ঘরে ঘরে মোর ঘর আছে আমি সেই ঘর মরি খুজিয়া ।” —রবি। ঘরে পরে—গৃহে বাহিরে : শক্ৰ ও মিত্রে । “কারেই বা কই প্রাণে মোরে রই । ঘরে পরে আরো তাহে করয়ে লাঞ্ছন।” —হরুঠাকুর ( বাং-গান ) । অঘর—ঠেকোঘর : ইনকুল। আঁতুড়-ঘর-প্রসবঘর। একঘরে—আদান প্রদান সম্বন্ধে আপনার ঘরে বদ্ধ ; সমাজচ্যুত ; সমাজপরিত্যক্ত ; ঠেকে। কেতাবঘর-লাইব্রেরী ; পুস্তকআগার। কোটা ঘর-ইষ্টক প্রস্তরাদি নিৰ্ম্মিত ঘর - পাক ঘর ; অট্টালিক। খেলাঘর—ত্ৰীড়াগৃহ ; ছোট ছেলেমেয়েদের খেলিবার ঘর। ২ | অবাস্তৰ। প্র—সত্যিকার না খেলাঘরের ? গোয়াল ঘর-গোপাল । গোলাঘর-শস্তাদি সঞ্চিত করিয়া রাখিবার স্থান : শস্তাগার ; মরাই । গোসাঘর { হি—গুস্সা হইতে ] পুৰ্ব্বকালে সন্ত্রান্তগৃহের অন্তঃপুরে একটা গৃহ নির্দিষ্ট থাকিত যথায় মহিলাগণ ক্রোধ বা অভিমানকালে আশ্রয় গ্রহণ করিতেন। ছিটেবেড়ার ঘর—কঞ্চির বেড়ার গায়ে মাটির ছিটে ¢J9ጫ ( প্রলেপ) দেওয়া ঘর। ছেচ বেড়ার ঘর—যে ঘরের দেওয়াল ছেচ বঁাশের উপর भां*ि १ब्रांन् । নাচঘর—মৃত্যশালা । বৈঠকখানা ঘর-বাহিরের লোকের বসিবার ও আলাপ করিবার গৃহ । ভাঙ্গণ ঘর ছেয়ে দেওয়া—[ বিদ্ধপে ] অসমর্থকে সাহায্য করা । অভাব মোচন করা (তুল-ছাত দিয়া মাথা রাখা ) । ভাঙ্গাঘর যোড়া দেওয়া—সংসারের মধ্যে পরস্পরের মনোমালিষ্ঠ দূর করা। ভাড়ার ঘর—রন্ধনোপযোগী ও আহারীয় দ্রব্যাদি রাখিবার গৃহ। মেটেঘর— মৃন্ময়গৃহ ; কুটার। রান্না ঘর—রন্ধন গৃহ : পাকশাল । শয়ন ঘর—শয়ন করিবার ঘর ; বিশ্রামগৃহ। ঘরের ল্যাঠা –সংসারের ঝঞ্ঝাট । ঘরে অfগুন দেওয়া—সংসারে বিবাদ বাধান । ঘরো জল—গৃহসম্পত্তি ; আপনার •ধন ; সঞ্চিত ধন । প্র—বেনে জল এসে ঘোরো জল বার করে নিয়ে গেল । ঘরণী { সং—গৃহিণী হইতে ] বি, স্ত্রী, ভায্য ; স্ত্রী : সহধৰ্ম্মিণী । প্র—“শিবের ঘরণী ওই অপূৰ্ব্ব মোহিনী”—অশোকগুচ্ছ। “হরের ধরণ"—চণ্ডীদাস । ঘরট [ ধরু ( অনুকার শব্দ) অট্ট ( অটু ভ্রমণে )—যাহা ধৰু ঘৰু শব্দে ঘোরে ] বি, যাতা । ঘরমু [স্বর—মু ( অভিমুখ-মুখ )। গ্রা। পদ-সা] অ, ঘরের প্রতি : ঘরের দিকে। প্র— “ঘরমু চাইতে নারিনু সই আকুল করিল প্রাণ।”—গোবিন্দদাস । । ঘরহি ব্রিজ ক্রি-বিণ, গৃহে। প্র—"ব্ৰজকুল নন্দন কহত যতনে পুন ঘরহি পাঠাওল ফেরি” --গোবিনদাস ৷ ঘরা [হি—ঘর—িঘর দ্র: ] বি, কামানে আগুন দিবার ছিদ্র ৷ ২ ৷ ছিদ্র । ঘর থেয়ে যাওয়া—[ গ্ৰী ] ঘর্ষণে ক্ষয়প্রাপ্ত হইয়া ছিদ্র হওয়া। প্র—ঘর খেয়ে বালার ফাদ বেড়ে গেছে । ঘরাউ, ঘরাও (ঘর +উঅ (সম্বন্ধে ) = আউ=আও ] বিণ, গৃহসম্বন্ধীয় ; ঘরোয় ( দ্র: ) । - ঘরাণা ( না ) [ প্রাদে ] বি, উচ্চবংশজাত ; বিখ্যাত