পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

83 বামুনের মেয়ে —বিয়ে হলে, সংসার ঘাড়ে পড়লে আপনিই সব শুধু বাবে, তবে শাসনে একটু রাখিস। কালটা বড় ভয়ানক কিনা ! মৰণ আমে আর ? জগদ্ধাত্রী ভয়ে মিথ্যা বলিয়া ফেলিলেন, অক্ষণ ? না,--- গোলক বলিলেন, ভালই । ছোড়াট। ক্ষ দিসনে অ’স গণেশ রকম কানা-কানি শুনতে পাই কিনা। অরুণকে সন্ধ্য। ছেলেবেলা হইতে দাদা বলিয়া থাকে স বিলাত যাইবার পূর্ব পর্যন্ত উভয়ের মধ্যে যথেষ্ট সৗহৃদ্য ছিল, কিন্তু সে ব্রাহ্মণ-বংশের এতটাই নীচের ধাপের যে, এই নষ্ট ’পন ও কনি কারণেই যে আর কোন আকারে রূপান্তরিত হইয়া উঠিতে পাশে এ সংশয় স্বপ্নেও মায়ের মনে ছায়াপাত করে নাই। কিন্তু কিছু নৈ : টতে সন্ধ্যার আচরণে ও কথায়-বাৰ্ত্তায় মাঝে মাঝে এমনষ্ট :"স্কট তীব্র জ্বালা আত্মপ্রকাশ করিয়া ফেলিত যে, তাহার মুদ্রিত চক্ষ ৪ তাহার আভাস পড়িত ; কিন্তু শেষ পৰ্য্যন্ত জিনিষটা এতখানিই অনন্তব্য এ লষ্টয়া উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন অনুভব করিতেন না। “ন ক্টঙ্কারই স্পষ্ট ইঙ্গিত অপরের মুখে শুনিয়া সহসা তিনি ধৈর্ঘ্য বাপ: সায়িলেন না, তিক্তকণ্ঠে বলিয়া ফেলিলেন, শুনলে অনেক জিনিষই শান যায় মামা, কিণ্ড আমার মেয়ের কথা নিয়ে লোকের বা এত মাথা ব্যথা কেন ? গোলক মুহূ গসিয়া ধীরভাবে বলিলেন, তা সf , , ; কিন্তু সময়ে সাবধান না চলে লোকের পাড়ার মুখও যে বন্ধ করা যায় না জগো ! জগদ্ধাত্রী ইতারও ভু্যত্তরে কি একটা বলিতে যাইতেছিলেন, কিন্তু ঠিক এইসময়েই সন্ধ্যার কাণ্ড দেখিয়া মিনি ভয়ে, বিস্ময়ে ও নিদারুণ ক্রোধে নিৰ্ব্বাস হইয়া গেলেন । সন্ধ্যা পুকুর হক্টতে স্নান