বিষয়বস্তুতে চলুন

পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミや বিক্রমোর্কশী । রাজা –কি আজ্ঞা করচেন ? চিত্র । —“সেই দৈত্যের অত্যাচার-সময়ে মহারাজই আমার এক মাত্র সহায় ছিলেন, সম্প্রতি মহারাজকে দর্শন করে” অবধি মদন আমাকে বড়ই উৎপীড়ন করচে—তাই আবার আমি মহারাজের শরণাগত হলেম ।” রাজা –দেখ ভদ্রে ! তুমি শুধু বলিতেছ উৰ্ব্বণীই সমুৎসুখ মিলনের তরে । তুমি তো গো দেখিছন, তার লাগি পুরুরলা . কি সহে অস্তরে । এ প্রণয় উভয়েরি - সাধারণ ; তাই বলি, করহ যতন তপ্ত লৌহ-সনে যাতে তপত লৌহের হয় উচিত মিলন ; • চিত্র –(উৰ্ব্বশীব নিকটে গিয়া ) প্রলো, এই দিকে আয় । তোর প্রিয়তমের মদনকে আরও যেন নিষ্ঠুর বলে আমার মনে হল, তাই আবাৰ তোর কাছে আমি দূতী হয়ে এলেম । উৰ্ব্ব । —(মারা-আবরণ অপনীত করিয়া ) তুই সখি রাজার পক্ষ নিয়ে আমাকে সহসা তাগ করলি ? চিত্র –(সম্মিত) এখনি জানতে পারব কে কাকে ত্যাগ করে । এখন রাজাকে অভিবাদন কর । উৰ্ব্বণী –{ সলজ্জভাবে মহারাজের নিকটে আসিয়া ) জয় ! মহারাজের छग्न ! * রাজা –সুন্দরি !