পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৭৯৬

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে ঝাঁপ দিন অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।


দাড়া इॉप्न सक रु७ब्र] ; अभां ; हिंद्र श्७ब्रां । &यं"शब्रिचांद्र मधूबl cशांकूल दूनांबन । cकांन তীর্থ নহে দুর দাড়াইলে মন ॥”—ধৰ্ম্মমঙ্গল । ৫ । সঞ্চিত হওয়া । প্র—নাবাল জমিতে জল _ দাড়ায় । नॅप्लिां★, लैंॉाज्जां* ( न ) [ म७ श्ठ । লেজের উপর ভর দিয়া দাড়াইয় উঠে বলিয়। ] বি, সপবিশেষ । দাড়ি [ দও—দাড় +ই। দাড়ী দ্রঃ ] বি, যে দাড় ফেলিতে ফেলিতে নৌকা চালায় ; নৌকাবাহক ; পোতচালক। প্র—"সাজিয়ে নিয়ে জাহাজখানি বসিয়ে হাজার দাড়ি”—রবি । দাড়ি (হি-ডাওঁী=দণ্ড হইতে। ধাড়া দ্রঃ ] বি, তুলাদণ্ড : দাড়িপাল্লা । দাড়িবাটখাড়া—ওজনদণ্ড ও মাপ। প্র—“বাণিজ্য বিষয়ে ছোট কি আমরা, ধরি সদা হাতে দাড়িবাটখাড়া । আমাদের কৰ্ম্ম বেচা-কেন করা ॥” -진한- || দাড়ী—কি নৌকাবাহক ; যে নৌকায় দাড় টানে । ২ । তুলাও । ৩। পূর্ণচ্ছেদ চিহ্ন : । এই চিহ্ন : ইহা ইংরেজী . fullstop চিহ্নের তুল্য। প্রা-বাং-য় এই চিহ্ন ছিল না । ৪ । টানা রেখা ; কসি । দাড়াপাল্লা হি]থি, তেলদাড়ী : পরিমাণদণ্ড। দাত (ত্) { দন্ত শব্দজ ] কি দন্ত ; দশন । ক্রি, দাতান। বিণ, দাতাল ; দেতো । দীতকনকল্—দাতের বেদন ; দাতশূল রোগ। দাতকড়া—দাতের মুলের যন্ত্রণাদায়ক কঠিন মাংস। দাত তোলা-যন্ত্রণাদায়ক দাত উপড়াইয় ফেলা। দীত বাধীন —দাত পড়িয়া গেলে কৃত্রিম দাত বসান । দাত দেখান—ৰ্দাত খিচান ; ভেঙ্গান। দাত_ বাহির করা—দাত খিচান। দাতখিচানা—দাত বাহির করা । দীতের গোড়া—দন্তমূল। দাত ভাঙ্গণ —দাত তুলিয়া ফেলা ৷ ২ ৷ সাপের বিষ দাত ভাঙ্গার ভাব হইতে, দর্পচূর্ণ করা। দাত ভেঙ্গে দেওয়া—দাত ভাঙ্গা দ্রঃ। দাত ফোটান-কামড়দেওয়া দস্তু প্রবেশ করান । ২ । কোন বিষয়ে প্রবেশলাভ করা। দণত পড়ে যাওয়া—দুধে দাত পড়া । ২ । বৃদ্ধ হওয়া ; ফোগল হওয়া । দাতেদাতে লাগা—নীচের পাটির সহিত উপর পাটির দাত বদ্ধ হওয়া। দাঁতকপাটী— চোয়ালের খিল আটকাইয় যাওয়া দাতোতে লাগ । দীত থাকতে দাতের মর্য্যাদা না জানা—দাত থাকিতে চর্বণ-যোগ্যবস্তু না পাইলে বাৰ্দ্ধক্যে যখন দাত থাকে না তখন খাইতে ইচ্ছা হইলেও খাওয়া অসম্ভব সুতরাং সময়ে প্রাপ্যবস্তুর সদ্ব্যবহার বিধেয় । প্র— ৭৬৩ "সঞ্চিত মুক্ত হন্তে ব্যয় করিয়া রিক্ত-হন্ত হইলে পর “দাত থাকিতে দাতের মর্য্যাদা জানে না" এই প্রবাদ কথাটার মৰ্ম্ম বুঝিতে পারেন কিন্তু তখন বুদ্ধা আর না বুঝ তুল্যকথা।”