পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বামুনের মেয়ে w9షి শ্রাদ্ধ করবে, কি বাই-নাচ দেবে, কি গরু চালান দেবে—তাতে মহাজনের কি ? এই বলিয় তাহার মুখের প্রতি সম্মতির জন্য ক্ষণকাল অপেক্ষা করিয়া নিজেই বলিলেন, তা নয় চোঙদার, শুধু একটা কথার কথায় বলচি যে, অ ত খোজ নিতে গেলে মহাজনের চলে না। কিন্তু আমাকে ত চিরকাল দেখে আসচো—ব্রাহ্মণের ছেলে, ধৰ্ম্মপথে থেকে ভিক্ষে করি সে ভালো, কিন্তু অধৰ্ম্মের পয়সা যেন কখনো না ছুতে হয়। কেবল র্তার পদেই চিরদিন মতিস্থির রেখেচি বলেই আজ পাচখানা গ্রামের সমাজপতি । আজ মুখের একটা কথায় বামুনকে শুদ্ধব, শূন্দুরকে বামুনের দলে তুলে দিতে পারি। মধুসূদন ! তুমিই ভরসা ! সেবার সেই ভারি অমুখে জযগোপাল ডাক্তার বললে, সোডার জল আপনাকে খেতেই হবে । আমি বললুম, ডাক্তার, জন্মালেষ্ট মরতে হবে, সেটা কিছু বেশি কথা নয় ; কিন্তু গোলক চাটুয্যেকে ও-কথা যেন তার দ্বিতীয়বার না কানে শুনতে হয়। কেনারামের পুত্র হররাম চাটুয্যের পৌত্র-যার একবিন্দু পাদোদকের আশায় স্বয়ং ভাড়ারহাটির রাজাকেও পালকি-বেহাব! পাঠিয়ে দিতে হতো। চোঙদার দ্বিতীয়পার প্রণাম করিয়া উঠিয়া দাড়াচয় কহিল, ও-কথা কে আর অস্বীকার করবে বলুন,-ও ত পুf বাঁশুদ্ধ লোকে জানে । গোলক প্রত্যুত্তরে শুধু কেবল একটা নিশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, মধুসূদন ! তুমিষ্ট ভরসা। চোঙদার প্রস্থানের উপক্রম ধরিতে তিনি ডাকিয় কঙ্গিলেন, আর দেখ, হরেনের কাছ থেকে এলে, রেলের রসিদটা একবার দেখিয়ে যেয়ে। চোঙদার ঘাড় নাড়িয়া কহিল, যে আজ্ঞে ।