পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৯৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পসা পসারিয়| [ প্রা-বৈসা । প্রসার হইতে প্রসারিয়া তাহা হইতে পসারিয়া, সংক্ষেপে পসারি ] অস-ক্রি, প্রসারিত করিয়া : পরিব্যাপ্ত করিয়া। প্র—“নৰ জলধর বিজুরি-রেহ জ্বম্ব পসারিয়া গেলি।”—বিদ্যাপতি । পসারিল (শা ) { প্রসার হইতে পদার + ইল ( ক্রিয়া-বিভক্তি ) ] ক্রি, প্রসারিত করিল। ২। প্রবেশ করিল। প্র—“পসারিল বীর ভদ্র যজ্ঞ নাশিবারে । দক্ষের নিজপুর, ভাঙ্গিয় করে চুর, কেহ নাহি বারি হতে পারে।”— কৰিকঙ্কণ । পসারী (পশারি) পসারি ত্র। হি-পনারী] ৰি, দোকানী : ৰিক্রয়কারী ; দোকানদার : মিশি, মসলা প্রভৃতি বিবিধ গাছ গাছড়া, বিক্রেত। প্র—"হিয়ার মাল ীেবনের ডালা পসারী পসারল যেন।”— চণ্ডীদাস । পসিদ। ( পোশিদ) { ফু!—পোশিদ ] অ, পশ্চাৎ ; পিছনে । ২ । গোপনে : অলক্ষ্যে । পমুরি, পঙ্কুরী (প্রোশুরি) (প ( পঞ্চন শব্দজ) মুর ( সের শব্দজ) : হি—পনসেরী সংক্ষেপে ] বি, পাচসের পরিমাণ : ৫ সের । পস্তান ( নেী ) (হি—পস্তান । সং— .পশ্চাত্তাপ হইতে ] ক্রি, পশ্চাত্তাপ পাওয়া ; অনুশোচন করা : আপশোধ করা । বি, পস্তানি । পহরি ( প্রা-বাং। প্রহরীর প্রাকৃ-রূপ ] বি, প্রহরী ; শাস্ত্রী। প্র—“চত্ৰ পহরি।”—শূন্ত পুরাণ। “দুখিন দুআরে হনুমন্ত পংরিক ইকার পাড়িল।"—ঐ ! পহরিয়া ( প্রহরী হইয়া সংক্ষেপে ] অসক্রি, প্রহরী হইয়া । প্র—“ভারত রহিবে পহরিয়া ।”—অন্নদামঙ্গল । পহিরণ (পোহিরন্‌)[পরিধান হইতে পরিহান— পরিহন=পহিরণ (বিপৰ্য্যয়ে) । হি—পহিরান] বি, পরিধান । ২ । পোষাক ; পরিধানের বস্ত্র। প্র—“ধরি অনেক প্রহরণ জরীর পহিরণ সিফাইগণ রণ মাঝে।”—অন্নদামঙ্গল । “পহিরণ পুনহি ঝাড়ি নীৰিবন্ধ । ভৰ ধরি নয়নে রহুল কিয়ে ধৰ্ম্ম ॥”—জ্ঞানদাস । পহিল (পে ) (হি-পহলা হইতে ব্ৰজ ] বিণ. প্রথম : নবীন । প্র—“পহিল বয়স মোর না পুরল সাধে। পরিহরি গেল পিয়া কোন অপরাধে।”—বিদ্যাপতি । পহিলহি (পে ) (হি। পহিলা+হি (৭মী ৰিভক্তি চিহ্ন ); ব্রজ ] অ, প্রথমে ; প্রথমেই । প্র—“পহিলহি অলকা তিলক করি সাজ । বঙ্কিম লোচনে কাজর রাজ ॥"