So বিক্রমোর্কশী । छूषब्र-कमाद्र श्रङ সিংহের যে উঠে প্রতিধ্বনি তাই শুধু শুনি’ গজ প্রাণভয়ে পলায় আমনি ॥ চিত্ররথ –ঠিক কথা । বিনয়ই বিক্রমের অলঙ্কার । রাজা –সখা! ইন্দ্রের সহিত সাক্ষাৎ করবার এ উপযুক্ত সময় নয়। অতএব তুমিই উৰ্ব্বশীকে সঙ্গে করে প্রভূর নিকটে নিয়ে যাও । চিত্র –সখী ! তোমার যা অভিপ্রায় । আপনারা এই দিক দিয়ে আসুন, এই দিক দিয়ে । ( অপরাগণের প্রস্থান ) উৰ্ব্ব ।- ( জনাস্তিকে ) ওলো চিত্ৰলেখা ! আমাদের উপকারী এই রাজর্ষির সঙ্গে আমি কথা কইতে পারচেনে, তা সখি তুষ্ট আমার মুখপাত্ৰ হ’। চিত্ৰলেখা —( রাজার নিকটে গিয়া ) মহারাজ ! আমার, সখী উৰ্ব্বশী বলচেন –যদি মহারাজের অনুমতি হয়, তাহলে ওঁর ইচ্ছ, প্রিয়তম! সখীর মত আপনার বিজয়-কীৰ্ত্তিকে সঙ্গে নিয়ে উনি এখন সুরলোকে যাত্রা করেন । রাজা –আচ্ছ উনি যান, কিন্তু আবার যেন দর্শন পাই । ( সকলে গন্ধৰ্ভগণের সহিত আকাশে উত্থান ) উৰ্ব্ব —( উদ্ধ গমনে বাধা পাইয় ) ওমা ! আমার একাবলী হারটি লতাগাছের ডালে জড়িয়ে গেছে । ( ফিরিয়া আসিয়া ) ছাড়িয়ে দে তো সখি !
পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/১৭
অবয়ব