বিষয়বস্তুতে চলুন

পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S o বিক্রমোর্কশী । এখন তবে কিসে আমার প্রার্থন সফল হয় তারই একটা উপায় চিন্তা কর । বিদু –( হাসিয়া ; দেখুন, অহল্যাসক্ত ইন্দ্রের বৈদা, আর উৰ্ব্বশী-আসক্ত আপনার বৈদ্য আমি—আমরা দুজনেই এই বাপারে একবারে डेम्राख् । রাজা —অত্যন্ত স্নেহ বশতঃ সুহৃদেরাই এই সব স্থলে উপায় চিস্ত করে । বিদু –(চিত্ত করিতে করিতে) আচ্ছা রক্ষন, আমি চিন্তা করে দেখি । কিন্তু আপনি বিলাপ করে আমার ধ্যান ভঙ্গ করবেন না । রাজা –( শুভ চিহ্নের স্বচনায় স্বগত ) দুল্লভ যদিও সেই পূর্ণচন্দ্রানন, বৃথায় মদন-চেষ্টা—তাহার ভাবনা, তবু যেন ইষ্টসিদ্ধি হবে ফলোমুখী এ বিশ্বাসে হৃদি মোর সহসা গো সুখী ॥ ( আশান্বিত হইয়া অবস্থান ) দৃশ্য —আকাশ । আকাশ-পথে উৰ্ব্বশী ও চিত্ৰলেখার প্রবেশ । চিত্র –সখি উৰ্ব্বণী ! কোন অনির্দিষ্ট কারণে কোথায় যাচ্চ বল দিকি ? উৰ্ব্ব ।—সখি ! তোমার কি মনে নেই, হেমকূট-শিখরে লতার ডালে আমার সেই গলার হারটি জড়িয়ে যাওয়ায় তোমাকে তা ছড়িয়ে দিতে বলি ; তখন তুমি উপহাস ক’রে বলেছিলে, এত এটে জড়িয়ে গেছে নে তুমি আর ছাড়াতে পারচে না । তবে এখন আবার জিজ্ঞসে করচ কেন, কোন অনির্দিষ্ট কারণে যাচ্চি ? চিত্র।—তবে কি সেই রাজর্ষি পুরুরবার কাছেই যাচ্চ ? উৰ্ব্ব —ই, সখি এ কার্য্যে আর আমার লজ্জা নেই ।