পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

『T에 .. বামু *“तःि। জায়গায় আশ্রয় দিয়েচেন, তাতে তোমারই বা এন্ত গায়ের জাল, رامي 1ة R6.) আমার গায়ের জালা কেন ? কেন জ্বালা দেখবি তবে ! যাবে। একবার চাটুয্যেদাদার কাছে ? গিয়ে বলব ? তা বেশ ত, গিয়ে বল গে না । বাবা ত তার জায়গায় ছলে বস্নাননি যে, তিনি বড়লোক বলে বাবার মাথাটা কেটে নেবেন । বটে। যত বড় মুখ নয় তত বড় কথা ! ওলো, সে আন কেউ নয়—গোলক চাটুয্যে ! তোর বাপ বুঝি এখনো তার চেনেলি ? আচ্ছা— হাঙ্গামা শুনিয়া জগদ্ধাত্রী বাতির হষ্টয়া আসিলন। র্তাহাবে দেখিবামাত্রই রাসমণি অগ্নিকাণ্ডেব ন্যায় প্রজ্জ্বলি স্টয়া উঠিন্দুপচীৎকারে সমস্ত পাড়া সচকিত কবিয়া বলিলে, শোল জগে, ডোর - বিদ্যেধরী মেয়ের আস্পদ্ধার কথাটা একবার শুন । লেখাপড় শেখাচ্ছিস্ কি না ! বন্সে, বলিস্ তোর গোল ক্ল চাটুয্যেকে বাবার মাথাটা যেন কেটে নেয় ! বলে, বেশ করেচি নিজের জায়গা গড়ি ছলে বসিয়েচি-কারে বাপ-ঠাকুদ্দার জায়গায়বসাইনি--অমন চর বড়লোক দেখেচি, যে যা পাবে স্থা করুক। শোন তোর মেয়ের কথাগুলো একবার শোন ! জগদ্ধাত্রী বিস্মিত ও কুপিত হইয়া জিজ্ঞাসা করিলেন, লালটিস এই-সব কথা ? সন্ধ্যা মাথা নাড়িয়া কহিল, না, আমি এমন কংে বলিনি। রাসমণি তাহারই মুখের উপর হাত নাড়িয়া গর্জন করিয়া উঠিসন—বললিনে ? এরা সবাই সাক্ষী নেই ? কিন্তু পরক্ষণেই কণ্ঠস্বর অনিৰ্ব্বচনীয় কৌশলে উচ্চ-সপ্তক হইতে একেবাবে খাদের নিখাদে নামাইয়া লষ্টয়া জগদ্ধাত্রীকে সম্বোধন