বিষয়বস্তুতে চলুন

পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উৰ্ব্ব —(চুপি চুপি) এর কথাগুলি সন্ধান্ত ব্যক্তির মত। এতে আশ্চৰ্য্যই বা কি, চাদ থেকেই তো অমৃত ক্ষরণ হয়। (প্রকাণ্ডে ) এইজন্তই আমার হৃদয় সখীকে দেখবার জন্য এত উৎসুক হয়েছে । - রাজা –( হস্ত দ্বারা প্রদর্শন ) সুনারি। ঐ দেখ ঃ– রাহু-গ্ৰাস হতে মুক্ত, চন্দ্রে যথা দেখে রোকে উৎসুক নয়ানে, সেইরূপ হেমকুটে, সখীজন চেয়ে আছে তব মুখ পানে ॥ ৮ চিত্র –ওলো দ্যাখ, । উৰ্ব্ব— রাজাকে সম্পৃহ নয়নে দেখিতে দেখিতে ) বাথার ব্যর্থী হয়ে আমাকে যেন নয়ন ভোরে পান করচে । চিত্র – ওলো ! কে সে ? উৰ্ব্ব —সৰ্থীজন । রম্ভ —চিত্রা ও বিশাখার সহিত ভগবান চন্দ্রের মত, চিত্ৰলেখা ও উৰ্ব্বশীর সহিত ঐ দেখ সেই রাজর্ষি এখানে এসে উপস্থিত। মেনকা -( নিরীক্ষণ করিয়া ) দুইটিই মুখের ঘটনা উপস্থিত। একটি— সখীকে আবার ফিরিয়ে আনা হয়েছে ; আর একটি—রাজর্ষির শরীর অক্ষত দেখা যাচ্চে । সহজন্তা –ঠিক বলেচ, দানবেরা যে দুৰ্দ্দাস্ত । রাজা –সারথি । এই সেই শৈল-শিখর। এই খানে রথ নামাও । সারথি ।—যে আজ্ঞে । ( তথা করণ ) - রাজা – রথের বাকানি অনুভব করিয়া স্বগত) আহা ! কি সৌভাগ্য ! এই বিষম স্থানে অবতরণ করে আমার মনোমত ফল লাভ হ’ল ]