—বিদ্যাপতি । পহিলে (পে ) (হি। প্রা-বৈসা ! অ, প্রথমে ; অগ্রে। প্র—"বন্ধুর পিরীতিশেলের ঘ। পহিলে সহিল বুকে।”—চণ্ডীদাস। ৯২২ পহু, পহু (পো ) [ ব্রজ । পুনঃ—পুনু—পু, পং ] ক্রি-বিণ, পুনঃ : পুনরায়। প্র—“মেী করৰি পং করইতে বাণী ।"—বিদ্যাপতি । পহু, পহু (পো) { ব্রজ । সং—প্রভু—পং ৰি, প্রভু। প্র—“নরোত্তম দাস প২ নাগ কান। রসিক কলা-গুরু তুই সৰ জান ৷”— নরোত্তমদাস । "কধুক যুগইতে প২ ভেন ভোর ।"—বিদ্যাপতি । পন্থছ (পোইছ, ) [ংি—পইচা (মণিবন্ধ হইতে ক্রি, পইচ না (হাতের কাছে আসা, স্প করা ) তাহা হইতে উপনীত হওয়া, লাগা পাওয় ] বি, উপস্থিতি । ২। লাগাইল পন্থছ পাওয়া-লাগাইল পাওয়া । পহ্নব (পন্থ,) ৰি, ম্লেচ্ছ জাতিবিশেষ । পহলব ( পন্থৰ ) বি, মনুক্ত স্লেচ্ছজাতি fT") i 3 1 °xsā Sf) ; the dialet of the pellvis. প! { সং—পা =পান করা ] বি, পান। ২ রক্ষা । ৩ । পালন । { স্বতন্ত্র ব্যবহার নাই ৪ । পাওয়া দ্রঃ । পা [পাণ শব্দের অপভ্রংশ । ফু!—প ] ধি উরুসন্ধি হইতে পদতল পৰ্য্যন্ত : পদ ; চরণ ২ । গুলফ হইতে পদতল পৰ্য্যন্ত ভাগ । ৩ পদতল । প্র—মাটিতে পায়ের দাগ । প চলা-লাথি মারিবার জন্ত পা ওঠা পী চালান—পদ সঞ্চালন করা : পা নাড় ২ । পায়ের জোর দিয়া যন্ত্র, চক্রাদি চালান ৩। লাগিমারা। পা জড়াইয়া পড়— লজ্জা, ভয় সঙ্কোচাদি কারণে সচ্ছনে চলিতে ন পার । পা তোল--চলিবার সময় প উঠান ৷ ২ ৷ লাথি মারিবার জন্ত পা উঠান। পা ফেলা—পদক্ষেপ করা ; পা রাখা পদার্পণ করা : মাড়ান। পা-পা—যে শিশু চলিতে শিখিতেছে তাহার এক এক পা ফেলিয়া চলার ভাব । প্র—“চলি চলি পা পা । পায়ে পায়ে—পদে পদে ; প্রতিপদে । ২ । অমুপদে ; পশ্চাতে পশ্চাতে ; সঙ্গে সঙ্গে ৷ পায়ে ধর!—প আক্রমণ করা । ২ । পদদ্বয় বেষ্টন করিয়া চরণে পতিত হওয়া ; পদ ধারণ করিয়া মিনতি করা বা কাতরে ভিক্ষা করা । ৩ । অত্যন্ত তোষামোদ করা । পায়ে রাখা-পঢ়াশ্রয় দেওয়া ; কৃপার ভাগী করা। পায়ে ঠেলা-স্বশা বা অবজ্ঞার সহিত ত্যাগ করা ; নির্দয় ভাৰে পরিত্যাগ করা । পা বাড়ান—অগ্রসর হইবার জন্ত পদ সঞ্চালন । ২ lগমন করা । ৩। আগমন করা। প্র—“অস্ত হ'লে এখানে বাড়ীৰে কেন পা”—ঘনরাম। পা না উঠ— অগ্রসর