পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৮৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাচা দুটা ভুঞ্জর নাচনী।”—বলরামদাস ৷৷ ৪ ৷ বাথারি দ্বারা তৈয়ারি তাতের যন্ত্রবিশেষ । নীচা নাচ + আ ( ক্রি-বিভক্তি ) ৷ উ-পুনাচি। ম-পু-নাচ ; নাচুন ; নাচ, । প্র-পুনাচে ; নাচেন । অস-ক্রি—নাচিতে ; নাচিয়া ; নেচে । ণিজন্ত-নাচান ] ক্রি, নৃত্য করা । ২ । পণিত হওয়া। প্র—“সুলক্ষণ চিহ্ন নাচিছে বামাঙ্গ পন্ধিত হতেছে আনন্দে অপাঙ্গ ৷”—বাং-গান ৷ নাচাড়ী [ গ্রা–লাচাড়ী। নাচ-বালী— বাড়ী ] বিণ, নাচের ছন্দ ; নাচনী ছণে বাধা সংগীত । নাচার ( )[ ফু—ন-চারহ,-চার (উপায়) বি, নিরুপায় ; অসহায়। প্র—“দিয়াছ তারা ছটা ইয়ার তারা আমায় কল্পে নাচার ।”— রামপ্রসাদ । নাচি, ছি—ৰি, ছিদ্র ; বিধ। ২। লোহার কাটার পেটা মুখ ; rive. নাছ, নাচ (ছ, , ) [ হি-নাহ,জ,=সদর রাস্তা, তাহা হইতে সদর ] ৰি, সদর রাস্তা : রাজপথ : পথ । প্র—"নিমেষেকে কর ইন্দ্রে নাছের ভিখারী।”—কাশী-মহা-আদি। "কেহ লক্ষপতি কেহ নাছের ভিক্ষুক ।”—ঘনরাম । ২ । সদর ; সদর দ্বার : গৃহ-প্রবেশের প্রধান দ্বার : গৃহ-প্রবেশের প্রকাষ্ঠ দ্বার। প্র— “দেখিয়া কাঙ্গালি সৰে দিবে গালি রহিতে ন৷ দিবে নাছে।”—অন্নদামঙ্গল । “পেয়াদী সভার নাছে প্রজারা পলায় পাছে দুয়ার চাপিয়া দেয় থানা।”—কবিকঙ্কণ ৩ । [ পাছ হইতে নাছ ক্ৰমে ] গৃহের পশ্চাদ্বার খিড়কী । নাচদুয়ার—সদর দ্বার। প্ৰ—“এমন কত মণি পড়ে আছে চিস্তামণির নাচ দুয়ারে”— কমলাকাস্ত । নাছবাট (ছ, টু) [ নাছ (সদর ) বাট (পথ) বি, সদর রাস্তা ; প্রকাগুপথ। প্র—“চারি সের চতুঃশালা মাঝে পড়ে কাচ ঢালপাৰাণে রচিল নাছবাট"—কবিকঙ্কণ৷ নাছোড় (ড়, ) (হি–নছোঁড় ] বিণ. যে ছাড়ে না : নাইঅাঁকড়া। প্র—“গড়াগড়ি পারে ধরি নাছোড বিবিজান ৷”—হেমবন্দ্যো । নাছোড়বান্দা-ছাড়িয়া দিবার পাত্র নয় : একগুইয়া : নাইঙ্গাকড়া । নজানি ( সং—ও হি—ন জানে ] অ, কি জানি : জানি না ; প্রায় আমার অজ্ঞাত সারে এই অর্থে ] প্ৰ—“না জানি সজনি আমায় কে কি করেছে"-বাং-গান ৷ নাজিন ( সং—শে+ভঞ্জন হইতে শজিন' ] বি, যে শজিন গাছে বারমাস ফুল ফল হয়। প্রায়ই নাজিন শজিন অপেক্ষ তিক্ত হয়। Ե8Հ নাজিম (মৃ ) { আ—নাজী ] ৰি, মুসলমান গবর্ণর ; শাসনকৰ্ত্তা । নাজির, নাজীর (র) [ আ-নাজীর ] বি, আদালতের কৰ্ম্মচারী-বিশেষ ; পরিদর্শক । প্র—“নাজিরে কহিলা বন্দী কররে বামণে ।” —ভারতচন্দ্র । নাজেহাল (ল ) [ ফু ] বিণ, সঙ্কটাপন্ন : ওঠাগত প্ৰাণ । নাজেহাল পেশেমান —পেশেমান=লজ্জামুক্ত নাজু হাল= delicate situation ) নাস্তানাবু ; হায়রাণ ও পারেশান । নাট (ট) নট (নৃত্য করা)+অ (ভাবেঘএ ) ] বি, পুং, নৰ্ত্তন ; নৃত্য ; নাচ । প্র— "বিশ্রাম দিবস আট শুন গীত দেথ নাট আসরে করহ অধিষ্ঠান ৷”—কবিকঙ্কণ । ২ । অভিनग्न । च-“नशैन उल्लत्र छूल कब्र कउ নাট "—হেমবণ্যে । “আনন্দে প্রতাপ রুদ্র ছাড়ি রাজ্যপাট । মিশ্রের ভবনে আদি নিত্য দেখে নাট ॥"—গোবিন্দদাসের করচা । ৩। রঙ্গ : কৌতুক। প্র— "এরূপে করিয়া হাট ঘরে গিয়া আর নাট । বাকী মুখে কথা কহে চোখা।”