পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>> বামুনের মেখে ছোট বামুন। কিন্তু দেশে আরও অনেক কুলীন আছে ...তামার বাবা হয়ত এতক্ষণ সেই সন্ধানেষ্ট গেছেন । সন্ধ্যা কাদিয়া, বলিল, না, নাআ রুণদা—-বাবা কোথাও যাননি, তিনি ভয়ে পালিয়ে গেছেন। আমাকে আর কেউ নেবে না-কেউ বিয়ে করবে না। কেবল তুমি ভালোবাসো—কেবল তুমিই আমার চিরদিন মান রাখে। তাহার ভয়ানক উচ্ছৃঙ্খল অবস্থায় অরুণ ক্লেশ বোধ করিল, হাত ধরিয়া তুলিবার চেষ্টা করিতেই সন্ধ্যা বাধা দিয়া বলিল, ম, আমি উঠবে না— যতক্ষণ পারি পায়ের কাছেই পড়ে থাকব । কুল রক্ষা হবে না বলছিলে ? কার কুল অরুণদা ? আমি ত বামুনের মেয়ে নষ্ট—অামি নাপিতের মেয়ে ; তাও ভাল মেয়ে নই ৷ আজি আমার ছোয়া জল কেউ খাবে না । উঃ ! এতবড় শাস্তি আমাকে তুমি ক্ষেন দিলে ভগবান ! আমি তোমার কি করেছিলাম ! --অরুণ চমকাইয়া উঠিল । তাহার হঠাৎ মনে হইল বঝি বা সন্ধ। প্রকৃতিস্থা নয়। হয়ত এ-সমস্তই তাহার উষ্ণ মস্তিদের উদ্ভ · বিশ্ৰুতকল্পনা । হয়ত-ব৷ এ-সকল কিছুই ঘটে নাই, সে পলাইয়া অ : সিয়াছে —-বাড়ীতে তাহার এতক্ষণ হুলস্থল বাধিয়া গিয়াছে । তাছাকে শান্ত করিয়া বাড়া পাঠাইবার অভিপ্রায়ে সক্ষেহে মাথায় হাঙ্গ রাগিয়া ধীরে ধীরে বলিল, আচ্ছা, চল সন্ধ্য, তোমাকে বাড়ী নিয়ে যাই । সন্ধ্যা গড় হইয়া প্ৰণাম করিয়া তাহার পায়ের ধূলা মাথায় লইয়। বলিল, চল । তুমি যে যাবে সে আমি জান তুম ; কিন্তু আমার সমস্ত কথা শুনে তবে চল-~~নইলে কি জানি– তৃf.iও হয়ন্স —কি বলেছিলুম তোমাকে একদিন ? ছোট বামুন, না ; আজ্ঞ বোধ হয় সেই পাপেই কেবল প্রমাণ হয়ে গেল আ ম বামুমের মেয়ে নই । উঃ—আমরা বেঁচে থাকব কি করে অরুণদা ?