পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ግ - বামুনের মেয়ে খাওয়াতিস, দোষ ছিল না ; কিন্তু এ যে ভয়ানক কথা। আজই উঠে যা বুঝলি ? উঃ—বডড বেলা হয়ে গেছে--সলফর দেবার সময় বয়ে যায়। বলিতে বলিতে তিনি দ্রুতবেগে প্রস্থানের উদ্যম করিতেই, ছলেবে পিছন হইতে করুণ-স্বরে কহিল, বাবাঠাকুর, কাল চোপপর রাত মেয়েটার পেটে লক্ষ্মীর দানাটুকু যায়নি— প্রিয় তৎক্ষণাৎ ফিরিয়া দাড়াইয়া কহিলেন, কেন, কেন ? পেট নাবাচ্চে ? গা বমি বমি করচে ? ছলেবে মাথা নাক্তিল । তবে কি ? পেট ফুলচে ? ক্ষিদে নেই ? ক্ষিদে বডড বাবাঠাকুর। প্রিয় কহিলেন, ওঃ—তাই বল। সেও একটা মস্ত রাগ--স্যাট্রাম, আইয়োডম, আরও ঢের ওষুধ আছে । এতক্ষণ লিসলি কেন— দেখে-শুনে যে একদাগ খাইয়ে দিতে পারতাম ! চল দেখি--- ছলেবেী ইতস্ততঃ করিয়া কহিল, ওষুধ চাই ন বাবাঠাকুর, ফুটে৷ চাল পেলে মেয়েটাকে ফুটিয়ে দিই— প্রিয় ক্ষণকাল বিস্মিতের মত চাঙ্গিয়া থাকিয়৷ জ্বলিয়া উঠিয়া বলিলেন, ওষুধ চাইনে, চাল চাই দূর হ হারামজাদী অামার স্নমুখ থেকে । ছোটজাতের মুখে আঞ্চন । ছলেবে লজ্জিত হইয়া চলিয় যাইবার উপক্রম করিতে প্রিয় ধমক দিয়া বলিলেন, খেতে পাসনি ত সন্ধ্যের কাছে গিয়ে বল গে না । ছলেবে। শুধু নীরবে মুখ তুলিয়া চাহিল। প্রিয় কহিলেন, গিল্পীর কাছে গিয়ে যেন মরিসনে । ঘাটের ধারে দাড়িয়ে থাক গে, দিদিঠাকরুণ এলে বলিস আমার বড় ওষুধের বাক্সে একটা আট-আনি আছে দিতে। কিন্তু খবরদার বলে দিচ্ছি, ব্যামো হলে আগে আমাকে ডাকতে হবে । তখন যে বিপনের কাছে ব4-মে-=৪