বংশোৎপন্ন । প্র—"ত্তোমার জন্ত রাজসিংহ সৰ্ব্বস্ব পণ করিবে কেন ? বিশেষ তুমি মাড়বারের ঘরাণা ।” –রাজসিংহ (বঙ্কিম) । ২ । গৃহসম্বন্ধীয় । প্র— এ আমাদের ঘরাণা কথা । ঘরামী ( প্রাদে ] ৰি, গৃহনিৰ্মাণকারী ; গৃহকারক ; বাহারা গৃহ প্রস্তুত করে, সাধারণতঃ ঘৰ্ম্ম কাচা ৰাড়ী, খোড়ো বা খোলার ঘর বাহারা নিৰ্ম্মাণ করে । ঘরোয় { হি-ঘরউঅl, ঘরৈয়া, ৰাং-সংক্ষেপে ঘরে { ঘোরো ) ঘর—উত্মা (সম্বন্ধে) =উয়া= ওআ=আউ ] বিণ, গৃহসম্বন্ধীয়। ২। পারিবারিক । ৩। অতিপরিচিত । ঘর্ঘট (টু ) { ঘর (অনুকরণ শব্দ ) ঘটু ( ঘটান, করা ) + অ (কর্তৃ—অন) ঘরখর শব্দ, হেতু নাম ] f, "R, Cēsātāts ; pimelodus gogoru. ঘর্ঘর (র) [ শব্দাত্মক। মৃদুশৰে ঘুৰ্‌ঘূর । আধিক্যে ঘড়ঘড়) অ, ঘূর্ণন শব্দ ; চক্রাদির ঘর্ষণ শব্দ । ২ । শ্লেষ্মাজনিত গলার ঘরঘর শব্দ । ৩ । ঘোর শব্দ । ৪ । [ ঘরঘর রবকারী বলিয়। ] পেচক ; পেঁচ । স্ত্রী, ঘর্ঘরা, ঘর্ঘরী— ক্ষুদ্রান্টিক ; ঘুঙুর। ২। ঘর্ঘরানামক নদী : অপর নাম সরয, । ইহা অযোধ্যার নিকট হইতে প্রবাহিত হইয় গঙ্গায় মিলিত হইয়াছে । ৩ । একপ্রকার বাণ । ৪ । তুষানল বিণ. ঘর্ঘর শব্দবিশিষ্ট । ঘর্ঘরিকা ( ঘরঘোরিক ) [ ঘর্ঘর +ক ( স্বার্থে) আপ-স্ত্রী । ই আগম ] ৰিe স্ত্রী ঘুঙুর। ২ । বাদ্যযন্ত্র । ৩ । থই । ৪ । নদীবিশেষ । ঘর্ঘরিত ( ঘরুসোরিত ) { ঘর্ঘর ( এই শব্দ ) + ইত (যুক্ত, কৃত ) ] বি, ক্লী, ঘর্ঘর এইরূপ শব্দে শদিত । ঘৰ্ম্ম [ ঘূ ( ক্ষরণে ) +ম ( কত্ত্ব ) ] বি, পুং, ষে ক্ষরিত হয় : ধৰ্ম্ম জল ; ঘাম ; স্বেদ ৷ ২ ৷ রৌদ্র । ৩ । গ্রীষ্ম । ৪ । ৰিণ, উষ্ণ । ঘৰ্ম্মচচ্চিক (চে ) { সং ] ৰি, স্ত্রী, ঘগ্গজ। ঘামাচি দ্রঃ । ঘৰ্ম্মবিচচ্চিকণ (চেl) { ঘৰ্ম্ম জন্য যে বিচর্চিকা —কৰ্ম্মধা | বি, স্ত্রী, ঘামচি ! ঘৰ্ম্মাক্ত [ ঘৰ্ম্ম ( দ্বারা ) আক্ত ( সিক্ত ) ৩ত২ ] বিণ, যাহা ধৰ্ম্মে ভিজিয়া গিয়াছে ; স্বেদাদ । স্ত্রী ঘৰ্ম্মাক্তা—ম্বেদসিক্ত : ধৰ্ম্মাঃ তা । ঘৰ্ম্মীক্তকলেবর—স্বেদসিক্ত দেহ ৷ ২ ৷ বিণ, যাহার দেহ স্বেদ-মাত হইয়াছে ; ঘৰ্ম্মে অভিষিক্ত কলেবৰ। স্ত্রী, ঘৰ্ম্মাক্তকলেবরা—যে স্ত্রীর দেহ ঘামে ভিজিয়াছে : স্বেদসিক্তদেহা । ঘৰ্ম্মান্ত [ ঘর্শ্বের ( গ্রীষ্মের ) অস্ত ( শেষ ) হয যে সময়ে—বহ ] বি, পুং, বর্ষাকাল । ঘৰ্ম্মান্তকামুকী ঘৰ্ম্মান্তে (বৰ্ষাকালে) যে কামুকী ( কামপরতন্ত্র ) ৭তৎ—বধাকালে ইহার কামপরতন্ত্র হয় বলিয়। ] ৰি, বলাক ; বক। ২ । কপোতশ্রেণী । ঘৰ্ম্মার্ক [ ঘৰ্ম্ম ( দ্বারা ) আৰ্ত্ত ( পীড়িত ) ৩তৎ ] বিণ. যে অতিশয় ঘৰ্ম্ম নির্গত হওয়ায় কাতর হইয়াছে ; ঘৰ্ম্মবারিপীড়িত ।