হইতে বা গমনে সাহস না হওয়া। পায়ে পড়া-চরণে পতিত হওয়া। পাই ২ । অতি বিনীতভাৰে আত্মসমর্পণ করা : পদানত হওয়া ; চরণে পতিত হইয়া ক্ষমা প্রার্থনা করা। পায়ে তেল দেওয়া— চরণে তৈল মৰ্দ্দন কর । ২ । তোখামোদ কর । পা ভারী হওয়া—পায়ে রস নামিয়া ভারী হওয়া (তুল—গ ভারী হওয়া) । পায়ে হাত দেওয়া-পদ স্পর্শ করা । ধূলাপায়ে—প না ইয়। ২। উপস্থিতি মাত্র ; আসিতেই। পা টেপ-পদ সংবহন কর । নিজের পায়ে নিজে কুড়াল মারা—স্বহস্তে আপনার অনিষ্ট করা । পী ব্যথা করা—অধিক ভ্রমণ জন্ত পায়ে বেদন হওয়া। পায়ের বাধন ছেড়া—ত্ৰমাগত চলাফেরা করিয়া পায়ের স্বায়ু বন্ধন যেন ছিন্ন হইয়া যাওয়া ; অধিক চলিয়া শিথিলপদ হওয়া। পায়ের সূতা ছেড়–অতিরিক্ত চলাফেরায় পায়ের স্নায়ু সুত্র ছিন্ন হওয়া । পী ভাঙ্গা-পায়ের হাড় ভাঙ্গা। পা ভাঙ্গিয়া দেওয়া—পায়ের হাড় ভাঙ্গিয় খোড়া করিয়া দেওয়া । পা [সঙ্গীতে । পঞ্চম শব্দের সংক্ষেপ—প— উচ্চারণে পা ] বি, স্বরগ্রামের পঞ্চম স্বর : পঞ্চম সুর। প্র—“সা—রি—গা—ম—পা —ধা-—নি ৷” পাই ( সং—পাদ হইতে, হি-পাই । তুল— ত্রিপদ =তেপাই ; চতুষ্পদ =চৌপাই ] বি, চতুর্থাংশ । ২ । [ ইং—pic ] এক পয়সার তৃতীয়াংশ : ৩ পাই= ১ পয়সা : ১২ পাই= এক আনা । ৩। হিন্দুস্থানে পয়সার অৰ্দ্ধাংশ ; আধপয়সা । ৪ । পাইট দ্রঃ । পাই ( পাওয়া দ্রঃ ] ক্রি, পাইয়। প্র—“তরুণী পাই পরিহাস তহি করই”—বিদ্যাপতি । পাইক (ক) (পদাতিক শব্দজ ] ৰি, নগরপাল ; গ্রামরক্ষক । ২ । পেয়াদ ৷ ৩ ৷ যাহারা তলোয়ার অথবা লাঠি খেলিতে পারে ; খেলোয়াড় ; লাঠিয়াল ; লেঠেল । প্র— “বাণী নিবসে পুরে, নানা অস্ত্র ধরি করে, দশ বিশ পাইক করি সঙ্গে ।”—কবিকঙ্কণ। “হান হান স্থাকে, খেলে উড়া পাকে, পাইকে পাইকে বুঝে।”—অন্নদামঙ্গল । পাইকস্তা [ ফু—জমিঃ পরিঃ ] ৰি, এক জমিদারের অধীনে বাদ করিয়া যে অপর জমিদারের অধীনস্থ গ্রামে চাৰ করে বা জমি জমা রাখে তাহাকে পাইকস্তা রাইয়ত ৰলে । পাইকার, পাইকের ( ) [ ] ৰি, যাহার খোক হিসাৰে দ্ৰব্যাদি কিনিয়া খুচরা বিক্রয় করে। ২। ফেরিওয়ালা । ৰিণ, পাইকিরী, পাইকেরী-পাইকারদিগের gाशृ] ।। २ । शाहेकांब्र मचकौत्र ।