পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f f f Vరిచి বামুনের মেয়ে গোলক কহিলেন, তা হলে আটশ পাচশ হ’লে । বাকি রইল সতেরশ—মাস-তিনেক সময় অাছে—হয়ে যাবে, কি বল .ঙ্গ ? চোঙদার বলিল, আজ্ঞে, হয়ে যাবে বই কি ! গোলক কহিলেন, তাই তোমাকে তখনই বলেঢ়ি লুম চাঙদার, একেবারে ওটা পুরোপুরি হাজার-পাচেকের কন্‌টাক্টো করে ফেলো। তখন সাহস করলে না— চোঙদার কহিল, আজ্ঞে, অতগুলো ছাগল ভেড়া যদি জোগাড় না হয়ে ওঠে— - গোলক প্রতিবাদ করিলেন না, কহিলেন, তাই ভালো, তাই ভালো। ধৰ্ম্মপথে একের জায়গায় আধ, আধে, জায়গায় সিকি হয় সেও ঢের, কিন্তু অধৰ্ম্মের পথে মোহরও কিছু নয়, বুঝলে মা চোঙদার ? মধুসূদন ! তুমিই ভরস । 弱 চোঙদার আর কিছু না বলিয়া প্রস্থান করিলে, ভগবস্তুক সুস্থসন্ন্যাসী চাটুয্যেমহাশয় দগ্ধ-হু কাটা তুলিয়া লইয়া চিন্তি মুখে তামাক টানিতে লাগিলেন, বিষয়-কৰ্ম্ম বোধ করি বা বিধেয় ম' ? সাধ হইতে লাগিল, কিন্তু এমনি সময়ে অন্দরের দিকের কবাটটা ঈষৎ উদঘাটিত করিয়া দাসী মুখ বাড়াইয়া কঠিল, মাসিমা একবার ভক্তরে ডাকচেন। গোলক চকিত হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন বল ? সন্ধু ? দাসী কহিল, একটুখানি জলখাবার নিয়ে বসে আছেন ,মিমা । গোলক হু কাট রাখিয়া দিয়া একটু হাস্ত করিয়ু ধটি লেন, তার মাসির জ্বালায় আর আমি পারিনে সন্ধু। পল্লবনিটায় যে একবেলা উপবাস করব সে বুঝি তার সইলো না ! এই বলিয়৷ তিনি উঠিয়া দাড়াইলেল এবং যাইতে যাইতে নিশ্বাস ফলিয়! বলিয়৷ গলেন, সংসারে থেকে পরকালের ছটে কাজ করার কষ্ট না বিস্ত্ৰ ! মধুসূদন ! হরি ।