—অন্নদামঙ্গল। "প্রতিজ্ঞার কথা লয়ে গিয়ে ছিল ভাট পত্র পাঠ শুনিয়া দেখিতে আইনু নাট ॥”—ঐ । বিণ, নাটুয়া । নাট (টু ) নিষ্ট শব্দজ ৰিণ, লাট : পাটভাঙ্গা: অগোছাল । নাট ( ) ( প্রা-বাং] বি, অবস্থিতি : আডিডা । প্র—“নৰ্ত্তক, ৰাদক, ভাট, নৰদ্বীপ যার নাট, আসি সবে নাচে পাঞ প্রীত ।” —চৈতন্যচরিতামৃত । নাটক ( ) [ নটু ( নৃত্য করা )+অক (কর্তৃ ) ] বি, ক্লী, দৃষ্ঠ কাব্যের রূপক ভাগের প্রকারৰিশেষ ; দৃপ্তকাব্য ; রঙ্গভূমিতে অভিনয়করণোপযোগীগ্রন্থ : drama. ২। বিণ, নৰ্ত্তক । প্র—“নাচিছে নাটক গায়িছে গায়ক।”— ভারতচন্দ্র । নাটকীয় ( নাটক +ঈয় (সম্বন্ধার্থে) ] ৭ি, নাটক সম্বন্ধীয় । ২ । নাটকে বর্ণিত। প্র —নাটকীয় চরিত্র। নাটমন্দির (নাটুমোদি) [ নাট-মনির] বি. ক্লী, দেব মন্দিরের সন্মুখস্থ গৃহ বা মণ্ডপ যথায় দেবতার প্রীত্যৰ্থে নৃত্য গীতাদি হয়। ২ । নাচ ঘর । নাটা—ৰিবৰ্ত্তলাকার ফলবিশেষ নাটাকরঞ্জা : লাটা ফল। প্ৰ—“দুই চক্ষু জিনি নাটা ঘুরে যেন কড়ি ভাট কাণে শোভে ফটিক কুণ্ডল।” —কবিকঙ্কণ । নাটা—ৰি,তাত বুনিৰারস্বত জড়াইবার শলাকা। নাট্য নাটা সি-নত। হি-নাটা]ৰিণ বেঁটে খাট। নাটাই [সং—নৰ্ত্তকী হইতে] ৰি, তাত বুলিবার পুত্র জড়াইবার শলাকা । ২। ঘুড়ি উড়াইবার সুতা যেযন্ত্রে জড়ান হয়। প্ৰ—“বুকে বাণ বাজিয়া নাটাই হেন ঘুরে ”—কৃত্তিৰাস । নাটাই-মঙ্গল-চণ্ডী (মোংগল্‌চোওঁী) বি, স্ত্রী, চণ্ডী দেবীর মূৰ্ত্তিভেদ। অগ্রহায়ণ মাসে প্রতি রবিবারে এই ত্রত হয়, ব্রতের ফল চণ্ডীর অনুগ্রহ লাভ। ব্ৰতকথা কবিকঙ্কণ মুকুন্দরামের চণ্ডীতে আছে । 萄 নাটাকরঞ্জ—ৰি, অক্সফলবিশেষ। নটান (নো ) { নাটা দ্রঃ। উ-পু-নাটাই। ম-পু—নাটাও । প্রপু-নাটায় ] ক্রি, নাটাতে বা লাটাইতে স্বতা জড়ান। ২ | নাটাইয়ের মত ঘুরপাক খাওয়া । ৩। [ লতান হইতে ] লতাইয় পড়া ; নাট খাইয়া পড়া ; ক্লান্ত হওয়া । নাটাপটো (লতাপাত হইতে । লতাপাত যেমনভূমিতে গড়াগড়ি যায়। তুল—হি—লোঁটপেীট ] বিণ, গড়াগড়ি । ২ । অবসন্ন : হিমসিম । ৩। তলাইয় পড়ার অবস্থাপন্ন । নাটিকা নাটক+আপ-স্ত্রী, ই আগম ] বি, স্ত্রী, ক্ষুদ্রাকার নাটকবিশেষ ; ইহাতে চারিট মাত্র অঙ্ক থাকে । ২ । নাটকারিণী : নর্তকী । নাটিত [ নট (নৃত্য করা)+ত ( কৰ্ম্মে, জ) ] বিণ. কৃতাভিনয় : অভিনীত । ২ । [ ন + শিচ,=নাট (নাচান)+ত ( ভাবে, ক্ত) ] বি, ক্লী, নাচান ৷ নাটিনী | ব্রজ । নাট দ্রঃ ] ৰি, স্ত্রী, নটী ; নৰ্ত্তকী। প্র—"নিরুপম নটিনী সমাজ”— গোবিলদাস । নাটিম (ম্) । গ্রা। হি–লাট লাটিম দ্রঃ ] বি, লাটিম । নাটুয়া [ নাট+উয় ] বিণ. নট ; নৃত্যকারী ; নর্তক । ২ । অভিনয়কারী ; অভিনেতা । প্র—"নাটুয়ার মত সঙ্গে আছে কত সাজ”— —ভারতচন্দ্র । "স্নান করি নীলাম্বর ধরে পুৰ্ব্বকলেবর নাটুয়া ফিরায় যেন বেশ ।”— কবিকঙ্কণ । নাট্য ( নাটুট ) [ নট+য (সম্বন্ধার্থে ) ] বি, ক্লী, ভরতমুনি প্ৰবৰ্ত্তিত নৃত্যগীতবাদ্য এই তিনের সমবায় ; তৌর্য্যত্রিক। ২। মৃত্যগীত বাদ্য ; कलां विलji । নাট্যশালা ( নাট— ) নাট্যের শালা (গৃহ) ৬তৎ ] বি, স্ত্রী, নাটমণির ; রঙ্গভূমি। প্র— “কাব্য উপস্থাস নহে এ মম জীবন। নাট্যশালা নহে—ইহা প্রকৃত ভবন ॥— সেখ সাজাদি ।