পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বামুনের মেরে 8ર করিয়া বাড়ী ঢুকিতেছিল, তাহার কাপড় ভিজা, মাখার চুলের বোৰ হইতে জল ঝরিতেছে, এখনও মুছিবার অবকাশ হয় নাই—এই অবস্থায় পাশ কাটাইয়া সে দ্রুতবেগে নিজের ঘরে গিয়া প্রবেশ করিল। গোলক কহিলেন, মেয়ের জ্বর বললিনে জগে৷ ? সন্ধ্যেবেলায় নেয়ে এলো যে ? জগদ্ধাত্রী কেবলমাত্র জবাব দিলেন, কি জানি মামা! কিন্তু মনে মনে তিনি নিশ্চয় বুঝিয়াছিলেন, এ তাঙ্গারই বিরুদ্ধে অরুণের অপমানের গৃঢ় কঠোর প্রতিশোধ। গোলক কহিলেন, এমন অত্যাচার করলে যে বাড়াবাড়িতে #াড়াবে ! জগদ্ধাত্রী কহিলেন, দাড়ালেই বা কি করব বল ? ও আমার হাতের বাইরে । গোলক মাথা নাড়িতে নাড়িতে বলিলেন, তা বুঝেfচ । আচ্ছা, জিজ্ঞাসা করি, এ-বাড়ীর কৰ্ত্তাটা কে ? তুষ্ট, না জামাই, না তোর মেয়ে ? জগদ্ধাত্রী বলিলেন, সবাই কৰ্ত্তা। গোলক কহিলেন, তা হলে তাদের বলিস্যে, পাড়ার মধ্যে ছলেবাগদী প্রজা রাখা চলবে না । তারা এর একটা ব্যবস্থা না করলে শেষে আমাকেই করতে হবে। মধুসূদন ! তুমিষ্ট ভরসা ! প্রত্যুত্তরে জগদ্ধাত্রী সক্রোধে ডাক দিলেন, সন্ধ্যে, এদিকে আয় : সন্ধ্য। ঘরের মধ্যে বোধ হয় মাথা মুছিতেছিল, একটুখানি মুখ বাড়া ষ্টয়া সাড়া দিল, কেন মা ? মা বলিলেন, ভুলে-মাগীদের সরাবি, না আমাকেই কাল নাইবার আগে বাট মেরে তাড়াতে হবে ?