পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

26t বfমুনের ম:ই একটু হাত আজাড় হ’লো—দেখে আসি জ্ঞানদা কেমন আছে, .দখি না, বেশ দ্বটিতে বসে বসে হাসি-তামাসা খোস-গল হচ্ছে : - জ্ঞানদা ইহার কোন উত্তর দিল না, তেমনি প্রসারিঙ্গ-চক্ষে পাষাণমূৰ্ত্তির ন্যায় বসিয়া রহিল। - প্রিয় আচ্ছন্ন অভিভূতের মত দাড়াইয়াছিলেন, গোলক ছে মারিয়া তাহার হাত হইতে বইগুলো কাড়িয়া লইয়া তাহার গলায় সজোরে একটা ধাক্কা মারিয়া বলিলেন, বেরো ব্যাটা পাজি নচ্ছার আমার বাড়ী থেকে ! কি বলব তুই রামতনু বাড়ুযেৰ প্লামাই, নইলে জুতিয়ে আজ আধ-মরা করে তোকে থানায় চালান দিতাম ! বলিয়া পুনশ্চ একটা ধাক্কা দিলেন এবং যে চাকর-দাসীরা গালযোগ শুনিয়া বারান্দায় আসিয়া দাড়াইয়াছিল, তাহাদেরক্ট মধ্য निग्ना র্তাহাকে বায়ংবার ঠেলিতে ঠেলিতে বাহির করিয়া লণ্ডয়া গলেন । প্রিয় বলিতে বলিতে গেলেন, বাঃ--বেশ মজা ত ! - চাকর-দাসীরাও সঙ্গে সঙ্গে গেল এবং রাসমণিও নীরবে তাহাদেরই পিছনে পিছনে নিঃসাড়ায় সরিয়া পড়িলেন । রহিল কেবল জ্ঞানদা—তেমনি নিশ্চল, তেমনি বাক্যহীন, তেমনি অচেতন মূৰ্ত্তির মত বসিয়া । [ 히 j আজ সমস্তদিন ধরিয়াই কাছে ও দূর হইতে সানাইয়ের করুণ স্বর মাঝে মাঝে ভাসিয়া আসিতেছিল। অম্রাণের আজিকার দিনটি ছাড়া অনেকদিন পর্য্যস্ত বিবাহের দিন নাই ; তাই বোধ হয় এই ব1-মে—৭