বিষয়বস্তুতে চলুন

পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক। দৃশ্য —ভরতমুনির আশ্রম। দুইজন ভরতশিষ্য নটের প্রবেশ। প্রথম।—ওহে ভাই পল্লব ! এই অগ্নি-গৃহ হতে গুরুদেব যখন ইন্দ্রভবনে যান, তখন তুমি তো তার আসন নিয়ে সঙ্গে গিয়েছিলে, আর আমি অগ্নি-গৃহ রক্ষার জন্য এখানেই নিযুক্ত ছিলেম। তাই তোমাকে জিজ্ঞাসা করচি, গুরুদেব কি নাটকাভিনয় করে দেবসভার মনোরঞ্জন করতে পারলেন ? দ্বিতীয় —দেখ গালব, কতদূর তারা তুষ্ট হয়েচেন বলতে পারি নে। সেই সরস্বতী-কৃত লক্ষ্মীস্বয়ম্বর নাটকের অভিনয়-কালে উৰ্ব্বশী তো বিবিধ নাট্য-রসে একেবারে তন্ময় হয়ে অভিনয় করেছিলেন কিন্তু— প্রথম –তুমি যে রকম করে কথা শেষ করলে তাতে যেন বোধ হয় তার মধ্যে কি-একটা দোষ ঘটেছিল । দ্ধি —ই, তিনি ভুলে আর একটা কথা বলে’ ফেলেছিলেন । প্র।—সে কিরূপ ? দ্ধি —সেই নাটকে উৰ্ব্বশী, লক্ষ্মীর-ভূমিকায়—আর মেনকা, বারুণীর ভূমিকায় ছিলেন। তাঁ, মেনকা যখন জিজ্ঞাসা করলেন “ত্রিলোকের সুপুরুষ লোকপালের কেশবের সহিত এখানে সমাগত হয়েছন, তা এদের মধ্যে তোমার কাকে ভাল লাগে?” প্র –তার পর—তার পর ? ৰি।—ত, কোথায় বলবে “পুরুষোত্তম,” না উৰ্ব্বশীর মুখ দিয়ে | বেরিয়ে গেল “পুরুরবা”।