পাতা:বিক্রমশিলা.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( bY ) করে বলবেন যে-ভোট দেশে তঁর আসার একান্তই দরকার। ভগবান বুদ্ধের পবিত্র ধৰ্ম্মের এমন বিকৃতি এদেশে ঘটেছে যে তিনি না এলে তিববতের উদ্ধারের আর কোন উপায় নেই। আর তঁাকে এই টাকা যৌতুক দেবেন। মোট কথা যে কোন উপায়ে ऐऊँक ख्ाका bद्दे ।' সেই পণ্ডিতজী বল্লেন-“মহারাজ, আমি চেষ্টার ক্ৰটী করব না। তবে জানি না কতদূর কৃতকাৰ্য হতে পারব। আমি মহাভিক্ষু দীপঙ্করকে চিনি, তিনি যে সহজে বিক্রমশিলা ছেড়ে এই পাহাড়ে দেশে আসবেন মনে হয় না। তবে আমি. চেষ্টা করব, ভগবান বুদ্ধ আমার সাহায্য করুন।”