বিষয়বস্তুতে চলুন

পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিক্রমোর্কশী । وينا চিত্র।—মহেন্দ্র নয়—মহেশ্র-সদৃশ মহানুভব এই রাজর্ষি। উৰ্ব্ব !—( রাজাকে দেখিয়া স্বগত) দানবের৷ তবে তো আমার উপকারই করেচে । রাজা –(উৰ্ব্বশীকে প্রকৃতিস্থা দেখিয়া স্বগত) সমুদয় অঙ্গরাগণ নারায়ণঋষিকে প্রলোভন দেখাতে গিয়ে উরূ-সম্ভব। এই উৰ্ব্বশীকে দেখে যে লজ্জিত হয়েছিল, তাতে আর বিচিত্র কি । কিন্তু একে তো তপস্বীর স্বষ্টি বলে মনেই হয় না। আচ্ছ। তবে :– কান্তিপ্রদ শশাঙ্ক কি এর জনায়তা ? আদি-রস-একাশ্রয় স্মর কিগো পিতা ? কুসুম-আকর যেগো মধু চৈত্রমাস, তাহা হতে ইনি কিগো হলেন প্রকাশ ? বেদাভ্যাসে জড়মতি —বিষয় হইতে র্যার প্রত্যাহৃত সকল কামনা পুরাণ সে ব্রহ্মামুনি, স্বজিতে পারেন কিগো অপূৰ্ব্ব এ রূপসী ললনা ? উৰ্ব্ব —ওলো ! সখিরা কোথায় ? চিত্র ।—অভয়দাতা মহারাজই জানেন । রাজা –( উৰ্ব্বশীকে দেখিয়া ) তোমার সখিরা অত্যন্ত বিষণ্ণ হয়ে আছেন । তা হবারই কথা । দৈব-বশে যেই জন, নেত্র-পথ-মাঝে তব পড়ে একবার, সুন্দরি । তাহারে হৃদি, হয় যদি উৎকষ্ঠিত বিরহে তোমার, সখ্য-রসে আর্দ্র যেগো সৰ্থীজন, না জানি কি হয় গো তাহার ॥