—বিজ্ঞাননীতিপ্রন্থন। দুধে দাত—দুগ্ধপোষ্য_শিশুর qqq èżl &fš # milk teeth. f5&qদীত—চিরুণীর মত চেরা বা ফাক র্যাক দাত। গজৰ্দাত—দাতের পাশ দিয়া অতিরিক্ত যে দাত বাহির হয়। আকেল দাত—কসের যে দাত সৰ্ব্বশেষে বাহির হয় teeth. দীতে কুটো করা—দাতে তৃণ করা ; ঘাইট মানা : অতি বিনীত হওয়া । দাতে কুটো কাটা—অতিশয় বিনীত হওয়া । দাতছোলা—দাত মাজা । ২ । ছোল ধরা অর্থাৎ মিশির রঙ্গ ধরা : মিশি দেওয়া । প্র—"দাতছোলা মাজা দোলা হাস্ত অবিরাম।”—অন্নদামঙ্গল। দাতখামাটী— নীচের ঠোট উপরের দাত পাটি দিয়া কামড়ান। দাতন (দাতোন) [সং—দস্তুধাবন] বি, দস্তুধাবন : দন্তমজ্জিন ৷ ২ ৷ দন্তকাষ্ঠ ; দাতন কাঠী । দাতান (নো ) { দাত+আন ( ক্রি-বিভক্তি) ] ক্রি, দাত বসান ; দস্তাঘাত করা ৷ ২ ৷ দাত উঠা ; দন্তোদগম হওয়া । দাতাল ( লো ) [ দস্তাল শব্দজ ] বিণ, দংষ্ট্রাল ; বৃহৎদস্ত যুক্ত । দণত্যা [ প্রা-বাং—দাওয়া দ্রঃ ] বি, দাওয়া ; রক। প্র—“তালতরু সম উচ্চ করিল প্রাচীর । পাথরের দাতা দিল হনুমান বীর ॥”—কবিক । দাদুড়িয়া, দাদুড়ে, দাদুড়ে { দুর্দান্ত হইতে ] বিণ. দুরন্ত ; দুর্দমনীয় ; দু দে । প্র—“কেবা দাদুড়ে আহলাদে”—টেকচাদ । ২ । দৌড়াদৌড়ি; দাপাদাপি । প্র—“চতুর্দিকে দাদুড়ে বেড়াইতে লাগিল ।”—টেকচাদ । দাকাবুকী—বিল, ডাকাবুক দ্র। দীক্ষায়ণী, নী ( দাখ্যায়নি ) { দক্ষ ( প্রজাপতি ) + আয়ন ( অপত্যার্থে, ধায়ন ) স্ত্রী-ঈপ, বি, স্ত্রী, দক্ষকন্যা : সতী । দাক্ষিণাত্য ( দাথিনাৎত) [ দক্ষিণা +ত্যুণ, (তত্র জাত অর্থে) ] বিণ. দক্ষিণদিগম্ভব । দক্ষিণ দিক্‌ জাত। ২। দক্ষিণদিকে অবস্থিত দেশজাত। ৩ । [স্বার্থে–ত্যণ, ] বি, দক্ষিণ রাজ্য ; ভারতবর্ষের দক্ষিণে স্থিত দেশ ; afriţvit ; frii : the Deccan. ag অর্থ অৰ্ব্বাচীন। প্রামাণিক প্রাচীন সং-অভিধানে এই অর্থের অসন্তাৰ। কিন্তু আধুনিক বং প্রসিদ্ধ সংস্কৃতজ্ঞ পণ্ডিত দক্ষিণাপথ অর্থে দাক্ষিণাত্য ব্যবহার করিয়াছেন। প্র— “দাক্ষিণাত্যে ( s ) মহারাষ্ট্রীয় কানারী ( e ) তেলও (৬) তামিল মালায়ালম।”—ভূদেব মুখোপাধ্যায় । ৪ । দাক্ষিণাত্যৰাসী ;

