পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}Ꮌ বামুনের মেয়ে ত্ৰৈলোক্য কহিল, মরে যাচ্ছে বাবাঠাকুর, হাত-পা ভেঙে একেবারে মরে যাচ্ছে। । প্রিয় কহিলেন, কিন্তু গিন্নী শুনলে যে ভারি রাগ করবে ? ষষ্ঠীচরণ কহিল, আপনি দিলে মাঠাকরুণ করবেন কি ? তখন না-হয় সবাই গিয়ে তার পায়ে উপুড় হয়ে পড়ব । প্রিয় চিন্তিত-মুখে কিছুক্ষণ দাড়াইয়া থাকিয়া বলিলেন, লোকজনের কষ্ট হচ্ছে, আচ্ছা, নাও গে যাও--কিন্তু গিন্নী যেন শুনতে না পায়। উঃ—বড় বেলা হয়ে গেল—রস্কে বাগদীর পরিবারটা রাত্রে কেমন ছিল কে জানে। ব্ৰায়োনিয়ার অ্যাক্শানটী-নড়লে-চড়লে ব্যথা—হতেই হবে। আচ্ছ, চললুম—চললুম : বলিয়া প্রিয় দ্রুতবেগে অদৃপ্ত হইয়া গেলেন। বুড়া ষষ্ঠীচরণ একটু হাসিল; কিন্তু ত্ৰৈলোক্য হিল, ক্ষ্যাপাটে লোকে বলে বটে, কিন্তু খুড়ে, পাগলাঠাকুর ছাড়া গরীব-দুঃখীর দরদও কেউ বোঝে না। মন যেন গঙ্গাজলের মত শাদা । এষ্ট বলিয়া সেযেদিকে পাগলাঠাকুর অন্তহিত হইয়াছিল সেইদিকে মুখ করিয়া দুইহাত জোড় করিয়া একটা নমস্কার করিল। ষষ্ঠীচরণ বলিল, হুকুম হয়ে গেল, আর দেরী নয় ত্ৰৈলোক্য, কাজটা শেষ করে ফলতে পারলে হয় । ত্ৰৈলোক্য ঘাড় নাড়িয়া কহিল, তাই চল খুড়ো।