বিষয়বস্তুতে চলুন

পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

se বিক্রমোর্কশী করচে। ওগো নিপুনিকে ! সঙ্গীত-কাৰ্য্য ছেড়ে এখন কোথায় যাওয়া হচ্চে ? দাসী । -দেবীর আজ্ঞায় আপনার সঙ্গেই দেখা করতে এসেছি । বিদু।–দেবী কি আজ্ঞা করেছেন ? দাসী –দেবী বল্লেন, “ঠাকুর চিরকাল আমার পক্ষপাতী, আমার দুঃখ কষ্ট হলে কখন তিনি উপেক্ষা করেন নি।” বিদু –নিপুনিকে ! সখা কি দেবীর প্রতি কোন বিরুদ্ধ আচরণ করেছেন ? দাসী –যে স্ত্রীলোকটির জন্য মহারাজ আন-মনা হয়ে আছেন, তার নাম ধরে মহারাজ দেবীকে কখন কখন ডাকেন । বিদু –(স্বগত) কি ?—মহারাজ নিজেই রহস্ত ভেদ করেছেন ? তবে আমি কেন মিছে আমার জিবটাকে আটকে রেখে কষ্ট পাই ? ( প্রকাশু্যে) ই, উৰ্ব্বশী নামে কে একজন অপসরা আছে, তাকে দেখে উন্মত্ত হয়ে শুধু যে তারই কষ্ট হচ্চে তা নয়, আমোদ-প্রমোদে ব্যাঘাত হওয়ায় আমারও যারপর নাই কষ্ট হচ্চে । দাসী –(স্বগত) এইবার মহারাজের রহস্ত-দুর্গ ভেদ করা গেছে । এখন তবে দেবীকে গিয়ে বলিগে । - বিদু –নিপুনিকে ! আমার নাম করে কাশীরাজ-কন্যাকে এই কথা বলগে ;–“আচ্ছ, আমি সেই মৃগতৃষ্ণ হতে সখাকে ফিরিয়ে আনবার চেষ্টায় চল্লেম—পরে এসে দেবীর সঙ্গে সাক্ষাৎ করব ।” দাসী –লে আজ্ঞে, তাই বলা । ( প্রস্থান ) ( নেপথ্যে । ) বৈতালিক — প্রজাগণ পক্ষে দেখ স্বৰ্য্য ও তোমার কাজ উভয়ি সমান ।