পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিক্রমোর্কশী । "לכי বনে প্রবেশ করলেই আমার কষ্ট দূর হবে ; কিন্তু কৈ, তা তো হচ্চে না—বরং তার বিপরীতই দেখা যাচ্চে । পশি’-এ উদ্যান মাঝে, কোথা শাস্তি ? মনে এবে - হতেছে আমার —স্রোতোবেগে নীয়মান জন যথা, প্রতিকুলে | দেয় গো সাতার ॥ বিদু —কেন বলুন দিকি ? রাজা । — দুর্লভ বস্তুর আশে দুনিবার বাসনা পুষিয়া পঞ্চবাণ পুৰ্ব্ব হতে উৎকণ্ঠিত করিল এ হিয়া । তার পর দেখি যবে, উন্মুলিয়া পাণ্ডুপত্র মলয় পবন উপবন-সহকারে নবীন অঙ্কুর তার করে উৎপাদন, তখন ভাবিয়া দেখ, প্রাণ মোর আরো কত হয় উচাটন ॥ বিদু।—মহারাজ দুঃখ করবেন না । অনঙ্গ সহায় হয়ে শীঘ্রই আপনার মনস্কামনা পূর্ণ করবেন । রাজা 1—ব্রাহ্মণের বাক্য শিরোধীর্য্য । ( পরিক্রমণ ) বিদু।—দেখুন দেখুন মহারাজ ! বসন্তের আবির্ভাবে প্রমদ-বনের কি রমণীয় শোভা হয়েচে । রাজা –ই, প্রত্যেক বৃক্ষেই আমি তা দেখতে পাচ্চি । মধুত্র দেখগে এবে, বাল্য ও যৌবন-দশ —এ দুয়ের মধ্যে অবস্থিত ।