বিষয়বস্তুতে চলুন

পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিক্রমোর্কশী । $6. সবিতার আলোকেতে ত্ৰিলোকের অন্ধকার হয় অস্তধর্শন, তোমারো দর্শন-লাভে দুঃখ নাশে প্রজাদের হরষিত-প্ৰাণ । গ্রহপতি স্বৰ্য্যদেব ব্যোম-মধ্যে ক্ষণ র্তার হয় অবস্থান, দিবসের ষষ্ঠভাগে তুমিও তো একবার করগো বিশ্রাম ॥ বিদু –(কাণ পাতিয়া শ্রবণ) এইবার মহারাজ ধৰ্ম্মাসন থেকে উঠে এই দিকে আসূচেন—এইবার তবে ওঁর কাছে যাই । ( প্রস্থান ) ইতি প্রবেশক । দৃশ্য। প্রয়াগ-প্রদেশে পুরুরবাদিগের প্রাসাদ-সংলগ্ন উদ্যান । উৎকণ্ঠিত রাজা ও বিদূষকের প্রবেশ । রাজ; – মদন আবার্থ শরে, এ মোর হৃদয় মাঝে রাখে পথ করি’, দরশন মাত্রে তাই, পশে মোর হৃদে সেই ত্রিদিব-মুন্দরী ॥ বিদু –(স্বগত) বেচারী কাশীরাজ-কন্যার নিশ্চয়ই কষ্ট হয়েচে । রাজা –তোমাকে যে গোপনীয় কথাটি বলে ছিলেম তা তো কাউকে বলনি ?