পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বামুনের মেয়ে ○ケ নিম্নে অশ্রু ভরা আয়ত চোখ দুটি জল জল কবিতে লাগিল । নারীর এমন রূপ অরুণ আর কখনো দেখে নষ্ট, স যেন একেবার মুগ্ধ হইয়া গেল । সন্ধ্যা কহিল, অরুণদা, আমি পিড়ি থেকে পালি: এসেচি তোমাকে নিয়ে যেতে । আজ আমার লস ৷ নেই, ভয় নেই, মানঅপমানের জ্ঞান নেই—তুমি ছাড়া আজ মোর আমার পৃথিবীতে কেউ নেই–তুমি চল । { * কোথায় যাবো ? যেখান থেকে এইমাত্র একজন উঠে গেল – ধই আসনের উপরে । অরুণ মনে মনে অত্যন্ত আহত হইল ; কাণ্ডট ক : বুঝিল। কিছু একটা কলহের পরে বরপক্ষীয়ের জেঃ বিঃ ৭৫ তুলিয়া লইয়া গেছে ; হিন্দুসমাজে এরূপ দুর্ঘটনা বিরল নহে-ভ.ষ্টি সেই অপরের পরিত্যক্ত আসনে অকস্মাৎ তাহার ডাক পণ্ডিয়াছে । যেমন করিয়াই হোক, আজি সন্ধ্যার বিবাহ হওয়া চাইই । কিন্তু নিজে আঘাত খাইলেও অরুণ প্রতিঘাত কবি, ৮ খ্রিল না, বরঞ্চ সস্নেহ ভৎসনাব কণ্ঠে কহিল, ছিঃ—তোমার নি। উচিত হয়নি সন্ধ্যা । এমনত প্রায়ই ঘটে—তোমার বাপ কি:ম: আর কেউ ত আসতে পারতেন ? বাবা ? বাবা ভয়ে কোথায় লুকিয়েচেন। মা পুকুরে ঝাঁপ দিযে পড়েছিলেন, র্তাকে ধরাধরি করে তুলেচে। আমি সেই সময়ে তোমার কাছে ছুটে এসে পড়েচি। উঃ-—এতবড় সৰ্ব্বনাশ কি পৃথিবীতে আর কারো হয়েচে ? আমরা বাচব কি করে ? তাহার শেষ কথাটায় অরুণ পুনরায় ঘা খাইল। কহিল, কিন্তু আমাকে দিয়ে ত তোমাদের কুল রক্ষা হবে না সন্ধ্য, আমি যে ভারি