wisdom

দাগ দক্ষিণী । প্র—“গরজে হগ্ৰীৰ সহ দক্ষিণাত্য যত।”—মেঘনাদ । " -বাধহে আজি কৃতজ্ঞতাপাশে রঘুবংশে, দক্ষিণাত্য, দক্ষিণ্য প্রকাশি।"—ঐ । দক্ষিণ্য ( দাখিন্ন) [ দক্ষি৭+য ( ভাৰে —ঞ্চ ) ] বি, ক্লী, দয়া : আমুকুল্য। প্র— "বাধ হে আজি কৃতজ্ঞতা-পাশে বযুবংশে, দাক্ষিণাত্য, দাক্ষিণ্য প্রকাশি ।”—মেঘনাদ । ২ । ঔদার্য্য ; সরলতা । ৩। সৌজন্ত । ৪ । [ দক্ষিণা +য ( যোগ্যার্থে—ঞ্চ ) ] বিণ, দক্ষিণাৰ্ছ : দক্ষিণার উপযুক্ত । দীক্ষ্য ( দাকৃথ ) [ দক্ষ +য ( ভাবে, ফ্য ) ] বি, ক্লী, নৈপুণ্য ; দক্ষতা ; সামর্থ্য । দাখিল ( ল) [ আ—দাখিল দখল (অধিকার করা ) হইতে দাখিল=অধিকৃত হওয়া ] বিণ, অধিকৃত। প্র—"পবন গমনে চোর হুইল দাখিল"—ধৰ্ম্মমঙ্গল । ২ । উপস্থিত ; প্রাপ্ত : উপনীত । প্র—“ঘোড়ার গমন যেন প্রলয় অনিল দড়বড়ি দুইদণ্ডে দরবার দাখিল ॥”— ঘনরাম । "দাখিল আনিলগতি ময়না নগরে ।” —ঘনরাম । ৩ । পেশ ; যথাস্থানে ও যপাপাত্রে অৰ্পণ । প্র—খাজান দাখিল করা । ৪ । সামিল ; সমান : মত ; প্রায় । প্র-সে মরবার দাপিলে পড়েছে । ৫ । [ প্রদে ] যমালয় ; মৃত্যুর গ্রাসে। প্র—দাখিলে যাওয়া। বিণ, দাখিলী—যাহা দাখিল করা হইয়াছে। দাখিল করা—পেশ করা। দাখিল হওয়া—উপস্থিত হওয়া ; পৌছান । দাখিলে যাওয়া—মর । দাখিলখারিজ-কালেক্টরী বহিতে পুরাতন অধিকারীর নাম কাটিয়া মুক্তন অধিকারীর নাম Wরঞ্জ । যাহা খাতায় দাখিল করা ছিল তাহার খারিজ । দাখিলা [ আ ] বি, যে খাজান দাখিল কর হইয়াছে তাহার প্রাপ্তি-স্বীকার-পত্র ; রাজস্ব আদায়ের রসিদ ; কবচ । দাগ (গ ) { ফু-দাগৃ=চিহ্ন ] কি চিহ্ন ; অঙ্ক ; আঁক। প্র—"এই যে এখনো তার দাগ দেখা যায়।”—প্রেম ও ফুল। ২। অপযশ: ; বদনাম ; কলঙ্ক । প্র—"ভট্ট হে অব ভও ভয় কবিতাই ভটাই মে দাগ চড়ায়৷”— অন্নদামঙ্গল । বিণ, দাগী । দাগ করা —চিহ্ন দেওয়া ৷ ২ ৷ আঁচড় কাটা । দাগ দেওয়া, দাগ লাগান-কলঙ্ক অর্পণ করা ; বদনাম করা ; দোষ দেওয়া । দাগ মোছা-কলঙ্ক ঘুচান। দাগ কাটা— চিহ্ন করা : রেখাঙ্কন করা । দাগ তোলা —চিহ্ন অপসারিত করা ; দাগ মুছিয়া ফেলা । দাগ ছুটান—দাগ তোলা।