vరిని বিক্রমোর্কশী বিদু –বর্ষাকালের ঘোলা নদীর মত দেবী অগ্রসন্ন হয়ে চলে গেলেন। এখন তবে उँं,न মহারাজ । রাজা –( উঠিয়া ) সখী ! ওঁর এরূপ ব্যবহার অসঙ্গত নয়। দেখ — প্রেমরস-শূন্য হয়ে প্রিয় বচনেও যদি প্রিয়জন অনুনয় করে কিছুতেই জেনো সখী প্রবেশ করেন। তাহ রমণীর হৃদি-অভ্যস্তরে ! মণি-বেত্তা-কাছে যথা মণির কৃত্রিম রাগ দেখিব। মাত্রই ধরা পড়ে ॥ বিদু —আপনার পক্ষে ভালই হ’ল । চক্ষুরোগগ্ৰস্ত ব্যক্তির সম্মুখে দীপশিখা কখনত সহ্য হয় না । রাজা –ওকথা বোলে না। যদিও আমার উৰ্ব্বশীগত প্রাণ, তবু দেবী আমার বহু মানের সামগ্রী । কিন্তু আমি পায়ে পড়লে ও যখন তিনি আমার মান রাখলেন না, তখন আমিও আর র্তার সাধাসাধনা করচি নে ; ধৈর্য্য ধরে থাকি, দেখি তিনি কি করেন । বিদু —রেখে দিন আপনার ধৈর্য্য । এই ক্ষুধিত ব্রাহ্মণকে এখন বঁাচান । এদিকে স্নান ভোজনের সময় হয়ে গেল । রাজা –( উদ্ধদিকে অবলোকন করিয়া ) তাইতে, দিবসের অৰ্দ্ধভাগ যে ತ হয়ে গেছে । এসে. তরুতল-স্বশীতল আলবাল-পরে চ। গ্রীষ্মতাপে তপ্ত হয়ে শিখী বাস করে । *'শন্তির্নিকার পুষ্প ভেদি যটপদগণ অবস্থিকে ) অস্তরে গিয়া করিছে শয়ন । কছু হবে
পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৩৯
অবয়ব